আজ লঞ্চ হল OPPO Reno 14 এবং 14 Pro 5G! দাম, ফিচার, অফার?

আগামীকাল ভারতে আসতে চলেছে Oppo র ব্র্যান্ড নিউ স্মার্টফোন OPPO Reno সিরিজ। Oppo গ্রাহকদের জন্য OPPO Reno14 সিরিজ লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে ব্র্যান্ডের তরফে। এই সিরিজের মধ্যে একসাথে OPPO Reno 14 5G এবং OPPO Reno 14 Pro 5G মডেল গুলি লঞ্চ করা হবে। Oppo কোম্পানির প্রচুর গ্রাহক এই সিরিজের জন্য প্রতিবছর অপেক্ষা করে থাকেন। এবারে তাদের সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

তবে লঞ্চের আগেই এই স্মার্টফোনের বেশ কিছু বিশেষত্ব জেনে নেওয়া খুবই জরুরী। যারা এই স্মার্টফোনটি কিনবেন বলে মনে করছেন, তাদের সবার আগেই এই স্মার্টফোনের বিশেষ কয়েকটি ফিচার জেনে নিতে হবে। লঞ্চ হওয়ার আগেই এই স্মার্টফোনের বিভিন্ন ফিচারস ফাঁস হয়ে গিয়েছে।

OPPO Reno 14 series এর সম্ভাব্য দাম

আগামীকাল অর্থাৎ ৩রা জুলাই, 2025 এ ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে OPPO Reno14 সিরিজ। ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এবং ফ্লিপকার্টের মাধ্যমে লঞ্চের লাইভ স্ট্রিম করা হবে। সমস্ত গ্রাহকেরা আগামীকালই এই স্মার্টফোনের নতুন ধামাকা দেখতে পাবেন।

তবে তার আগে যাদের বিশেষ আগ্রহ রয়েছে, তারা জেনে নিন এর সম্ভাব্যর দাম সম্পর্কে। এই সিরিজ সম্পর্কে বেশ কয়েক মাস ধরেই একাধিক তথ্য ফাঁস হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন অফার সহ এই ব্র্যান্ডের মডেল বিক্রি 39,999 টাকা থেকে শুরু হতে পারে।

যদিও এক্ষেত্রে OPPO Reno 14 Pro 5G ফোনের দাম ভ্যানিলা মডেলের দাম অন্যান্য মডেলের থেকে 10,000 টাকা বেশি রাখা হতে পারে বলে ধারণা অনেকেরই। এই বিশেষ ব্যারিয়েন্টের দাম 50 হাজার টাকা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অফার এবং ডিসকাউন্টের সাথে 49,999 টাকায় সেল হতে পারে এই মডেলটি। যদিও সিরিজের প্রত্যেকটি মডেলের সঠিক দাম জানার জন্য আর কিছু ঘন্টা অপেক্ষা করতেই হবে।

OPPO Reno 14 series এর বিভিন্ন ফিচার

ডিসপ্লে- ইতিমধ্যেই চিনা বাজারে লঞ্চ হয়েছে এই সিরিজের নতুন স্মার্টফোন। যেখানে Reno 14 স্মার্টফোনটিতে রয়েছে 2760 × 1256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির ফ্ল্যাট LTPS OLED ডিসপ্লে। এর ফ্ল্যাট পাঞ্চ হোল স্ক্রিনে 240Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এর অত্যন্ত স্মুথ পারফরমেন্সের পাশাপাশি সূর্যের আলোতে ভালোভাবে স্ক্রীন দেখার জন্য এতে রয়েছে 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট।

প্রসেসর- Oppo Reno মডেল গুলি পারফরম্যান্সের দিক থেকে দুর্দান্ত হয়ে থাকে। এই মডেলের সেই ট্রেন্ড বজায় রাখার জন্য 3.35GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8450 প্রসেসর ব্যবহার হচ্ছে। OPPO Reno 14 মডেলটি Android 15 বেসড ColorOS 15 কাস্টম স্কিনে কাজ করবে।

ব্যাটারি- পারফরম্যান্সের অনেকটাই নির্ভর করে সেই স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটির উপরে। পাওয়ার ব্যাকাপের জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে 80W এর দ্রুত চার্জিং সাপোর্টসহ 6000mAh এর বড় ব্যাটারি।

ক্যামেরা- চীনে লঞ্চ হওয়া মডেলটিতে ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। যেখানে এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত 50MP wide-angle এর দুর্দান্ত ক্যামেরা সেন্সর (OIS), 8MP আলট্রা ওয়াইড লেন্স এবং 50MP JN5 পেরিস্কোপ টেলিফটো লেন্সও রয়েছে। পাশাপাশি সেলফি এবং ভিডিও কলিং এর জন্য 50MP এর দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরাও যোগ করা হয়েছে।

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment