EWS Certificate কিভাবে বানাবে? সরকারি চাকরিতে ১০% সংরক্ষণ পাবে! রাজ্যের বড় সিদ্ধান্ত।

সাধারণ বা জেনারেল ক্যাটাগরির মধ্যে থাকা মানুষজনও এবার রিজার্ভেশনের আওতায় চলে আসছেন! রাজ্য সরকারের তরফে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলো। এতদিন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই চাকরি হোক কিংবা বিদ্যালয়ে ভর্তি, সব ক্ষেত্রেই সুযোগ সুবিধা পেয়ে এসেছে SC/ST/OBC ক্যাটাগরির অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রী এবং চাকরিপ্রার্থীরা।

তবে এবার সাধারণ বা অসংরক্ষিত শ্রেণীর মধ্যে থাকা ব্যক্তিদেরও রিজার্ভেশন দেবে রাজ্য। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে এই উদ্দেশ্যে EWS সার্টিফিকেট নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলো। আপনি যদি এখনও পর্যন্ত EWS বা ইকোনমিক উইকার সেকশন এর আবেদন না জানিয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ হতে চলেছে।

EWS Certificate আসলে কি?

নতুন বছরে ইকোনমিক উইকার সেকশন বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার সাধারণ অসংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থী বা ছাত্র-ছাত্রীদের জন্য দুর্দান্ত সুযোগ রয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যে সমস্ত চাকরিপ্রার্থীরা EWS ক্যাটাগরির মধ্যে আসেন, তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সার্টিফিকেট প্রদান করতে হবে।

যার ফলে এইবারে খুব তাড়াতাড়ি অত্যন্ত সহজ কয়েকটি পদ্ধতির মাধ্যমে EWS সার্টিফিকেটে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। তবে আবেদন জানানোর আগে মানতে হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত।

আবেদন জানানোর যোগ্যতা

১) আবেদনকারীকে সাধারণ বা জেনারেল শ্রেণীর ভারতীয় নাগরিক হতে হবে। এক্ষেত্রে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকলেও যদি ওই প্রার্থী SC /ST/OBC শ্রেণীভুক্ত হয়ে থাকেন, তাহলে এই সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারবেন না।

২) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে।

৩) EWS সার্টিফিকেট এর জন্য নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির সীমা থাকতে হবে। যেখানে আবেদনকারী প্রার্থীর বাসস্থানের ভূমি শহরে ১০০০ বর্গফুটের কম এবং চাষের জমি ৫ একর এর কম হতে হবে। পাশাপাশি বাসস্থানের ফ্ল্যাট বা বাড়ি ১০০০ স্কয়ার ফিটের মধ্যে হতে হবে।

৪) আবেদনকারীর পরিবারের কোনো সদস্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।

আবেদন পদ্ধতি

EWS Certificate এ আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীরা নিজেদের সুযোগ-সুবিধামতো অনলাইন বা অফলাইনে আবেদন জানাতে পারেন। এক্ষেত্রে অনলাইনে আবেদনের জন্য অনগ্রসরত শ্রেণী কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপরে, প্রয়োজনীয় সমস্ত নথিপত্র গুলো স্ক্যান করে আপলোড করে দিতে হবে।

এছাড়াও ইনকামের বিভিন্ন প্রমাণ পত্র জমা করতে হবে। অপরদিকে অফলাইনে আবেদনের জন্য নিকটবর্তী ভিডিও অফিস থেকে আবেদন পত্র সংগ্রহ করে সেটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে জমা করতে হবে। অফলাইনে আবেদনের ক্ষেত্রেও প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সঠিকভাবে জমা করতে হবে আবেদনকারীকে।

প্রয়োজনীয় নথি

  • আবেদনকারীর পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।
  • ঠিকানার প্রমাণপত্র।
  • ব্লক অফিস থেকে জারি করা ইনকাম সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
  • জমি বা সম্পত্তি থাকলে তার দলিল ইত্যাদি।

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment