Trending News

Bima Sokhi Yojana: হার মানবে লক্ষীর ভান্ডার! প্রতিমাসে ৭,০০০/- টাকা দেবে, মোদীর নতুন স্কীম।

এবার দেশের প্রতিটি গৃহবধূ ও কর্মরত মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে চলে এসেছে এক অবিশ্বাস্য সুখবর। এমন একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনি প্রতি মাসে পেতে পারেন নির্দিষ্ট অর্থ, বিনা সুদে লোন, এমনকি গৃহ নির্মাণের সুযোগও!

Bima Sokhi Yojana – এবার মহিলাদের জন্য মোদি সরকারের তরফ থেকে বিরাট বড় খুশির খবর আনা হয়েছে। এবার মহিলাদেরকে প্রতি মাসে ৭০০০ টাকা করে তাদের ব্যাংক একাউন্টে দেওয়া হবে, যদি তারা এই প্রকল্পে আবেদন করেন।

শুধু তাই নয় — বিনা সুদে বাইক কেনার জন্য লোন, এমনকি বাড়ি বানানোর জন্য গৃহ নির্মাণের ঋণ-ও কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। এছাড়া আরও একাধিক সুবিধা পাবেন এই প্রকল্পের মাধ্যমে।

প্রকল্পে কীভাবে টাকা পাওয়া যাবে?

বর্তমানে কেন্দ্রের তরফ থেকে মহিলাদের জন্য কোন প্রকল্প চালু করা হয়েছে? কোন প্রকল্পে আবেদন করলে আপনারা এই সুবিধা পাবেন? এই প্রকল্পে আপনাদের কী কাজ করলে প্রতি মাসে ৭০০০, ৬০০০ বা ৫০০০ টাকা করে দেওয়া হবে?

LIC-র মাধ্যমে মহিলাদের জন্য কর্মসংস্থান

এবার মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর। “LIC-র সাথে আপনার বিকাশ সুনিশ্চিত করুন।” LIC-র বিশেষ উদ্যোগে “মহিলা ক্যারিয়ার এজেন্ট (বিমা সখী)” নিয়োগ করা হচ্ছে। যার মাধ্যমে আপনারা মাসে মাসে ইনকাম করতে পারবেন।

বিস্তারিত তথ্য ভিডিওর মাধ্যমে দেখে নিন-

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণী উত্তীর্ণ, অর্থাৎ Class 10th পাস হলেই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১৮ থেকে ৭০ বছর বয়স পর্যন্ত যেকোনো মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

ফুল টাইম ও পার্ট টাইম কাজের সুযোগ

আপনি চাইলে পূর্ণ সময় (Full-time) যেমন ৮ ঘণ্টার ডিউটি। অথবা আংশিক সময় (Part-time) কাজও করতে পারেন।

মাসিক বৃত্তি বা স্টাইপেন্ড কত?

এই প্রকল্পে আবেদন করলে, প্রথম তিন বছরে ভিন্ন ভিন্ন স্টাইপেন্ড দেওয়া হবে-

প্রথম বছরপ্রতি মাসে ৭০০০ টাকা
দ্বিতীয় বছরপ্রতি মাসে ৬০০০ টাকা
তৃতীয় বছরপ্রতি মাসে ৫০০০ টাকা

অনেকে প্রশ্ন করেন — কেন প্রতি বছর স্টাইপেন্ড কমছে?

কারণ, আপনি এই কাজে যুক্ত হয়ে নতুন পলিসি বিক্রির মাধ্যমে কমিশন ইনকাম করবেন। ফলে বৃত্তির পাশাপাশি আপনার কমিশন ইনকাম হবে।

Bima Sokhi Yojana Official Website
Bima Sokhi Yojana Official Website

প্রতি পলিসি বিক্রিতে আকর্ষণীয় কমিশন

প্রত্যেকটি পলিসির বিপরীতে আপনাকে আকর্ষণীয় কমিশন দেওয়া হবে। অর্থাৎ শুধু স্টাইপেন্ড নয়, কমিশন ইনকামও নিশ্চিত।

কারা আবেদন করতে পারবেন?

নিম্নলিখিত মহিলারা আবেদন করতে পারবেন:

  • গৃহবধূ (Housewife)।
  • বেসরকারি কর্মচারী।
  • মার্কেটিং পেশায় যুক্ত মহিলা।
  • ক্যাজুয়াল কর্মী।
  • কলেজ ছাত্রী।
  • স্বনিযুক্ত কর্মচারী (Self Employed)।

বিশেষ সুবিধাসমূহ

এই প্রকল্পের মাধ্যমে মহিলারা নিচের সুবিধাগুলি পাবেন:

  • গৃহ নির্মাণের জন্য ঋণ।
  • সুদমুক্ত বাইক ও গাড়ির ঋণ।
  • সাবসিডাইজড লোন (ছাড়সহ ঋণ)।
  • গ্রুপ ইন্স্যুরেন্স (Group Insurance)।
  • স্বাস্থ্য বীমা (Health Insurance)।
  • গ্র্যাচুইটি সুবিধা।

আবেদন কোথায় করবেন?

আপনার নিকটবর্তী LIC শাখা অফিস বা স্যাটেলাইট অফিসে যোগাযোগ করুন। এছাড়া আপনার এলাকায় যেসব LIC এজেন্ট রয়েছেন, তাঁদের সঙ্গেও কথা বলতে পারেন। তাঁরা আপনাকে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানিয়ে সাহায্য করবেন।

Bima Sokhi Yojana Form
Bima Sokhi Yojana Form

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button