ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার্স কোম্পানি মিশো এর তরফে বিপুল পরিমাণে চাকরিপ্রার্থীকে Work From Home কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে। সম্প্রতি বিপুল সংখ্যক শূন্য পদে এই সংস্থায় কর্মী নিয়োগ চলছে। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীদের জন্য মিশো কোম্পানির বিভিন্ন পদে নিয়োগের সুযোগ রয়েছে। এই সমস্ত পদের বিবরণ এবং যোগ্যতার যাবতীয় তথ্য আজকের প্রতিবেদনে উল্লেখ করা হবে।
এখান থেকেই পদের বিবরণ, আবেদনের যোগ্যতা আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতির মত গুরুত্বপূর্ণ তথ্যগুলি তোমরা জেনে নিয়ে আবেদন সেরে ফেলতে পারবে। নিজের বাড়িতে থেকে নিজের সুবিধা মত কাজ করার জন্য এই সুযোগ চাকরিপ্রার্থীদের কাছে যথেষ্ট আকর্ষণীয়। তাই একদমই দেরি না করে যতক্ষণ নিয়োগ চলছে, আবেদনটি সেরে ফেলো।
Post Name | Various |
Company Name | Meesho |
Educational Qualification | 10th Pass or Equivalent |
Application Process | Online |
Recruitment Process | Easy Assessment/Interview |
Salary | 15,000-50,000 |
Last Date For Application | ASAP |
Job Type | Work From Home |
পদের নাম
বর্তমানে মিশো কোম্পানি ম্যানেজার পর থেকে শুরু করে অ্যাসোসিয়েট পদ পর্যন্ত বিভিন্ন যোগ্যতায় চাকরিপ্রার্থীদের নিয়োগ করছে। এক্ষেত্রে নিজের ভাষা মানে বাংলা ভাষাতেও তোমরা কাজ করতে পারবে। যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্যের এই সংস্থার যথেষ্ট পরিমাণে চাহিদা রয়েছে এবং দিনে দিনে তা বৃদ্ধি পাচ্ছে, তাই চাকরিপ্রার্থীদের বাংলা ভাষায় পশ্চিমবঙ্গের শাখার হয়ে কাজ করার সুযোগ রয়েছে।
অ্যাসোসিয়েট ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, গ্রসারি, সেলস, ফাইনান্স সহ বিভিন্ন বিভাগের জন্য চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা
১) ন্যূনতম মাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতা থাকলেই পুরুষ মহিলা নির্বিশেষে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবে।
২) চাকরিপ্রার্থীরা তাদের ইচ্ছা মতো Work From Home অথবা অফিস ওয়ার্কের সুবিধা পাবে।
৩) ন্যূনতম ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ যে কোন বয়সের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবে।
৪) এক্ষেত্রে বেশ কয়েকটি পদের ন্যূনতম ১ বছর থেকে সর্বোচ্চ ৫ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে।
৫) পশ্চিমবঙ্গ রাজ্য সহ সমগ্র ভারতবর্ষের যেকোনো রাজ্য এমনকি যে কোন জেলা থেকে চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবে।
মাসিক বেতন
প্রতিটি পদ অনুসারে অবশ্যই মাসিক বেতনের ক্ষেত্রে তারতম্য থাকবে। তবে এক্ষেত্রে বাড়িতে বসেই ১৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত রোজগারের সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের কাছে। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, প্রতিটি পদের শূন্য পদ পূরণ হয়ে গেলেই কিন্তু আবেদন গ্রহণ বন্ধ হয়ে যাবে। তাই তোমাদের মধ্যে যারা একটি চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছো, তারা যত তাড়াতাড়ি সম্ভব এই পদে আবেদনটি সেরে ফেলো।
আবেদন পদ্ধতি
১) নিজের মোবাইল ফোনে থাকা গুগল ক্রোমে গিয়ে Meesho Creers লিখে সার্চ করো।
২) এরপর শুরুর দিকেই মিশো কোম্পানির ক্যারিয়ার পোর্টাল দেখতে পাবে।
৩) সঠিক পোর্টাল খুঁজে না পেলে https://www.meesho.io -এই লিংক থেকে আবেদন জানাতে পারবে।
৪) এরপর পোর্টালে প্রবেশ করে নিজের পছন্দমত চাকরির বিভাগ বেছে নিতে হবে।
৫) এক্ষেত্রে চাকরি প্রার্থীরা চাইলে internship এর জন্য আবেদন জানাতে পারে। তবে চাকরির জন্য আবেদন জানাতে internship অপশনটি অফ রাখতে হবে।
৬) এরপর নিজের পছন্দমত বিভাগ এবং পদের নাম বেছে নিয়ে সরাসরি ‘Apply Now’ অপশনটিতে ক্লিক করতে হবে।
৭) এরপর প্রদর্শিত আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে নিতে হবে এবং তারপর সাবমিট অপশনে ক্লিক করে আবেদন পত্রটি জমা করে দিতে হবে।
নিয়োগ পদ্ধতি
চাকরিপ্রার্থীদের আবেদন জমা পড়লে সেটিকে প্রথমে সংস্থার নিয়োগ কারী বিভাগ থেকে অ্যাপ্রুভ করা হবে। এরপর তোমরা যে ইমেইল আইডি বা মোবাইল নম্বর দিয়েছো, সেখানেই তোমাদের সাথে যোগাযোগ করা হবে। বিশেষত এই ক্ষেত্রে অনলাইন ইন্টারভিউ কিংবা একটি সহজ অ্যাসেসমেন্ট টেস্ট এর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে।
তবে জেনে রাখা ভালো, এই পদে আবেদন করার পর অবশ্যই সব সময় মোবাইলের দিকে সচেতন থাকতে হবে। কোন ধরনের ইমেইল বা মোবাইল কল এলে সেটি ধরতে বা রিপ্লাই করতে জানো খুব বেশি দেরি না হয়ে যায়। বর্তমানে বিপুল পরিমাণে চাকরিপ্রার্থী সারা দেশ থেকে এই সংস্থার বিভিন্ন পদে আবেদন জানাচ্ছে। তাই তোমার আবেদন এবং নিয়োগের সুযোগ যাতে হাতছাড়া না হয়ে যায়, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।