Smartphone

DSLR ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে Samsung Galaxy Z Fold 7, দাম এবং স্পেসিফিকেশন গুলি জেনে নিন এখনই

ফোল্ডেবল ফোনের জগতে Samsung প্রতিবারই নতুন চমক নিয়ে আসে। আর এবার Samsung Galaxy Z Fold 7 নিয়ে এসেছে এমন সব ফিচার, যা এক কথায় অসাধারণ...

ফোল্ডেবল ফোনের জগতে Samsung প্রতিবারই নতুন চমক নিয়ে আসে। আর এবার Samsung Galaxy Z Fold 7 নিয়ে এসেছে এমন সব ফিচার, যা এক কথায় অসাধারণ। এটি আগের Fold 6 থেকে অনেকটাই উন্নত—পাতলা, হালকা, আর অনেক বেশি স্মার্ট!

এর বিশাল ডিসপ্লে, অনবদ্য ডিজাইন, দুর্দান্ত পারফরম্যান্স এবং DSLR এর মত ভালো ক্যামেরা কোয়ালিটি অন্যান্য কোম্পানির স্মার্টফোনকে একটি দুর্দান্ত চ্যালেঞ্জ দিতে চলেছে। মডেলটির একাধিক স্পিসিফিকেশন এবং সম্ভাব্যর দাম সম্পর্কে জেনে নেওয়ার এটি সুবর্ণ সুযোগ। তাই একেবারেই দেরি না করে আজকের প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

Samsung Galaxy Z Fold 7 ডিজাইন ও স্পেসিফিকেশন

ডিজাইন- Fold 7 এর অত্যন্ত স্লিম ডিজাইন সবার প্রথমে নজর কাড়বে গ্রাহকদের। খোলা অবস্থায় এটি ট্যাবলেটের মতো বড়, আর ভাঁজ করে নিলেই স্মার্টফোন। এতে রয়েছে মজবুত “Armor Aluminum” ফ্রেম ও মজবুত ফোল্ডিং সিস্টেমের জন্য এতে ব্যবহার করা হয়েছে “Flex Hinge”। IP48 রেটিং থাকার ফলে জল বা ধুলোতেও তেমন ক্ষতি হয় না।
ডিসপ্লে- এর কভার ডিসপ্লে 6.5 ইঞ্চি, যা আপনি এক হাতে সহজে ব্যবহার করতে পারবেন। আর ভেতরের মূল ডিসপ্লেটি 8 ইঞ্চির বিশাল স্ক্রিন! Netflix, YouTube বা গেম—সব কিছুই হয়ে যাবে আরও দারুণ। এর পাশাপাশি দুর্দান্ত ইউজার এক্সপেরিয়েন্সের জন্য এটি 120Hz পর্যন্ত রিফ্রেস রেট সাপোর্ট করে। এর ফলে ডিসপ্লেতে গেম চলুক কিংবা ভিডিও, অত্যন্ত স্মুথ পারফরম্যান্স পাবেন গ্রাহকেরা।

পারফরম্যান্স- Samsung Galaxy Z Fold 7–এ ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Elite চিপসেট। মাল্টি টাস্কিং এবং বড় বড় গেম খেলার জন্য এই মোবাইল অন্যান্য যে কোন মোবাইলকে হার মানাতে পারে। গেম থেকে শুরু করে ভিডিও দেখাও সবকিছুই হবে একদম স্মুথ। এই মডেলে RAM 12GB থেকে শুরু করে 16GB পর্যন্ত পাওয়া যাচ্ছে।

ক্যামেরা- এবারের Samsung Galaxy Z Fold 7–এর প্রধান ক্যামেরা 200MP! হ্যাঁ, ঠিক শুনেছেন। রাত হোক বা দিন, ছবি আসবে একেবারে সিনেম্যাটিক। সঙ্গে আছে 3X জুম টেলিফটো ও আল্ট্রাওয়াইড লেন্স। স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল ওয়াইড এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সেটআপ যুক্ত করা হয়েছে। এর 10MP এর সেলফি ক্যামেরাও দারুণ, যার ফলে ভিডিও কলেও পরিষ্কার ছবি পাবেন।

ব্যাটারি ও চার্জিং- দুর্দান্ত এই মডেলটি এবারে samsung লঞ্চ করছে 4400 mAh ব্যাটারির সাথে। যার ফলে একবার চার্জেই এটি একদিন অনায়াসে চলে যাবে। ২৫ ওয়াট ফাস্ট চার্জিং থাকায় খুব বেশি সময়ও লাগবে না ফুল চার্জ হতে।

AI ফিচার- ছবি এডিট থেকে শুরু করে ট্রান্সলেশন, এমনকি ভয়েস রেকর্ড এর নানান পদ্ধতি সবকিছুই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা AI ফিচারের সাথে করা যাবে Samsung Galaxy Z Fold 7 মডেলটিতে।

Samsung Galaxy Z Fold 7 এর সম্ভাব্য দাম

আর মাত্র কিছুদিন পরেই ভারতবর্ষ সহ সমগ্র বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Z Fold 7। দুর্দান্ত এই মডেলটির দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। যার মধ্যে 12GB RAM+256GB স্টোরেজের দাম হবে 1,09,999 টাকা এবং 12GB RAM+512GB স্টোরেজের দাম হবে 1,21,999 টাকা। সাধারণ মধ্যবিত্তের তুলনায় এই স্মার্টফোনের দাম বেশ কিছুটা বেশি হলেও এর একাধিক ফিচার্স ও আধুনিক প্রযুক্তি এটিকে অন্যান্য স্মার্টফোনের তুলনায় বেশ কিছুটা আলাদা রাখবে বলেই আশা করা হচ্ছে।

Miss Basu

সৃষ্টি বসু! WB Tathya সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button