Bangla Awaas Second Installment: জুন মাসে বাংলা বাড়ির, দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা কবে ঢুকবে? কাদের আগে দেবে? কাদের পরে দেবে?

মে মাসের ২০ তারিখ থেকেই শুরু হয়েছিল বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকা দেওয়া। এই টাকা ইতিমধ্যে প্রচুর উপভোক্তা তাদের ব্যাংক একাউন্টে পেয়েছেন। তবে মে মাস শেষ হয়ে এই মুহূর্তে জুন মাস শুরু হয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে জুন মাসে কি বাংলা আবাস যোজনার টাকা ব্যাংক একাউন্টে আসতে পারে? নাকি বাংলা আবাস যোজনার টাকা আর পাওয়া যাবে না? তাছাড়া, যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না, তাদের ব্যাংক একাউন্টে কবে থেকে টাকা ঢুকবে? এই নিয়ে নানান প্রশ্ন প্রত্যেকের মনে রয়েছে।
বর্তমানে আবাস যোজনার টাকা কবে থেকে দেওয়া হবে? কারা কারা পাবেন? এবং টাকা পেতে কি কি করতে হবে? জুন মাসে টাকা আসবে কিনা? মে মাসে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা দেওয়া শুরু হলেও, জুন মাসেও কিন্তু আবাস যোজনার এই টাকা পাওয়া যাবে।
Read More: ফ্রি-তে দিচ্ছে জিও কয়েন! ভারতের নিজের ক্রিপ্টো। দাম, ইনকাম, প্রফিট?
যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না। চিন্তা করছেন যে কবে থেকে বাংলা আবাস যোজনা ৬০ হাজার টাকা আমার ব্যাংক একাউন্টে আসবে। আপনাদেরকে জানিয়ে দিই আপনারাও কিন্তু টাকা পাবেন। আপনাদের ব্যাংক একাউন্টে ধাপে ধাপে এই টাকা জুন মাসেও আসবে।
তবে যে সমস্ত প্রশ্ন নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন, সেই প্রশ্নের কিছু উত্তর আপনাদেরকে দিয়ে দিই। যেমন এখানে একজন দাদাভাই কমেন্ট করেছেন, যে-
“বলছি দাদা আমি প্রথম পেমেন্ট পেয়েছিলাম ৬০,০০০ টাকা। এবার আমাদের বাড়িটা করতে অনেকটা দেরি হয়ে গেছে তো দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে কিনা?”
উত্তর: এইরকম প্রচুর মানুষ রয়েছেন যারা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তো পেয়েছিলেন। কিন্তু টাকা পাওয়ার পর তাদের বাড়ি বানাতে দেরি হয়ে গেছিল। আবার কিছু মানুষ রয়েছেন যাদের এই যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির যে ৬০,০০০ টাকা, সেটা অনেক দেরিতে ঢুকেছিল।
আর সেই জন্য তাদের বাড়ি বানানো কিছুটা দেরি হয়ে যায়। আর সেই জন্যই কিন্তু তাদের ছবি তুলতে বা অন্যান্য যে সমস্ত প্রসেসগুলো রয়েছে, সেগুলো হতে অনেকটা সময় লেগে যাচ্ছে। আর সেই জন্যই তাদের ব্যাংক একাউন্টে আবাস যোজনার এই যে টাকাটা তাড়াতাড়ি ঢুকছে না।
তো আপনি চিন্তা করবেন না। আপনারও ব্যাংক একাউন্টে আবাস যোজনার এই যে দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকাটা খুব শীঘ্রই চলে আসবে। তবে সেক্ষেত্রে দুই একদিন দেরি হতে পারে। তবে, টাকা আপনি পেয়ে যাবেন, এটা নিশ্চিত।
Read More: মহিলাদের জন্য নতুন ‘লাখপতি দিদি যোজনা’! বিনাসুদে ৫ লক্ষ টাকা লোন।
এরপর আরো একজন কমেন্ট করেছেন। যে-
“২জুন ২০২৫ তারিখে কি টাকা ঢুকতে পারে? ডায়মন্ড হারবার মোটামুটি জেলার টাকা ছেড়ে দিয়েছে।”
উত্তর: এক্ষেত্রে আপনাদেরকে জানাই যে, শুধু ডায়মন্ড হারবার নয়। দক্ষিণ ২৪ পরগণার বেশিরভাগ জায়গায় কিন্তু টাকা ছাড়া হয়ে গেছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, বাঁকুড়া, বীরভূম প্রত্যেকটা জেলায় টাকা ছাড়া হয়েছে।
মূলত, যারা এই যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে, লিলটন পর্যন্ত কাজ করেছিলেন। আগে তাদেরকে টাকা দেয়া হচ্ছে। এবং পরবর্তীতে বাকিদের টাকা দেওয়া হবে। যাদের ছবি হয়ে গেছিল তারা কিন্তু আগে টাকা পাচ্ছেন, এবং যাদের ছবি হয়নি, সেক্ষেত্রে তাদের আবার কিন্তু ছবি হবে এবং পরবর্তীতে সেগুলো ওয়েবসাইটে আপলোড হবে। তারপরে তাদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে।
এরপর আরো একজন কমেন্ট করেছেন। যে-
“দাদা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে (PWL List) দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে?”
উত্তর: পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, তাদেরকে এখন প্রথম কিস্তিরই টাকা দেয়া হয়নি। দ্বিতীয় কিস্তির টাকা কিভাবে দেয়া হবে? প্রথম কিস্তির টাকাটা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে ডিসেম্বর মাসে দেওয়া হবে।
অর্থাৎ, ফার্স্ট কিস্তির টাকা যখন আপনি পেয়ে যাবেন, আপনি ওই টাকা নিয়ে বাড়ি তৈরি করবেন। তারপর কিন্তু দ্বিতীয় কিস্তির যে ৭০০০ টাকা, সেটা আপনার ব্যাংক একাউন্টে আবারও মোটামুটি মে-জুন (২০২৬ সাল) মাসের দিকে দেওয়া হবে। তবে তার জন্য আপনাদেরকে লিলটন পর্যন্ত গাথনি করতে হবে। সেগুলোর ছবি উঠবে সেগুলো আপলোড হবে। তারপরে কিন্তু আপনি টাকা পাবেন। অন্যথায় কিন্তু টাকা পাবেন না।
আশা করি বুঝতে পেরেছেন যে আবাস যোজনার টাকা পেতে হলে, অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে।
এছাড়া, অনেকে জানতে চাইছেন যে-
“দাদা আবাস যোজনার টাকা কি এই জুন মাসে দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে?”
উত্তর: না, জুন মাসে দেওয়া বন্ধ হচ্ছে না। আবাস যোজনার টাকা কিন্তু জুন মাসেও আপনারা আপনাদের ব্যাংক একাউন্টে পাবেন।
এই মুহূর্তে আপনারা বুঝতে পারলেন, বাংলা আবাস যোজনার যে দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকা, সেটা কিন্তু এই জুন মাসেও ঢুকবে। ধাপে ধাপে টাকা দেয়া হচ্ছে। ফলে, দুই-একদিন আগে পরে হতে পারে।
যাদের, ইনকয়ারি সবেমাত্র হয়েছে। তাদের টাকা পেতে একটু দেরি হতে পারে। যাদের ছবি হয়নি বা সবেমাত্র ছবি হয়েছে এরকমও যদি কেউ থেকে থাকেন। তাদের টাকা দিতে একটু দেরি হতে পারে। তবে টাকা পেয়ে যাবেন।