Scheme

PM WANI Scheme: ঘরে ঘরে বিনামুল্যে Wifi দিচ্ছে মোদী! কিভাবে পাবে? কিভাবে আবেদন করবে?

PM WANI প্রকল্পের মাধ্যমে দেশের নানা প্রান্তে মিলবে একদম বিনামূল্যে Wi-Fi ইন্টারনেট পরিষেবা। সরকারের এই উদ্যোগে সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা ইচ্ছেমতো ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন—নেই কোনো খরচ, নেই কোনো বাধা।

PM WANI Scheme – নিজের পকেটের টাকা খরচা করে কিনছেন ওয়াইফাই (Wi-fi) নেটওয়ার্ক? এবার থেকে ওয়াইফাই নেটওয়ার্কের জন্য খরচা করতে হবে না একটা পয়সাও। দেশ জুড়ে সাধারণ মানুষের ইন্টারনেট পরিষেবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে ওয়াইফাই কানেকশন (Wi-fi Connection)।

সারা দেশ জুড়ে চালু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর ওয়াই-ফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইনিশিয়েটিভ বা PM WANI Scheme। কি, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করতে চাইলে শেষ পর্যন্ত পড়ে নিতে হবে আজকের প্রতিবেদনটি।

PM WANI Scheme
PM WANI Scheme

PM WANI Scheme কী? এই প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য কী? এর সাহায্যে কোন কোন সুবিধা পেয়ে যাবেন? কোথায় এই প্রকল্প শুরু হয়েছে? আপনাদের মনে আশা এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মিলবে আজকের প্রতিবেদন থেকে।

PM WANI Scheme কী?

PM WANI Scheme বা প্রাইম মিনিস্টার ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইনিশিয়েটিভ হল কেন্দ্রীয় সরকারের এক দুর্দান্ত প্রকল্প, যার সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই ওয়াইফাই কানেকশনের জন্য যেমন একটা টাকাও খরচ করতে হবে না।

PM WANI Scheme
PM WANI Scheme

তেমনই এক জায়গায় বসেই ঘন্টার পর ঘন্টা উঁচু ওয়াইফাই নেটওয়ার্ক পেয়ে যাবেন আপনি। শুধু তাই নয়, এই ইন্টারনেট ব্যবহারের জন্য কারোর কাছে আপনাকে কৈফিয়ত দিতে হবে না। হ্যাঁ, এমনই দুর্দান্ত প্রকল্প ভারতের মাটিতে চালু করেছে কেন্দ্রীয় সরকার।

PM WANI Scheme চালু করার উদ্দেশ্য কী?

১) সম্পূর্ণ বিনামূল্যে বা খুবই কম খরচে ইন্টারনেট পরিষেবা প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে, যাতে দেশের প্রত্যেকটি মানুষ ইন্টারনেটের সুবিধাকে ব্যবহার করে নিজেদের জীবনে অগ্রগতি আনতে পারেন।

২) এই প্রকল্পটি গোটা দেশ জুড়ে চালু হতে চলেছে। এর ফলে প্রতিটি জায়গার মানুষ, কেউই বঞ্চিত হবে না ইন্টারনেট পরিষেবার থেকে।

PM WANI Scheme
PM WANI Scheme

৩) ফ্রি ওয়াইফাই (Free WIFI) অ্যাক্সেসের কারণে ব্যবসা-বাণিজ্যের উন্নতি ঘটবে। দেশের সর্বত্র অনলাইন পরিষেবা শুরু হবে।

PM WANI Scheme Official Website

৪) আজকের দিনের দাড়িয়ে প্রত্যেকটি মানুষেরই ইন্টারনেট পরিষেবার প্রয়োজন রয়েছে। বিভিন্ন প্রকল্পের স্ট্যাটাস চেক করা থেকে শুরু করে প্রকল্পে আবেদন, সবকিছুর জন্যই প্রয়োজন ইন্টারনেট পরিষেবা। এই কারণেই কেন্দ্রীয় সরকার এবার অপারক ব্যক্তিদের হাতে তুলে দিতে চাইছে ফ্রী ইন্টারনেট (Free Internet) পরিষেবা।

কোথায় শুরু হয়েছে এই প্রকল্প?

সরকারের এই অভিনব প্রকল্প ইতিমধ্যেই দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে একাধিক জায়গায় চালু করা হয়েছে। উত্তর দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে ১০৪টি ওয়ার্ডের মধ্যে মোট ৯০টিতে ওয়াই-ফাই হটস্পট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে।

PM WANI Scheme
PM WANI Scheme

মোট ১৮০০ টিরও বেশি স্থানে স্থাপন করা হবে এই হটস্পট (hotspot) পরিষেবা। এছাড়াও দক্ষিণ দিল্লি, দেরাদুন, মথুরা, মধ্যপ্রদেশ সহ ভারতবর্ষের একাধিক রাজ্যে PM WANI Scheme-এর কাজ শুরু হয়েছে। দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনেও রোজের যাত্রীদের ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে PM WANI Scheme ওয়াইফাই নেটওয়ার্ক।

Read More:

Miss Basu

সৃষ্টি বসু! WB Tathya সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button