7400 mAh ব্যাটারি এবং বিশাল বড় ডিসপ্লের সাথে বিক্রি হচ্ছে Acer Iconia Tab iM11, দাম শুনলে চমকে যাবেন
সাধারণ মধ্যবিত্ত পরিবারের মিড রেঞ্জের মধ্যেই একাধিক আধুনিক ফিচারসহ লঞ্চ হয়েছে Acer Iconia Tab iM11 ট্যাবলেটটি। শক্তিশালী ব্যাটারির পাশাপাশি এই মডেলের রয়েছে 11.45 ইঞ্চির বড় 2.2K ডিসপ্লে...

ভারতীয় মোবাইল মার্কেটে আবারো Acer দুর্দান্ত একটি ব্র্যান্ড নিউ ট্যাবলেট লঞ্চ করেছে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মিড রেঞ্জের মধ্যেই একাধিক আধুনিক ফিচারসহ লঞ্চ হয়েছে Acer Iconia Tab iM11 ট্যাবলেটটি। শক্তিশালী ব্যাটারির পাশাপাশি এই মডেলের রয়েছে 11.45 ইঞ্চির বড় 2.2K ডিসপ্লে। যার ফলে এই ট্যাবলেটে পড়াশোনার পাশাপাশি যে কোন ধরনের ভিডিও চালিয়ে দেখার ক্ষেত্রে দুর্দান্ত এক্সপেরিয়েন্স পাবেন গ্রাহকেরা।
আপনি যদি বর্তমানে পড়াশোনার কিংবা কোন প্রয়োজনের জন্য ট্যাবলেট কিনার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ব্র্যান্ড নিউ মডেলটি বেছে নিতে পারেন। সম্প্রতি লঞ্চ হওয়া এই Acer Iconia Tab iM11 ট্যাবলেটটির দাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনগুলি জেনে নিতে পারবেন আজকের প্রতিবেদন থেকে।
Acer Iconia Tab iM11 এর স্পেসিফিকেশন
প্রসেসর ও পারফরম্যান্স- Acer Iconia Tab iM11 ট্যাবলেটটির দুর্দান্ত পারফরম্যান্স বজায় রাখার জন্য এতে ব্যবহার করা হয়েছে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হ্যালিও জি99 অক্টা-কোর প্রসেসর। এই প্রসেসরে রয়েছে 2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর এবং 2.2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A76 কোর।
ডিসপ্লে- মডেলটিতে বড় ডিসপ্লের পাশাপাশি থাকছে অত্যন্ত স্মার্ট পারফরম্যান্স। Acer Iconia Tab iM11 ট্যাবলেটটিতে 16:10 অ্যাস্পেক্ট রেশিও এবং 1440 x 2200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 11.45 ইঞ্চির বড় স্ক্রিন রয়েছে। এর IPS LCD প্যানেলের স্ক্রিনে ফ্রন্ট ক্যামেরার জন্য পাঞ্চ হোল ডিজাইন দেওয়া হয়েছে। ডিসপ্লের স্মুথ পারফরম্যান্সের জন্য 60 হার্টস রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এর পাশাপাশি সূর্যের আলোতেও ভালো ব্রাইটনেস পাওয়ার জন্য এতে রয়েছে 450 নিটস ব্রাইটনেস সাপোর্ট।

ক্যামেরা- Acer Iconia Tab iM11 ট্যাবলেটের ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে এটি করে ক্যামেরার সেগমেন্ট দেওয়া হয়েছে। ফ্রন্ট প্যানেলের পাঞ্চ হোল কাট আউট এর মধ্যে 8MP এর ক্যামেরা সেন্সর এবং ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ লাইট এবং অটোফোকাস ফিচার সহ 16 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর বর্তমান। পড়াশোনার জন্য অনলাইন ক্লাস হোক কিংবা অফিসের ভার্চুয়াল মিটিং, সব কিছুর জন্যই এই ট্যাবলেটের ক্যামেরা যথেষ্ট ভালো রয়েছে।
ব্যাটারি- মাল্টি টাস্কিং এর জন্য ব্যবহার করা যেতে পারে এই দুর্দান্ত ট্যাবলেটটি। সেই কারণে এর ব্যাটারি কোয়ালিটিও যথেষ্ট ভালো হওয়ার প্রয়োজন রয়েছে। Acer Iconia Tab iM11 ট্যাবলেটটিতে শক্তিশালী 7,400 mAh ব্যাটারি ব্যবহার করেছে কোম্পানি। কোম্পানি জানাচ্ছে, মডেলটিতে একবার ফুল চার্জ করে নিলে ৪ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক পাওয়া যাবে। এত বড় মাপের ব্যাটারির দ্রুত চার্জিং এর জন্য এর সাথেই পেয়ে যাবেন 18 হোয়াট ফাস্ট চার্জিং ফেসিলিটি।
অন্যান্য ফিচার- কোম্পানির তরফে এই ট্যাবলেট টি যথাযথ ওয়ারেন্টির সাথে বিক্রি করা হচ্ছে। পড়ে উল্লেখিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিতরের পাশাপাশি এই মডেলটিতে অডিওর জন্য রয়েছে PureVoice ফিচার সহ কোয়াড স্পিকার, Active Stylus Pen, স্মার্ট ফ্লিপ কভার এবং ট্র্যাকপ্যাড সহ ডিটাচেবল ব্লুটুথ কীবোর্ড।
Acer Iconia Tab iM11 এর দাম
ভারতীয় বাজারে এই মডেলটি দুটি স্টোরেজ অপশন এর সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই মডেলের 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি 23,999 টাকায় এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি 29,999 টাকায় বিক্রি করা হচ্ছে। ভারতে ইতিমধ্যেই এই ট্যাবলেটের সেল শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন ই-কমার্স প্লাটফর্ম বা সাইটে একাধিক অফার এর সাথে এই মডেলটি আরও কম দামে কিনে নিতে পারবেন গ্রাহকেরা।