WBSSC Recruitment: ২৬,০০০ চাকরি বাতিল মামলায় আবার নতুন মোড়! ফিরিয়ে দেওয়া হচ্ছে চাকরি, জানুন বিস্তারিত
২০২৫ সালের শুরুর দিকেই সুপ্রিম কোর্ট (Supreme Court) এর বিচারে বাতিল হয় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি। এবারে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ফিরিয়ে দেওয়া হচ্ছে চাকরি...

WBSSC Recruitment: পশ্চিমবঙ্গ রাজ্যের ২৬ হাজার শিক্ষকের চাকরি-বাতির মামলায় আবার নতুন মোড়! ২০২৫ সালের শুরুর দিকেই সুপ্রিম কোর্ট (Supreme Court) এর বিচারে বাতিল হয় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি। এবারে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চাকরিহারা প্রার্থীদের মধ্যে যারা পুরনো চাকরিতে ফিরতে ইচ্ছুক, তাদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।
যে সমস্ত চাকরিপ্রার্থীরা নিজেদের পুরনো চাকরি ছেড়ে দিয়ে শিক্ষক-শিক্ষিকা কিংবা অন্য পদে কর্মী হিসেবে নিযুক্ত হয়েছিলেন, তাদের সেই পুরনো চাকরিতেই ফিরে যাওয়ার জন্য নামের তালিকা প্রকাশ করল SSC। চাকরিহারা প্রার্থীদের জন্য এটি অত্যন্ত সুখবর। আজকের প্রতিবেদনের সম্পূর্ণ তালিকার বিস্তারিত বিবরণ উল্লেখ করা হলো। আবেদনকারী প্রার্থীরা অবশ্যই শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়বেন এবং নামের তালিকাটি মিলিয়ে দেখে নেবেন।
২৬ হাজার শিক্ষক এবং বিদ্যালয় কর্মীর চাকরি বাতিল মামলা
ভারতের শীর্ষ আদালত কয়েক মাস আগেই পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (SSC) মারফত নিয়োগ করা ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল। যার ফলে এক ধাক্কায় চাকরি হারা হয়েছিলেন ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা। পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যালয়ের কাঠামোতে এটি একটি বিরাট বড় ধাক্কা। তারপর থেকে চাকরি হওয়ার শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা বিভিন্নভাবে আন্দোলন করেছেন তাদের পুরনো চাকরি ফিরে পাওয়ার জন্য। এই উদ্দেশ্যেই এবার সুপ্রিমকোর্ট নয়া সিদ্ধান্ত জানালো।
শীর্ষ আদালতের তরফে ঐতিহাসিক রায়ের মাধ্যমে জানানো হয়েছে, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মধ্যে যোগ্য যে সমস্ত কর্মীরা পুরনো চাকরিতে পুনরায় যোগ দেওয়ার জন্য ইচ্ছুক রয়েছেন, তারা এবার এসেই চাকরিতে নিযুক্ত হতে পারবেন। আদালতের এই নির্দেশ মেনেই স্কুল সার্ভিস কমিশনের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে পুরনো চাকরিতে ফেরার জন্য যারা আবেদন জানিয়েছিলেন, তাদের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
স্কুল সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত তালিকা
সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন বা রাজ্যের এসএসসি কর্তৃক যে তালিকাটি প্রকাশিত করা হয়েছে, তাতে মোট ১৭১৯ জন প্রার্থীর নাম উল্লেখ রয়েছে। এদের মধ্যে প্রথম তালিকায় রয়েছেন ১২৮২ জন এবং দ্বিতীয় তালিকায় রয়েছেন ৪৩৭ জন। এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রত্যেকটি প্রার্থীর যাবতীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যেখানে-
১) প্রতিটি প্রার্থীর নির্দিষ্ট একটি ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নম্বরের উল্লেখ রয়েছে।
২) এর পাশাপাশি পুরনো চাকরিতে ফেরার জন্য আবেদনকারী প্রার্থীদের দেওয়া বিশেষ নম্বরটিও উল্লেখ রয়েছে এই তালিকায়।
৩) পাশাপাশি প্রার্থীর নাম এবং পুরনো চাকরি অনুসারে নবম দশম শ্রেণী অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক কিংবা শিক্ষিকা অথবা গ্রুপ সি গ্রুপ ডি পদের নাম উল্লেখ করা হয়েছে।
৪) প্রার্থীরা যে সমস্ত স্কুলের কর্মরত ছিলেন সেই স্কুলের নাম এবং জেলার নাম জানানো হয়েছে।
৫) চাকরিহারা প্রার্থী কোন পুরনো পদে ফিরে যেতে চাইছেন সেই পদের নাম এবং পুরনো চাকরির দপ্তর ও স্কুলের নাম উল্লেখ রয়েছে এই তালিকায়।
৬) এর পাশাপাশি সবশেষে উল্লেখ রয়েছে পুরনো চাকরির নিয়োগ কারী কর্তৃপক্ষের যাবতীয় ডিটেলস।
প্রার্থীদের বিষয়ে কী জানানো হলো?
পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিহারা বিদ্যালয়ের কর্মচারী এবং শিক্ষক-শিক্ষিকাদের যাবতীয় বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে এই তালিকার মাধ্যমে। স্কুল সার্ভিস কমিশনের এই তালিকাটির বিশ্লেষণ করলে জানা যাচ্ছে,
১) আলিপুরদুয়ার জেলার নবম দশম শ্রেণীর একজন শিক্ষিকা তার পুরনো প্রাথমিক স্কুলের চাকরিতে ফিরে যাচ্ছেন।
২) শ্রম দপ্তর এবং দমকল বিভাগের মত দপ্তরেও ফিরে যাচ্ছেন বহু চাকরিহারা প্রার্থী।
৩) অনেক প্রার্থী তাদের পুরনো প্রাথমিক শিক্ষকের চাকরিতে ফিরে যাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। তাদের নামও উল্লেখ করা হয়েছে।
৪) এর পাশাপাশি বহু প্রার্থী পুলিশ কনস্টেবল, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গ্রুপ ডি, মাদ্রাসা কিংবা বিদ্যুৎ উন্নয়ন নিগমের মতো একাধিক সরকারী দপ্তরে ফিরে যাওয়ার আবেদন জানিয়েছিলেন।
৫) পাশাপাশি একাদশ দ্বাদশ শ্রেণীর কোন শিক্ষক পুরনো নবম দশম শ্রেণীর পোদে কিংবা অন্য কোন স্কুলে ফিরে যাচ্ছেন এমন উদাহরণও পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ রাজ্যের ২৬,০০০ চাকরি বাতিল মামলায় চাকরি হারিয়ে ফেলা শিক্ষক-শিক্ষিকা এবং গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের যে পুরনো চাকরিতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, এটি তাদের জন্য যথেষ্ট পরিমাণে একটি স্বস্তির খবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরিহারা প্রার্থীদের অর্থনৈতিক পরিস্থিতি নিশ্চিত করার উদ্দেশ্যে যথেষ্ট তৎপরতার সঙ্গেই স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে এই বিস্তারিত তালিকাটি। ইচ্ছুক প্রার্থীরা প্রয়োজনে wbssc এর ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ তালিকাটি চেক করে নিতে পারেন।