SSC SLST Form জমার সময় ভুল হয়েছে? কীভাবে ভুল সংশোধন করবেন? কবে থেকে এডিট করা যাবে? জানুন বিস্তারিত
পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের SLST Fill Up নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে একাধিক সংশয় দেখা দিয়েছে। এই আবেদনপত্র পূরণের সময় ছোটখাটো কোন ভুল বা অনেক সময় প্রযুক্তিগত সমস্যাগুলি পরীক্ষার্থীদের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আবেদন পত্র পূরণের সময় বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে...

রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের SLST Fill Up নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে একাধিক সংশয় দেখা দিয়েছে। এই আবেদনপত্র পূরণের সময় ছোটখাটো কোন ভুল বা অনেক সময় প্রযুক্তিগত সমস্যাগুলি পরীক্ষার্থীদের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
আবেদন পত্র পূরণের সময় বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। তার জন্যই আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা চাকরিপ্রার্থীদের আবেদনপত্র পূরণের সময় যে সকল প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, সেইগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে এই বিষয়ে গুরুতর সমস্যা হলে অবশ্যই পরীক্ষার্থীকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে।
WB SSC SLST Form Fill Up
প্রত্যেকটি চাকরিপ্রার্থীকে এই পরীক্ষার আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল আবেদনপত্র পূরণের সময় ছবি এবং স্বাক্ষর আপলোড করা। পরীক্ষার্থীদের মধ্যে মূলত যে ছবি দেওয়া হবে, তার ব্যাকগ্রাউন্ড এর রং নিয়ে সমস্যা দেখা দিচ্ছে।
স্কুল সার্ভিস কমিশনের তরফের জানানো হয়েছে, ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হওয়া বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে অন্য কোন রঙের ব্যাকগ্রাউন্ড থাকলে আবেদনপত্র বাতিল করা হবে না। তবে অবশ্যই পরীক্ষার্থীদের একেবারে সলিড রঙের ব্যাকগ্রাউন্ড এর পরিষ্কারভাবে ছবি তুলতে হবে। ব্যাকগ্রাউন্ডের রং নিয়ে বিশেষ কিছু সমস্যা না হলেও ছবি পরিষ্কার হওয়াতে বাধ্যতামূলক।
আবেদন পত্রে ভুল হলে কী করতে হবে?
আবেদনের সময় যদি কোনোভাবে কোন ভুল তথ্য জমা পড়ে, তাহলে পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের পর সেই আবেদনটি এডিট করার সুযোগ পাবেন। রাজার স্কুল সার্ভিস কমিশনের তরফে আবেদন পত্র পূরণের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পরে নির্দিষ্ট তারিখে পুনরায় সেই আবেদন পত্র এডিট করার সুযোগ করে দেবে। তবে এক্ষেত্রে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন এর একাডেমিক নম্বরগুলি এডিট করার সুযোগ পাবেন না পরীক্ষার্থীরা।
একাধিক আবেদন সংক্রান্ত সমস্যা
কোন পরীক্ষার্থী ভুলবশত দুটি আলাদা রেজিস্ট্রেশন আইডি দিয়ে আবেদন করা থাকলে শেষ জমা দেওয়া আবেদনটি গ্রহণ করা হবে। এক্ষেত্রে প্রথম আবেদনটি বাতিল হয়ে যাবে বলে জানানো হয়েছে। ওই পরীক্ষার্থীর এডমিট কার্ড শেষ আবেদনের ভিত্তিতেই দেওয়া হবে।
B.Ed কলামের সমস্যা
কোন পরীক্ষার্থীর যদি প্রিন্ট করা পিডিএফ এ থাকা B.Ed কলামে কোন সমস্যা থাকে, অর্থাৎ B.Ed লেখাটি নম্বরের জায়গায় চলে আসে বা এমন ধরনের কোন প্রিন্টিং মিসটেক থাকে, তাহলে চিন্তার কোন কারণ নেই। আবেদনপত্র পূরণের সময় সিস্টেম সব ঠিকভাবেই তথ্য রেকর্ড করেছে এবং এই কারণে সমস্যার সম্মুখীন হতে হবে না পরীক্ষার্থীকে।
গ্রেড পয়েন্ট সংক্রান্ত সমস্যা
বহু পরীক্ষার্থীর SLST আবেদনপত্র পূরণের সময় গ্রেড পয়েন্ট বা CGPA সংক্রান্ত একাধিক প্রশ্ন থাকছে। এক্ষেত্রে মোট নম্বরের জায়গায় ‘১০’ এবং প্রাপ্ত নম্বরের জায়গায় নিজেদের CGPA টি লেখা যেতে পারে। ভেরিফিকেশনের সময় বিশ্ববিদ্যালয় থেকে CGPA ও শতাংশের নিয়মটি জেনে নেওয়া উচিত।
একাডেমিক নম্বরে ভুল হলে কী করবেন?
কোন পরীক্ষার্থী আবেদন পত্র পূরণের সময় ভুল একাডেমিক নম্বর ইনপুট করে থাকলে অথবা একাডেমিক শতাংশ ভুল উল্লেখ করা হলে সেই ক্ষেত্রে কোন রকম এডিট করার অপশন পাবেন না। এমনটা আবেদনপত্র পূরণের সময় হয়ে থাকলে একটি নতুন মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে নতুন করে আবেদন জানাতে হবে। নতুন রেজিস্ট্রেশন করে আবেদন জানানোর ক্ষেত্রে শেষের আবেদনটি গ্রহণ করবে স্কুল সার্ভিস কমিশন।
নির্দেশনার মাধ্যমে ভুল হলে কী হবে?
স্নাতকোত্তর স্তরে ভাষার নির্দেশনার মাধ্যমে কোনরকম ভুল হলে সেই ক্ষেত্রে পরীক্ষার্থীর কোন সমস্যা হবে না।
একের বদলে একাধিক বিষয়ে আবেদন কি জানানো যাবে?
কোন পরীক্ষার্থীর দুটি ভিন্ন বিষয়ের শিক্ষাগত যোগ্যতা থাকলে তিনি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণির জন্য আলাদাভাবে দুটি পৃথক আবেদন জমা করতে পারেন। তবে এ ক্ষেত্রে দুটি পৃথক রেজিস্ট্রেশন এবং আলাদা আলাদা আইডি তৈরি করতে হবে। তবে একজন কোনোভাবেই দুটি ভিন্ন বিষয়ের একই শ্রেণীর শিক্ষক শিক্ষিকা হিসাবে আবেদন জানাতে পারবেন না।
আবেদনের শেষ তারিখ কি বাড়ানো হবে?
পরীক্ষার্থীরা জানতে চাইছেন যে আবেদন জমা করার তারিখ পুনরায় বাড়ানো হবে কিনা। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের তরফে স্পষ্টভাবে কোন ঘোষণা করা হয়নি। তবে সূত্র মারফৎ জানা যাচ্ছে, স্কুল সার্ভিস কমিশনের SLST আবেদনপত্র পূরণের সময়সীমা আরো এক সপ্তাহ বাড়ানো হতে পারে। তবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না।