OBC Certficate Upadated News: পশ্চিমবঙ্গে ওবিসি তালিকার নিয়ে রাজনৈতিক বিতর্ক দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এই নিয়ে প্রচুর আইনি লড়াই এবং প্রশাসনিক অস্থিরতা চলেছে। সম্প্রতি এই বিষয়টি নিয়ে একটি বড় পরিবর্তন এনেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার একটি নতুন ওবিসি তালিকা প্রকাশ করেছে এবং তাতে দুটি ভিন্ন প্রক্রিয়া রাখা হয়েছে সেগুলি হল পুনঃবৈধকরণ বা revalidation এবং পুনঃপ্রদান বা re-issuance
এই প্রক্রিয়ার দ্বারা ওবিসি তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে যাদের সার্টিফিকেটের বৈধতা ইতিমধ্যে ছিল এবং যাদের নাম নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে উভয়ই নতুন প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। এতে রাজ্যের লক্ষাধিক পরিবার প্রভাবিত হবেন বলে সূত্র জানা গেছে।
ওবিসি সার্টিফিকেট এত গুরুত্বপূর্ণ কেন?
ওবিসি সার্টিফিকেট শুধুমাত্র একটি আইনি কাগজ নয় বরং এটি একজন নাগরিকের আর্থসামাজিক অবস্থান কে প্রমাণ করার জন্য গুরুত্বপূর্ণ একটি নথি। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরি, উচ্চ শিক্ষা গ্রহণে সুযোগ পাওয়ার ক্ষেত্রে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট ছাড়া কোন অভিসিপ্রার্থী সরকারি সুবিধার জন্য যোগ্য বিবেচিত হন না, তাই এই সার্টিফিকেটের বৈধতা বজায় রাখা খুবই জরুরী।
এই নতুন নির্দেশিকার মূল অংশগুলি কি? জেনে নিন
পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে যেখানে 140 টি সম্প্রদায়কে দুটি ভাগে ভাগ করা হয়েছে-
৬৬ টি সম্প্রদায় পুনঃবৈধকরণ ভুক্ত – এই সম্প্রদায় গুলি আগে থেকেই ওবিসি তালিকাভুক্ত ছিলেন। এদের মধ্যে অনেকের সার্টিফিকেট বৈধ তবে সেটিকে রিভাইস করা দরকার। এই প্রক্রিয়াটি অনলাইনে তুলনামূলকভাবে করা সহজ।
৭৪ টি সম্প্রদায় পুনঃ প্রদান – এই সম্প্রদায়গুলির নাম আগে ওবিসি তালিকায় ছিল না বা অনেকের নাম বাতিল করা হয়েছিল। নতুন তালিকায় তারা পুনরায় অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের নতুনভাবে অভিজিৎ সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে এবং এই প্রক্রিয়া অনলাইনের পাশাপাশি সংশ্লিষ্ট বিডিও থেকে উপযুক্ত ফর্ম ফিলাপের মাধ্যমে আবেদন দাখিল করতে হবে।
আবেদনের প্রক্রিয়াসমূহ-
ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করার জন্য সরকারের নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে সেটি হলো https://castecertificate.gov.in/
সবার প্রথম আবেদনকারী কে নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট অপশন নির্বাচন করতে হবে Apply for OBC অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে জানতে চাওয়া হবে পূর্বে আবেদনকারীর কোন ডিজিটাল ওবিসি সার্টিফিকেট ছিল কিনা যেটি উত্তর হবে সেটি আপনাকে নির্বাচন করতে হবে, Yes অথবা No ক্লিক করতে হবে।
দ্বিতীয় ধাপে আবেদন পত্র পূরণ করতে হবে তার জন্য পুরনো সার্টিফিকেট থাকলে সেটি নম্বর ও জন্মতারিখ প্রবেশ করাতে হবে এবং আবেদনকারীর নাম, পিতার নাম, মোবাইল নম্বর, ইমেল, আধার বা এপিক নাম্বার প্রদান করতে হবে।
তৃতীয় ধাপে উপযুক্ত নথিপত্র আপলোড করতে হবে যেমন ইনকাম সার্টিফিকেট অভিভাবক যদি সরকারি চাকরিজীবী হন তাহলে তার সার্ভিস রেকর্ড অবশ্যই লাগবে। সবকটি তথ্যের স্ক্যান কপি খুব ভালো হওয়া দরকার যাতে খুব ভালোভাবে পড়া যায়।
চতুর্থ ধাপে আবেদনপত্র জমা দিতে হবে তার জন্য সমস্ত ফর্মটি ভালোভাবে ফিলাপ হয়েছে কিনা তা দেখে Submit বোতামে ক্লিক করতে হবে এবং আবেদন নম্বর নিজের কাছে সংরক্ষণ করে রাখতে হবে।
প্রক্রিয়া সম্পন্ন করার পরে কি করনীয়?
৬৬ সম্প্রদায়ের revalidation এর জন্য আবেদন অনলাইনে যাচাই এর পরে তাদের সার্টিফিকেট নবায়ন করে দেওয়া হবে। তার জন্য তারা অনলাইনে সেটি বার করে নিতে পারবেন তার জন্য তাকে অফিসে যাওয়ার দরকার নেই।
৭৪ নম্বর সম্প্রদায়ের জন্য যারা re-issuance অন্তর্ভুক্ত তাদের অনলাইনে আবেদন করার পর ফরমটি প্রিন্ট করে সব প্রয়োজনীয় নথি সহ নিকটস্থ বিডি অফিসে জমা দেওয়ার পর সেটি যাচাই হয়েছে কিনা খোঁজ নিতে হবে এবং সার্টিফিকেট তারপর ইস্যু করা হবে এবং তারপরে তিনি তার উপযুক্ত সার্টিফিকেটটি ওই ভিডিও অফিস থেকে সংগ্রহ করতে পারবেন।
কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এবং এটি কেন গুরুত্বপূর্ণ তা জেনে নিন
আবেদন পত্রের প্রতিটি নথি যেন একে অপরের সঙ্গে মিল থাকে। ইনকাম সার্টিফিকেট যেন সম্প্রতিক হয় এবং তার বৈধতা থাকে। ক্যান করা কপিগুলি পরিষ্কার হওয়া দরকার। মোবাইল নম্বর আধার বা এপিক নম্বর সচল রাখতে হবে কারণ ভেরিফিকেশন এর জন্য ওটিপি আসার ক্ষেত্রে এগুলির দরকার হবে।
সবশেষে বলা যায় যে, ওবিসি সার্টিফিকেট উভয় ক্যাটাগরির ক্ষেত্রেই এই নতুন প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গের ওবিসি সম্প্রদায়ের মানুষদের জন্য খুবই লাভজনক। যারা এই তালিকাভুক্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তারা দ্রুত অনলাইনে আবেদনের মাধ্যমে তার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করুন তা না হলে আপনার থেকে অনেক বড় সুযোগ-সুবিধা হাতছাড়া হতে পারে। সঠিক সময়ে আবেদন প্রক্রিয়ার সম্পন্ন করলে তবেই সরকারি সুযোগ-সুবিধা এবং শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা লাভ করতে পারবেন। তাই সতর্ক থাকুন সময় মত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে সরকারের সঙ্গে তাল মিলিয়ে নিজের সুযোগ গুলি আদায় করে নিন।