এই ব্যবসা করে মাসে, লক্ষাধিক টাকার বেশি আয় করো! ভর্তুকিযুক্ত লোন দেবে সরকার। New Business Idea

New Business Idea to make Money Fast: জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য অর্থ রোজগার করাটা খুবই জরুরী। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে রোজগার করে। কেউ ছোট চাকরি করে কেউ বড় টাকার চাকরি করে। আবার কেউ ব্যবসা করে। ব্যবসার ধর্ম বিভিন্ন।

বড় ব্যবসা করার জন্য যে পরিকাঠামো এবং অর্থের প্রয়োজন হয় সেটা সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে করাটা অনেক বেশি সমস্যা জনক তবে অসম্ভব কিছু নয়। সেই তুলনায় ছোট ব্যবসা করে অনেক মানুষই ভাল রকম অর্থ রোজগার করে। তার মধ্যে অন্যতম হলো অল্প পুঁজি বিনিয়োগ (Small investment) করে দু একটি ছোট মেশিন কিনে তার থেকে যে দ্রব্য তৈরি হয় সেগুলি বাজারে বিক্রি করা। এতেও ভালো রকম আয় করা যায় তবে কৌশল ও বুদ্ধি প্রয়োগটা খুবই জরুরী।

এইরকমই একটি ব্যবসার আইডিয়া (Business Idea) নিয়ে আজকে এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি। ব্যবসা হল স্বাধীন কাজ যা নিজের সম্বল মতো পুঁজি বিনিয়োগ করে করা যায়। যে ব্যবসা নিয়ে আলোচনা করতে চলেছি সেটির জন্য একটি মেশিন লাগবে যা খুব বেশি দামের নয়। তবে কেউ চাইলে অটোমেটিক মেশিন কিনেও ব্যবসাটি করতে পারে তাতে উৎপাদন এবং দ্রব্যের গুণগতমান আরো ভালো হবে।

হ্যাঁ, ঠিকই ধরেছেন এখানে একটি স্লিপার (Slipper Making Business) তৈরীর মেশিন নিয়ে আলোচনা করা হচ্ছে। এই মেশিন দুই রকম হতে পারে একটি ম্যানুয়ালি এবং অপরটি হল সেমি অটোমেটিক এবং আরো ভালো মেশিন নিতে চাইলে সম্পূর্ণ অটোমেটিক বা স্বয়ংক্রিয় মেশিন আছে।

ম্যানুয়াল (Manual) মেশিনটির দাম খুব একটা বেশি নয় তবে স্বয়ংক্রিয় মেশিনটি (Automatic machine) জন্য একটু বেশি খরচা করতে হবে। ম্যানুয়াল মেশিনটিতে উৎপাদন যা হবে স্বয়ংক্রিয় মেশিনে তার থেকে অনেক গুণ বেশি রোজগার হবে কারণ মেশিনটি গৃহস্থলীতে যে বিদ্যুৎ লাগে সেই বিদ্যুতেই চালানো যাবে তাই অতিরিক্ত খরচ আপনাকে বহন করতে হবে না।

স্লিপার তৈরীর ব্যবসার খুঁটিনাটি

পায়ের জুতো এমনই একটি উপাদান যা প্রত্যেকটা মানুষেরই লাগে। অনেকের একাধিক সংখ্যায় এই জুতো বা স্লিপার থাকে। বর্তমান ফ্যাশনের যুগে বিভিন্ন ডিজাইনের স্লিপার পাওয়া যায় বাজারে এবং গ্রাহকরা সেগুলি খুব পছন্দ করে তাই একাধিক সংখ্যায় সেগুলি জেনেও ব্যবহার করে।

এই ব্যবসার ক্ষেত্রে প্রথম যেটি দরকার সেটি হল বাজারে চাহিদা কেমন তার যাচাই করা। কোন জায়গায় মার্কেটিং (Marketing) কেমন ভাবে করতে হবে সেটি বোঝা এবং চাহিদা ভিত্তিতে দ্রব্যের মান ঠিক করা। এর জন্য প্রথমেই লাগবে স্লিপার তৈরির মেশিন এবং তার জন্য প্রয়োজনীয় কাঁচামাল কোথা থেকে পাওয়া যাবে তার সন্ধান করা।

এই ব্যবসায় লাভ কেমন জেনে নিন

আনুমানিক হিসাব করে দেখা গেছে এই ব্যবসায় লাভ যথেষ্ট পরিমাণে আছে। তবে তা আরো ভালোভাবে বোঝার জন্য আনুমানিক কিছু হিসাব এখানে দেওয়া হল। এটি মাথায় রাখতে হবে যে যে অঞ্চলে চাহিদা যেমন, সেখানে গ্রাহকের মানের উপর ভিত্তি করেও ব্যবসায়ীর ব্যবসা ও তার আয় নির্ভর করবে।

ধরা যাক, অটোমেটিক মেশিনটির দাম ১.৫ লক্ষ টাকা, ফিনিশিং মেশিনের দাম ১ লক্ষের কাছাকাছি, অন্যান্য প্রয়োজনীয় ছোটখাটো মেশিন সর্বসাকুল্যে ৫০ হাজার টাকার মত। কাঁচামালের জন্য প্রথমে নিয়োগ করতে হবে ২০ থেকে ২৫ হাজার টাকা। কারখানা বা সেটা করার জন্য ৫০-৬০ হাজার টাকা, শ্রমিক বাবদ খরচ হবে ৫০ হাজার টাকা।

এই ব্যবসাটি ভালোভাবে করার জন্য প্রথমেই ব্যবসায়ীকে বিনিয়োগ করতে হবে সাড়ে চার লক্ষ থেকে ৫ লক্ষ টাকা। তবে আপনি যদি ম্যানুয়াল মেশিনটি কেনেন তাহলে বিনিয়োগ প্রথমে অনেকটাই কম হবে। এবার একটি স্লিপার তৈরি করতে আনুমানিক খরচ ধরা যাক ৩০ টাকা তার বিক্রয় মূল্য ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত রাখা যেতে পারে।

অতএব আপনার নেট প্রফিট একটি স্লিপার থেকে হবে ৭০ থেকে ৯০ টাকা। এই হিসাবে যদি আপনি দিনে ১০০টি ও স্লিপার বিক্রি করতে পারেন তাহলে আপনার প্রত্যেকদিন লাভ হবে ৭০ হাজার থেকে ৯০ হাজার টাকা। সমস্ত খরচ বাদ দিয়ে আপনার এক মাসে  লাভ তিন লক্ষ কাছাকাছি হবে। তাহলে বুঝতেই পারছেন একমাস ব্যবসা করেই আপনি লাখপতি হয়ে যেতে পারেন।

ব্যবসার কৌশল

যেকোনো ব্যবসা বর্তমান যুগে করার জন্য লাগবে মার্কেটিং কৌশল। আপনার প্রোডাক্টটি সম্বন্ধে মানুষকে জানার জন্য ডিজিটাল বিজ্ঞাপন মাধ্যমে অ্যাড চালাতে হবে, যাতে মানুষ আপনার দ্রব্যের অভিনবত্ব সম্পর্কে জানতে পারে এবং প্রচুর সংখ্যক গ্রাহক আপনি পেতে পারেন।

এইভাবে একবার যদি আপনি গ্রাহকদের কাছে আপনার স্লিপারের গুণগতমান সম্বন্ধে জানিয়ে দিতে পারেন তাহলে আপনার ব্যবসাটি দাঁড়িয়ে যাবে। তার জন্য সোশ্যাল মিডিয়ায় (Facebook, Instagram, WhatsApp, Telegram ইত্যাদি) আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং নিয়মিত আপনার দ্রব্যটি সম্বন্ধে আপডেট রাখতে হবে।

সবশেষে বলা যায় এই ব্যবসারটি বর্তমানে অভিনব একটি ব্যবসা যার মাধ্যমে প্রথমে কম পুঁজি বিনিয়োগ করে আপনি আপনার ব্যবসার দিকে প্রতিষ্ঠিত করে উচ্চমানের ও বেশি লাভজনক একটি ব্যবসায় পরিণত করতে পারেন।

Also Read—

Bengal Hood

Bengal Hood হলো একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম! যেখানে আমরা বিনামূল্যে চাকরির আপডেট, অনলাইন আয়ের উপায় ও স্কিল টিপস শেয়ার করি। ৬ বছরের অভিজ্ঞতায় আমরা আপনাকে দিই সঠিক সুযোগ ও নির্ভরযোগ্য তথ্য।

Leave a Comment