Trending News

আপনার আধার কার্ড দিয়ে কেউ লোন তোলেনি তো? চেক করুন! আধার সুরক্ষিত রাখুন।

আপনার অজান্তেই কেউ আপনার আধার কার্ড ব্যবহার করে লোন নিচ্ছে না তো? আজকাল আধারের জেরক্স কপি থেকেই শুরু হচ্ছে বড়সড় প্রতারণা, যার খেসারত দিতে হচ্ছে নিরীহ মানুষকে। এই বিপদ থেকে বাঁচতে এখনই জেনে নিন কীভাবে আধার কার্ডকে সুরক্ষিত রাখবেন।

আজকের দিনে দাঁড়িয়ে আধার কার্ডের মত গুরুত্বপূর্ণ নথি আর কিছু নেই বললেই চলে। দোকান বাজারে যাওয়া থেকে শুরু করে রেশন কার্ড কিংবা গুরুত্বপূর্ণ যে কোন কাজেই প্রয়োজন হয় আধার কার্ডের। সুতরাং ভারতীয় জীবন আধার কার্ড ছাড়া একেবারেই অচল, এই কথা বলাই বাহুল্য।

তবে বর্তমানে আধার সংক্রান্ত একাধিক প্রতারণার খবর উঠে আসছে খবরের কাগজের পাতায়। বিশেষত জাল আধার কার্ডের সহায়তায় দেশে ঢুকে আসা থেকে শুরু করে জাল লোনের মত প্রতারণা গুলি অহরহ ঘটে চলেছে।এমনকি একজন ব্যক্তির আধার কার্ডের বিনিময়ে বিভিন্ন ধরনের বেআইনি কাজ হয়ে থাকে।

সত্যি কথা বলতে, যে ব্যক্তির আধার কার্ডটি ব্যবহার করে এই ধরনের চক্রগুলি পরিচালনা করা হয়, সেই ব্যক্তি এই বিষয়ে ঘুণাক্ষরেও টের পান না। যার ফলে পরবর্তী সময়ের সমস্যার সম্মুখীন হন ওই ব্যক্তি, তার আদতে কোন দোষই নেই। আপনিও এমন চক্রে পড়ে যাননি তো? আপনার আধার কার্ডটি ব্যবহার করে অন্য কেউ জাল লোন বা কোন বে-আইনি কাজ করছে না তো? জানতে হলে অবশ্যই পড়ুন আজকের প্রতিবেদনটি।

আধার কার্ড দিয়ে লোন

ভারতীয়দের জীবনে বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে শুধুমাত্র আধার কার্ডের দ্বারা। এই আধার কার্ডের জেরক্স কপি বিভিন্ন জায়গায় আমাদের জমা দিতে হয়। সুতরাং আপনার আধার কার্ডের তথ্য যে অগুনতি মানুষের কাছে রয়েছে, সেটা অস্বীকার করার কোন জায়গাই নেই।

বর্তমানে প্রতারণার জাল এতটাই চওড়া হয়েছে যে এই মুহূর্তেই সতর্ক না হলে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন আপনিও। আপনার আধার কার্ড দিয়ে ঠিক কতগুলি লোন চলছে, তা জানার জন্য আপনাকে নিচে বলে দেওয়া কাজগুলি করতে হবে।

১) প্রথমেই আপনার CIBIL রিপোর্ট এবং ক্রেডিট স্কোর চেক করে নিন। Experian, CRIF High Mark ইত্যাদির মত একাধিক প্লাটফর্ম বর্তমানে বিনামূল্যে CIBIL রিপোর্ট দিয়ে থাকে।

২) ক্রেডিট স্কোর ও ক্রেডিট রিপোর্ট দেখে নিয়ে ডাউনলোড করে নিন এবং www.cibil.com এই ওয়েবসাইটে গিয়ে CIBIL রিপোর্টের জন্য SIgn Up করুন।

৩) এই ওয়েবসাইটে আপনার আধার বা প্যান কার্ডের সাহায্যে লগইন করে নিন। এরপর আপনি সরাসরি ক্রেডিট হিস্ট্রি (Credit History) চেক করে নিতে পারবেন।

৪) আপনার আধার কার্ড বা প্যান কার্ডের বিনিময়ে যে কটি লোন চলছে তা পরিষ্কারভাবে ওই ওয়েবসাইটে দেখিয়ে দেওয়া হবে। আপনার করা লোন ছাড়া, যদি এক্ষেত্রে অন্য কোন লোন চলে তাহলে এখনি সতর্ক হোন এবং নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে যোগাযোগ করুন।

নিজের আধার কার্ডটি সুরক্ষিত রাখুন

যেহেতু আমাদের বিভিন্ন জায়গায় আধার কার্ডের তথ্য দিতে হয়, তাই আপনার আধার কার্ডটি জালিয়াতের হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য বায়োমেট্রিক লক (Biometric Lock) অথবা Unlock অপশন চালু করে দিন। এর পাশাপাশি প্রতি ছয় মাসে একবার করে আধারের ডেটা আপডেট রাখুন এবং অন্য কারো সঙ্গে এর নথি শেয়ার করতে হলে মাস্কড আধার কার্ড (Masked Aadhaar) ব্যবহার করুন।

Read More:

Miss Basu

সৃষ্টি বসু! WB Tathya সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button