Trending News

মাত্র 895 টাকায় প্রায় এক বছরের জন্য আনলিমিটেড কল! জিও-র নতুন রিচার্জ প্ল্যান।

মাত্র ₹895-এ ১১ মাসের জন্য আনলিমিটেড কল ও মোট 24GB ডেটা সহ দুর্দান্ত রিচার্জ প্ল্যান এনেছে জিও!

Jio Recharge Plan: প্রত্যেক মাসে বারে বারে রিচার্জ না করে, দীর্ঘমেয়াদি একটি রিচার্জ করতে চাইছেন? কম বাজেটের মধ্যে প্রায় এক বছরের দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এবার হাজির হয়েছে রিলায়েন্স জিও।

সাধারণত ৩৬৫ দিন বা এক বছরের রিচার্জ প্ল্যান গুলি যথেষ্ট পরিমাণে ব্যয়বহুল হয়ে। অনেক সময় গোটা এক বছরের রিচার্জটি অনেক বেশি সাশ্রয়ী হলেও একেবারে অত বেশি টাকা অনেকের কাছেই মজুদ থাকে না।

তবে এবারে এই সমস্ত সমস্যার সমাধান ঘটিয়ে রিলায়েন্স জিও নিয়ে এসেছে একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান। যেখানে মাত্র 895 টাকা খরচ করলেই গোটা এক বছরের মোবাইল পরিষেবা চলে আসবে আপনার হাতের মুঠোয়। তাহলে চলুন, আর বেশি দেরি না করে এই রিচার্জ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Read More: বিমানবন্দরে উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ চলছে, প্রতি মাসে পাবে ২২,৫০০ টাকা

895 এর জিও রিচার্জ প্ল্যানে কোন কোন সুবিধা পাচ্ছেন?

রিলায়েন্স জিওর এই দুর্দান্ত রিচার্জ প্ল্যান এর মাধ্যমে অধিক পরিমাণে ভয়েস কলিং এর ফেসিলিটি দেওয়া হচ্ছে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা বেশি পরিমাণে মোবাইল ডাটা ব্যবহার করেন না, তাদের জন্য এই পরিষেবাটি উপযুক্ত। এই প্লানের মাধ্যমে মোট 336 দিনের বৈধতা দেওয়া হবে। অর্থাৎ একবার রিচার্জ করলেই সেই পরিষেবা চলবে টানা 11 মাস পর্যন্ত।

তাই বলে যে গোটা ১১ মাস এককালীন মোবাইল ডাটা দিয়ে চালাতে হবে, এমনটা কিন্তু একেবারেই নয়। এ রিচার্জ প্লানে প্রতি 28 দিন অন্তর 2GB করে মোট 24GB ডেটা পাওয়া যায়। এর পাশাপাশি থাকে আনলিমিটেড বয়েজ কলিং ফেসিলিটি এবং প্রতি 28 দিনের 50 টি করে SMS পাঠানোর সুযোগ।

কারা এই দুর্দান্ত রিচার্জ প্ল্যানটি ব্যবহার করতে পারবে?

প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো যে এই রিচার্জ প্ল্যানটি কিন্তু সাধারণ মানুষদের জন্য একেবারেই নয়। যে সমস্ত ব্যক্তি যে কোন মোবাইল ফোন বা স্মার্টফোন ব্যবহার করছেন, তারা একেবারেই এই রিচার্জটি করাতে পারবেন না।

শুধুমাত্র Jio Phone বা Jio Bharat Phone -এর ব্যবহারকারীদের জন্য এই দুর্দান্ত রিচার্জ পরিষেবা দেওয়া হচ্ছে। অর্থাৎ অন্য যে কোন ফোনের সাথে জিওর সিম থাকলেই এই রিচার্জ পরিষেবা দেওয়া হবে না।

গ্রামে গঞ্জে থাকা জিওর ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য এই রিচার্জ প্ল্যানটি একটি দুর্দান্ত অপশন। মোট ১১ মাসের জন্য 895 এর রিচার্জ বর্তমানে আর কোথাও পাওয়া সম্ভব নয়। তাই স্বল্পমূল্যে দীর্ঘমেয়াদী রিচার্জের সুযোগ আপনার কাছে থাকলে, একেবারেই সেই সুযোগ হাতছাড়া করবেন না।

Miss Basu

সৃষ্টি বসু! WB Tathya সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button