Smartphone

ডুয়েল ডিসপ্লে এবং ডুয়েল সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল Vivo X Fold 5, দাম শুনলে চমকে যাবেন!

কোয়ালকম Snapdragon 8 Elite চিপসেট, 6000mAh ব্যাটারি এবং ডুয়েল সেলফি ক্যামেরা সেন্সরের সাথে লঞ্চ হয়েছে Vivo X Fold 5. জেনে নিন এর আকর্ষণীয় ফিচারস এবং দাম ও অফারগুলি সম্পর্কে...

ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে vivo কোম্পানির ব্র্যান্ড নিউ স্মার্টফোন Vivo X Fold 5 স্মার্টফোন। কোম্পানির প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মডেলের এই স্মার্টফোনটি samsung এর মত বড় বড় কোম্পানিকে ফোল্ডেবল স্মার্টফোনের সরাসরি চ্যালেঞ্জ দিচ্ছে। কোয়ালকম Snapdragon 8 Elite চিপসেট, 6000mAh ব্যাটারি এবং ডুয়েল সেলফি ক্যামেরা সেন্সরের সাথে লঞ্চ হয়েছে এই মডেলটি।

দুর্দান্ত একাধিক স্পেসিফিকেশন এবং সেই তুলনায় স্বল্প রেঞ্জের মধ্যে দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে তাক লাগিয়ে দিয়েছে ভিভো। তাহলে আর দেরি কিসের? আজকের প্রতিবেদন থেকেই জেনে নিন এর আকর্ষণীয় ফিচারস এবং দাম ও অফারগুলি সম্পর্কে।

Vivo X Fold 5 এর বিভিন্ন স্পেসিফিকেশন

ডিসপ্লে- ভিভো কোম্পানির ফ্লাগশিপ সেগমেন্টের Vivo X Fold 5 স্মার্টফোনটিতে রয়েছে সুপার এমোলেড 8.03 ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 2480 × 2200 পিক্সেল পর্যন্ত হাই রেজোলিউশন সাপোর্ট করে। পাশাপাশি মডেলটিতে সূর্যের আলোতেও চকচকে ডিসপ্লের জন্য 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে। ফোল্ডারের স্মার্টফোনে হওয়ায় Vivo X Fold 5 মডেলটির কভার ডিসপ্লে হিসাবে 6.53 ইঞ্চি AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। কভার ডিসপ্লেটি 2748 × 1172 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করছে।

প্রসেসর- ফ্লাগসিপ সেগমেন্ট এর Vivo X Fold 5 স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 8 Generation 3 প্রসেসর এবং Adreno 750 GPU ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি এতে থাকছে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ অপশন।

ক্যামেরা- প্রিমিয়াম মডেল হওয়ার পাশাপাশি স্মার্টফোনটিতে ব্র্যান্ড ক্যামেরার দিকে বিশেষভাবে দৃষ্টিপাত করেছে। এই সেগমেন্টের ফোল্ডেবল মডেলটিতে রিয়ার প্যানেলে AF IMX921 OIS VCS এর 50MP প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল AF JN1 ক্যামেরা এবং 3x অপটিক্যাল জুম টেলি ফটো লেন্স ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসাবে ডুয়াল ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে। যেখানে প্রতিটি ফ্রন্ট ক্যামেরা 20MP করে থাকছে।

চার্জিং এবং ব্যাটারি- এর দুর্দান্ত পারফরমেন্স এবং বড় ডিসপ্লের পাশাপাশি মডেলটির ব্যাটারিটিও শক্তিশালী এবং বড় ব্যবহার করা হয়েছে। Vivo X Fold 5 মডেলটির ব্যাটারি হিসেবে থাকছে 6000mAh শক্তিশালী সেল, যেটিকে দ্রুত চার্জ করার জন্য পেয়ে যাবেন 80W ওয়্যারড ফাস্ট চার্জিং ফেসিলিটি।

অন্যান্য ফিচার- ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফিউচারের পাশাপাশি আধুনিক এই মডেলটিতে রয়েছে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখার IP5X, IPX8, IPX9 রেটিং।

Vivo X Fold 5 স্মার্টফোনটির দাম

ভারতে এই স্মার্টফোনটি ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে। গত 14ই জুলাই থেকেই স্মার্টফোনটির বিক্রি শুরু হয়েছে ভারতীয় বাজারে। এই মডেলটির 16GB RAM + 512GB স্টোরেজ মডেলের দাম 1,49,999 টাকা রাখা হয়েছে। যদিও বিভিন্ন ই-কমার্স সাইটের একাধিক ব্যাংকিং অফারের মাধ্যমে Vivo X Fold 5 স্মার্টফোনটি বেশ কিছুটা কমে পেয়ে যেতে পারেন গ্রাহকেরা।

Miss Basu

সৃষ্টি বসু! WB Tathya সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button