Reselling Business Idea: ১টাকাও না লাগিয়ে রিসেলিং ব্যবসা করো, বাড়ি বসে! মাসে রোজগার ৩৫,০০০ পর্যন্ত।

Reselling Business Idea – আগেকার সময়ের মতো শুধুমাত্র বাড়ির পুরুষেরা রোজগার করবেন এবং মহিলারা গৃহস্থালির কাজ সামলাবেন, এমন দিন আর নেই। বর্তমানে একটি সংসার চালানোর জন্য বাড়ির কর্তার পাশাপাশি মহিলাদেরও কাঁধে কাঁধ মিলিয়ে রোজগার করার প্রয়োজন রয়েছে।

এই কারণেই বর্তমানে গৃহস্থালির কাজ সামলে যাতে মহিলারা বিভিন্ন উপায়ে রোজগার করতে পারেন, তার জন্য অনলাইনে একাধিক ব্যবসার সুযোগ করে দেওয়া হয়। নিজের বুদ্ধিমত্তা এবং প্রচেষ্টাকে কাজে লাগিয়ে প্রতিদিন বাড়ির সমস্ত কাজ সামলেও ব্যবসা করতে পারেন আপনিও।

শুধু তাই নয়, ঘরে বসে কোনরকম পুঁজি ছাড়া ব্যবসা শুরু করার উপায়ও রয়েছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা এমন একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া আপনাদের দিতে চলেছি, যেখানে এক টাকাও বিনিয়োগ না করে প্রথম দিন থেকেই রোজগার শুরু করে দিতে পারবেন।

এই ব্যবসা হল- ঘরে বসে অনলাইন রিসেলিং (Online Reselling) করা। শুধুমাত্র আপনার হাতের মোবাইল ফোন আর ইন্টারনেট কানেকশন -এই দুটি থাকলেই ঘরে বসে নিজের অবসর সময়ে কাজ করে প্রতিমাসের হাজার হাজার টাকা রোজগার করতে পারেন।

Reselling ব্যবসা আসলে কি?

কোন জিনিস নিজে তৈরি না করে অথবা নিজের না কিনে বিক্রি করার পদ্ধতি হলো রিসেলিং (Reselling)। এবার আপনার মনে হতে পারে, আপনি যদি নিজের বাড়িতে সেই জিনিসের স্টক তৈরি না করেন তাহলে বিক্রি কিভাবে করবেন?

আসলে রিসেলিং করার জন্য আগে থেকে নিজের কাছে স্টক করার প্রয়োজন নেই। অন্যের কাছে রাখা পণ্য পুনরায় বিক্রি করাকেই রিসেলিং (Reselling) বলা হয়। এর ফলে আপনি যার থেকে সেই পণ্যটি নিয়ে বিক্রি করছেন, তারও লাভ হচ্ছে আবার আপনারও লাভ হচ্ছে।

কীভাবে Reselling ব্যবসা শুরু করবেন?

1) রেসলিং ব্যবসা (Reselling Business) শুরু করার জন্য প্রথমে আপনার পছন্দমত যে কোন ই-কমার্স ওয়েবসাইটে আপনি লগইন করে নিতে পারেন। এক্ষেত্রে মিশো (Meesho) বা শপসি (Shopsy) -র মতো রেসলিং অ্যাপেও রেজিস্ট্রেশন করে নিতে পারেন।

2) এরপরের পদ্ধতি অত্যন্তই সহজ। আপনাকে ওই অ্যাপ থেকে যে পণ্য বিক্রি করতে চাইছেন, সেইগুলি বেছে নিয়ে তার ছবি আপনার সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডেল অথবা বিভিন্ন রেসলিং গ্রুপে পাঠাতে হবে।

3) এরপর কাস্টমার আপনার পণ্য পছন্দ করে আপনাকে অর্ডার করলে আপনি সেখানে ওই অ্যাপের দামের থেকে কিছুটা মার্জিন বেশি রেখে নাম বলতে পারেন।

4) এইভাবেই কাস্টমারের দিক থেকে অর্ডার কনফার্ম করে এক টাকাও বিনিয়োগ ছাড়াই রোজগার শুরু করে দিতে পারবেন।

এই ব্যবসার সুবিধা কী?

অনলাইনে ঘরে বসে এই ব্যবসা করার মূল সুবিধা গুলি হল-

১) কোনরকম পুঁজি ছাড়াই ব্যবসা শুরু করতে পারবেন।

২) বেশি সংখ্যক কাস্টমারের কাছে পৌঁছাতে পারলে প্রতি মাসে ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত রোজগারের সুযোগ রয়েছে।

৩) পড়াশোনা করার পাশাপাশি কিংবা কোন চাকরির সাথেও এই কাজ করা যেতে পারে।

৪) ঘরে বসে নিজের মোবাইলের সাহায্যেই কাজ করতে পারবেন।

৫) কারোর অধীনে থেকে কাজ করার প্রয়োজন হয় না।

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment