একবার চার্জ দিলেই চলে যাবেন কলকাতা থেকে দীঘা, মাত্র 5000 টাকায় লঞ্চ হচ্ছে Hero Electric Cycle?
কিনতে হবে না গাড়ি বা বাইক, Electric Cycle-র এক চার্জেই পৌঁছে যাবেন কলকাতা থেকে একেবারে দীঘায়। কী, বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই? কিন্তু এটাই বাস্তব হতে চলেছে ভারতের অন্যতম বৃহত্তম দুই চাকার জান নির্মাতা সংস্থা হিরো মোটকর্প এর হাত ধরে...

কিনতে হবে না গাড়ি বা বাইক, Electric Cycle-র এক চার্জেই পৌঁছে যাবেন কলকাতা থেকে একেবারে দীঘায়। কী, বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই? কিন্তু এটাই বাস্তব হতে চলেছে ভারতের অন্যতম বৃহত্তম দুই চাকার জান নির্মাতা সংস্থা হিরো মোটকর্প এর হাত ধরে। এবারে এমন একটি Electric Cycle নিয়ে আসতে চলেছে, যা একবার চার্জ দিলেই চলবে 170 কিলোমিটার।
অর্থাৎ একবার চার্জেই কলকাতা থেকে দিঘার কাছাকাছি পৌঁছে যাওয়া যাবে একটি সাইকেলে করে! শুধু তাই নয়, মাত্র 5000 টাকারও কম দামে কেনা যাবে এই সাইকেল। তাহলে কবে ভারতে লঞ্চ হচ্ছে এই দুর্দান্ত সাইকেল? কী জানাচ্ছে সাইকেলের নির্মাতা কোম্পানি হিরো মোটকর্প? চলুন বিস্তারিত জেনে নি।
কোন কোন ফিচার থাকবে Hero Electric Cycle এর?
সোশ্যাল মিডিয়া জুড়ে শোনা যাচ্ছে, ভারতের বৃহত্তম মোটর ভেহিকেল নির্মাতা কোম্পানিগুলির মধ্যে অন্যতম হিরো এর তরফে নিয়ে আসা হচ্ছে Hero Electric Cycle বা ই-সাইকেল। বর্তমানে পরিবেশ রক্ষার জন্য ইলেকট্রিক যানবাহনের চাহিদা বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি সাইকেলে মোটর লাগানো থাকলে কষ্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া লাগে না। চিন্তাভাবনা করেই বর্তমানে ইলেকট্রিক সাইকেল গুলি লঞ্চ করা হচ্ছে।
মোটর ভেহিকেল কোম্পানি হিরো এর তরফে Electric Cycle লঞ্চের একটি খবর পাওয়া গিয়েছে। যেখানে ভারতের রাস্তায় অনায়াসে চলে ফিরে বেড়াবে, Hero Electric Cycle। এটিতে একটি মোটর লাগানো থাকবে এবং এর ব্যাটারি চার্জ এর মাধ্যমে অনেকটা ইলেকট্রনিক্স স্কুটি বা স্কুটার এর মতোই মাইলেজ দেবে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, হিরো কোম্পানির এই মডেলটির সাহায্যে নবান্ন সামনে থেকে পৌঁছে যাওয়া যাবে দীঘার কাছাকাছি এলাকায়। কারণ একবার চার্জেই এই মডেলটি 170 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে বলে জানা যাচ্ছে।
Hero Electric Cycle এর সম্ভাব্য দাম
বিভিন্ন সংস্থা থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানা যাচ্ছে, হিরো এর এই ই সাইকেলটি ৫ হাজার টাকারও কম দামে ভারতে লঞ্চ হতে চলেছে। একাধিক আধুনিক ফিচারের সাথে এই সাইকেল নাকি পাওয়া যাবে মাত্র 4,999 টাকায়।
কী জানাচ্ছে নির্মাতা কোম্পানি হিরো মোটকর্প?
এখনো পর্যন্ত হিরো কোম্পানির তরফে অফিশিয়াল ভাবে এমন কোন ইলেকট্রনিক্স সাইকেল এর ঘোষণা করা হয়নি। আগামী দিনেও এমন সাইকেল লঞ্চ করা হবে কিনা, সেই বিষয়ে কোন রকম তথ্য শেয়ার করেনি হিরো। হিরো মোটকর্প না হয়ে যদি হিরো সাইকেলের তরফে এমন কোন সাইকেল লঞ্চ করার পরিকল্পনা থাকে, তাহলে এদের ওয়েবসাইটে গেলেই সেই বিষয়ে জানা যেত। বর্তমানে হিরো সাইকেলের ওয়েবসাইটে 5000 টাকার নিচে কোন ইলেকট্রিক সাইকেল নেই।
যে সমস্ত ইলেকট্রিক সাইকেল বর্তমানে হিরো কোম্পানির তরফে বিক্রি করা হচ্ছে, সেই সবকটিরি দাম 24 হাজার টাকার উপরে। এমনকি সেই ইলেকট্রিক সাইকেল গুলি একবার চার্জ দিলে কোনটাই 40 কিলোমিটারের বেশি চলে না। এখনো পর্যন্ত 170 কিলোমিটার মাইলেজ দেওয়ার এই ইলেকট্রিক সাইকেল এর কথাটি সম্পূর্ণরূপে গুজব বলেই মনে হচ্ছে। যদিও পরবর্তী সময়ে এমন দুর্দান্ত সাইকেল ভারতবর্ষে লঞ্চ হয় কিনা, সেই বিষয়ে আশা রয়েছে বহু বিশেষজ্ঞের।