Smartphone

আর কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে iphone 17, লঞ্চের সাথে সাথে কী কী ধামাকা আসতে চলেছে জানেন কি?

ফের বাজার কাঁপাতে লঞ্চ হচ্ছে অ্যাপেল আইফোনের নতুন মডেল! প্রতি বছরের মত এবারেও দুর্দান্ত ফিচারের সাথে লঞ্চ হতে চলেছে আইফোনের নতুন মডেল iphone 17। পাতলা এবং হালকা ডিজাইনের সাথে একাধিক আকর্ষণীয় ফিচার...

ফের বাজার কাঁপাতে লঞ্চ হচ্ছে অ্যাপেল আইফোনের নতুন মডেল! প্রতি বছরের মত এবারেও দুর্দান্ত ফিচারের সাথে লঞ্চ হতে চলেছে আইফোনের নতুন মডেল iphone 17। পাতলা এবং হালকা ডিজাইনের সাথে একাধিক আকর্ষণীয় ফিচারস পেতে চলেছেন গ্রাহকেরা। যারা আইফোনের যেকোনো একটি মডেল নেবেন বলে মনে করছেন, তাদেরকে আর মাত্র কিছুদিন অপেক্ষা করতেই হবে।

এই বছরে একসাথে অ্যাপেল আইফোনের একাধিক মডেল লঞ্চ হতে চলেছে। মূলত iphone 17 এর বিভিন্ন ফিচারসহ বিভিন্ন ভাগ লঞ্চ করবে অ্যাপেল। iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max, iPhone 17 Air -এই সমস্ত মডেল গুলি কিনতে পারবেন গ্রাহকরা। এরমধ্যে অন্যতম হলো এই বছরের সেরা আকর্ষণ iPhone 17 Air। ঠিক কোন কোন ফিচার থাকছে এই নতুন মডেলটিতে? জানতে হলে শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

ক্যামেরার বিষয়ে টপ নচ iphone 17

আইফোনের গুরুত্বপূর্ণ ফিচার গুলির মধ্যে বেশিরভাগ মানুষকে আকর্ষণ করে এর ক্যামেরা কোয়ালিটি। এই মডেলের ফ্রন্ট প্যানেলে সংযুক্ত করা হচ্ছে আপগ্রেডেড ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা লেন্স। শুধু তাই নয়, দুর্দান্ত ক্যামেরা ফিচারটি থাকছে স্মার্টফোনটির বেস ভ্যারিয়েন্টেই। এরপরে সেলফি তোলা কিংবা ভিডিও কলিং সবকিছুতেই একেবারে শার্প এবং ক্রিস্প ইমেজ পাবেন গ্রাহকেরা। এই মডেলের ব্যাক প্যানেলে থাকছে iPhone 16-এর মতো ডুয়াল ক্যামেরা সেট আপ। যার মধ্যে সংযুক্ত করা হয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স।

অন্যান্য ফিচারস

iphone 17 এর একধিক গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে থাকতে চলেছে বাঁকা ফ্রেমের ডিজাইন, উন্নত গ্রিপ ও ফিনিশিং, iOS 19 ও এ-সিরিজ চিপ, উন্নত ব্যাটারি পারফরম্যান্স, স্যাটেলাইট কানেক্টিভিটি আপগ্রেড সহ নানান আপগ্রেডেড ফিচারস।

সম্ভাব্য দাম

বিভিন্ন বিশেষজ্ঞদের মতে ভারতে iPhone 17 এর দাম শুরু হতে পারে ৮৯,৯০০ টাকা থেকে। যদিও এর টপ মডেলটি ১,৬৪,৯০০ টাকায় বিক্রি হবে বলে মনে করছেন অনেকেই।

লঞ্চের সম্ভাব্য সময়

ভারতে iPhone 17 প্রতিবছরের মতোই সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে চলেছে। প্রতিবছরের ট্রেন্ড বজায় রেখে আপেল কোম্পানি ওই সময়ের মধ্যেই তাদের ব্র্যান্ড নিউ মডেলটি লঞ্চ করতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে এই স্মার্টফোনের লঞ্চের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়নি। যদিও ফ্রেন্ড অনুসারে, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে iphone 17 এর।

Read More:

Miss Basu

সৃষ্টি বসু! WB Tathya সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button