Smartphone

এই মাসেই লঞ্চ হচ্ছে Lava Blaze AMOLED 2 এবং Blaze Dragon ফোন, ফাঁস হল এর বিভিন্ন ফিচারস

Lava Blaze AMOLED এবং Blaze Dragon নামে এই দুটি স্মার্ট ফোন প্রায় একই সাথে লঞ্চ হতে চলেছে ভারতীয় মার্কেটে। স্মার্টফোন দুটি মধ্যবিত্ত মানুষের রেঞ্জের মধ্যেই লঞ্চ হতে চলেছে। তাই এই সম্পর্কে বিশদে জানতে শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি...

এই বছরে একের পর এক নতুন স্মার্টফোন এবং স্মার্টওয়াচ লঞ্চ করছে ভারতীয় ব্র্যান্ড Lava। আগের কয়েক মাসেই এই ব্র্যান্ডের নতুন Bold সিরিজের সঙ্গে Storm Play, Storm Lite এবং Prowatch Xtreme স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। তবে এবার আবারো নতুন চমক আনতে চলেছে এই ব্র্যান্ড।

কোম্পানির তরফে এই মাসেই আরো দুটি স্মার্ট ফোন লঞ্চের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। Blaze AMOLED 2 এবং Blaze Dragon নামে এই দুটি স্মার্ট ফোন প্রায় একই সাথে লঞ্চ হতে চলেছে ভারতীয় মার্কেটে। স্মার্টফোন দুটি মধ্যবিত্ত মানুষের রেঞ্জের মধ্যেই লঞ্চ হতে চলেছে। তাই এই সম্পর্কে বিশদে জানতে শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

LAVA ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ

বর্তমানে Gen Z ইউজারদের কথা মাথায় রেখে দুর্দান্ত ডিজাইনের সাথে লঞ্চ হতে চলেছে। লাভা কোম্পানির Blaze AMOLED 2 এবং Blaze Dragon স্মার্টফোন দুটি। প্রিমিয়াম ডিসপ্লে, আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী প্রসেসিং এবং দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে মডেল দুটি অনবদ্য হতে চলেছে। তবে এখনো পর্যন্ত সংস্থার তরফে জানানো হয়নি এর লঞ্চিং ডেট। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এবং কোম্পানির তৎপরতা দেখে বোঝা যাচ্ছে এই মাসের মধ্যেই পরপর লঞ্চ হবে এই দুটি স্মার্ট ফোন।

Blaze AMOLED 2 এর ফিচারস

এই দুটি স্মার্ট ফোনের দুর্দান্ত স্পেসিফিকেশন এবং ফিচার অ্যাড করা হয়েছে। যেখানে Lava Blaze AMOLED 2 মডেলটিতে AMOLED ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। এটির দুর্দান্ত স্লিম ডিজাইনের সাথে খুব ভালো ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দেয়ার জন্য স্মুথ পারফরম্যান্সের ফিচার এড করা হয়েছে। এই স্মার্টফোনের টিভি শো বা মুভি দেখা কিংবা Reels দেখার ক্ষেত্রে দুর্দান্ত অভিজ্ঞতা লাভ করবেন গ্রাহকেরা। এর পাশাপাশি এই মডেলে কোনো ব্লোটওয়্যার ছাড়া ক্লিন স্টক অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

এই ফোনে রয়েছে-

6.67-ইঞ্চির 3D AMOLED ডিসপ্লে,

MediaTek Dimensity 6300 প্রসেসর,

64MP + 2MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ,

5,000mAh ব্যাটারি,

33W ফাস্ট চার্জিং ফিচার ইত্যাদি।

Blaze Dragon মডেলের স্পেসিফিকেশন

এই মডেলটি কোম্পানির তরফে পারফরম্যান্স ফোকাস স্মার্টফোন হিসেবে লঞ্চ করা হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ আগের মডেলটির মতো এটিতে ডিজাইন এর উপর খুব বেশি গুরুত্ব না দিয়ে পারফরম্যান্সের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। হেভি মাল্টি টাস্কিং বা গেমিং কিংবা ফার্স্ট স্পিডে বিভিন্ন কাজ করার দক্ষতার সাথে লঞ্চ হবে এই মডেলটি।

ফোনটির প্রসেসর সম্পর্কে এখনো বিশদে সঠিক জানা না গেলেও এই মডেলের সাহায্যে একাধিক কাজ যে একসাথে খুব সুন্দর ভাবে করা যাবে সেটি বোঝা যাচ্ছে। এর পাশাপাশি এতে ডেটা স্টোর করার জন্য বড়সড়ো ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। আর পাশাপাশি থাকবে ভালো ব্যাটারি এবং টেকসই ডিজাইন।

Miss Basu

সৃষ্টি বসু! WB Tathya সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button