রোজকার যাতায়াতের ক্ষেত্রে পরিবেশ বাঁচানোর জন্য বর্তমানে ইলেকট্রনিক ভেহিকেলের চাহিদা বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি যদি আপনি রোজের যাতায়াতের জন্য একটি ইলেকট্রনিক্স স্কুটার একেবারেই কম দামে কিনে নিতে পারেন, তাহলে কেমন হয়? মূলত দেশের মধ্যবিত্ত গ্রাহকদের কথা মাথায় রেখেই Avan Motors নিয়ে এসেছে ব্র্যান্ড নিউ দুটি স্কুটার মডেল- Xero এবং Xero+।
আপনি যদি বাড়ি থেকে কিছু দূর পর্যন্ত প্রতিদিন যাতায়াত করে থাকেন, তাহলে সাধারণ স্কুটার বা বাইকের থেকে অত্যন্ত ছাত্রই দামে কিনে নিতে পারেন Avan Motors এর এই দুর্দান্ত মডেল। কোম্পানির দাবি অনুসারে, একবার চার্জ দিলেই ১১০ কিঃমি পর্যন্ত চলবে এই স্কুটি। এমনকি এর দামও থাকছে ৫০ হাজারের কমে। মধ্যবিত্ত মানুষদের কথা মাথায় রেখেই ডিজাইন করা এই মডেল দুটির বিস্তারিত তথ্য জানতে শেষ পর্যন্ত পড়ুন এই প্রতিবেদনটি।
Avon Xero ও Xero+ স্কুটির দাম
সাধারণত যেখানে পেট্রোলের স্কুটির দাম শুরু হয় ৭০-৮০ হাজার থেকে, সেখানে avon এর এই দুর্দান্ত স্কুটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৫,০০০ টাকা থেকে। যদিও এর Xero+ মডেলটির এক্স শোরুম দাম রয়েছে ৮৫ হাজার টাকা। এর ওপরে অনেক সময়ই বিভিন্ন ধরনের অফার চলতে থাকে। তাই এর বেস মডেলটি ৫০ হাজারেরও কম দামে পেয়ে যেতে পারেন আপনি।

মডেলের বিবরণ ও স্পেসিফিকেশন
Avon Xero Scooter এ ২৫০ ওয়াট ইলেকট্রনিক মোটর এবং ৪৮ ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারির সংযুক্ত করা হয়েছে। এই স্কুটিটি ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চালানো যাবে। এর ব্যাটারি চার্জ হতে প্রায় ৬ ঘন্টা থেকে ৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগবে এবং একবার চার্জ করালেই ৭০ কিলোমিটার পর্যন্ত এই স্কুটার নিয়ে ভ্রমণ করতে পারবেন আপনি। অর্থাৎ বাড়ির কাছাকাছি প্রতিদিনের কাজ করার জন্য একেবারে আদর্শ Avon Xero মডেলটি।
অপরদিকে Avon Xero+ মডেলটির পারফরম্যান্স এর বেস ভ্যারিয়েন্ট এর থেকে অনেকটাই ভালো। বেস ভেরিএন্টের থেকে ৩০ হাজার টাকা দাম বেশি হলেও এটি যে পারফরম্যান্সের দিক থেকে অনেকটাই উন্নত, তা আর বলার প্রয়োজন রাখে না। এই মডেলে রয়েছে ১০০ ওয়াট ইলেকট্রিক মোটর, যা সর্বোচ্চ ৪৫ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় চলার ক্ষমতা রাখে। মডেলের রয়েছে দুটি লিথিয়াম আয়োন বাটারি। এর ফলে একবার চার্জ দিলেই ১১০ কিলোমিটার পর্যন্ত ব্যাটারি লাইফ দেয় Avon Xero+ মডেলটি। পেটেরো ব্যাটারি চার্জ হতে ৬ ঘন্টা থেকে ৮ ঘন্টা পর্যন্ত সময় লাগে।
ভারতীয় মধ্যবিত্ত পরিবারের মানুষরনের জন্য এই স্কুটি অত্যন্ত লাভবান হতে চলেছে। প্রথমত যথেষ্ট কম দামে এর মডেল গুলি বাজারে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি তেল বা পেট্রোল ভরানোর খরচ থেকে সম্পূর্ণরূপেই মুক্তি পাচ্ছেন আপনারা। এর ফলে কোনরকম মাথাব্যথা ছাড়াই প্রতিদিনের কাজ করার জন্য এই স্কুটি একেবারেই আদর্শ। এই মডেলটি কেনার জন্য কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে কিনতে হবে।
Read More: