6000 mAh শক্তিশালী ব্যাটারির পাশাপাশি একাধিক ফিচারসহ লঞ্চ হল OPPO A5x 5G, 14000 এর কম দামে কিনে নিন মডেলটি
মিড রেঞ্জের তালিকায় নথিভুক্ত হয়েছে Oppo A5x 5G র নাম। এই স্মার্টফোনটি লঞ্চের সময় মাত্র 13,999 টাকা দাম নির্ধারিত করা হয়েছে গতকাল থেকেই অ্যামাজন ফ্লিপকার্ট oppo ষ্টোর এবং দেশের বিভিন্ন স্টোরে বিক্রি শুরু হয়ে গিয়েছে এই মডেলের...

গতবছর OPPO কোম্পানির তরফে যে A3x 5G ফোনটি লঞ্চ হয়েছিল, তারই আপগ্রেটেড মিড রেঞ্জ version আসতে চলেছে ভারতে। ইতিমধ্যেই ভারতীয় বাজারে Oppo A5x 5G স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। দুর্দান্ত কয়েকটি স্পেসিফিকেশনের সাথে স্মার্টফোনে থাকছে IP65 ওয়াটার/ডাস্ট রেজিস্টেন্স।
এই স্মার্টফোনের দাম, গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ছেলের অফার ডিটেলস বিস্তারিত জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত পড়তে হবে আজকের প্রতিবেদনটি।
অফারে কত দামে কিনতে পারবেন Oppo A5x 5G মডেলটি?
মিড রেঞ্জের তালিকায় নথিভুক্ত হয়েছে Oppo A5x 5G র নাম। এই স্মার্টফোনটি লঞ্চের সময় মাত্র 13,999 টাকা দাম নির্ধারিত করা হয়েছে। সিঙ্গেল 4GB RAM + 128GB স্টোরেজ যুক্ত এই দুর্দান্ত স্মার্টফোনটি Midnight Blue এবং Laser White এর মতো কালার অপশন এর সাথে পেয়ে যাবেন ভারতীয় গ্রাহকেরা। গতকাল থেকেই অ্যামাজন ফ্লিপকার্ট oppo ষ্টোর এবং দেশের বিভিন্ন স্টোরে বিক্রি শুরু হয়ে গিয়েছে এই মডেলের।
Read More: অ্যামাজনে ঘরে বসে কাজের সুযোগ! ডাটা এন্ট্রির কাজ সপ্তাহে ৫দিন।
এই মডেলটি কিনতে চাইলে লঞ্চ অফারের মাধ্যমে এক হাজার টাকার সরাসরি ক্যাশব্যাক এবং তিন মাসের নো-কস্ট EMI অপশন বেছে নিতে পারেন গ্রাহকরা। এর পাশাপাশি আমাজন বা ফ্লিপকার্ট এর মত অনলাইন সাইটে নিজেদের পুরনো মোবাইল এক্সচেঞ্জের এবং ক্রেডিট কার্ড পেমেন্ট একাধিক অফার থাকছে গ্রাহকদের জন্য।
Oppo A5x 5G মডেলের স্পেসিফিকেশন
১) প্রসেসর- পারফরম্যান্সের দিকটি অটুট রাখার জন্য যে কোন স্মার্টফোনের এই প্রসেসর দুর্দান্ত হওয়ার প্রয়োজন রয়েছে। এর জন্যই OPPO A5x 5G ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে। এর পাশাপাশি মডেলটি তে RAM এর কোনরকম অসুবিধা যাতে না হয়, তার জন্য 4GB LPDDR4X RAM এর পাশাপাশি থাকছে 4GB পর্যন্ত ভার্চুয়াল এক্সটেন্ডেড RAM এর সুবিধা।
২) ডিসপ্লে- Oppo কোম্পানির দুর্দান্ত এই মডেলটিতে 6.67 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট সহ লঞ্চ করা হয়েছে।
৩) ক্যামেরা- ফটোগ্রাফি প্রেমীদের জন্য দুর্দান্ত ফিচারস অ্যাড করা হয়েছে OPPO A5x 5G মডেলটিতে। এটি রিয়ার ব্যাক প্যানেলে রয়েছে 32MP এবং সেলফি ও ভিডিও কলিং এর জন্য ফ্রন্ট প্যানেলে থাকছে 5MP ক্যামেরা সেন্সর। এর পাশাপাশি এই স্মার্টফোনের সাহায্যে AI সিন রেকগনেশন, পোট্রেট মোড এবং নাইট মোড এর মত বিভিন্ন মোড এর সুবিধাও পেয়ে যাবেন গ্রাহকরা।
৪) ব্যাটারি- পাওয়ার ব্যাকআপের জন্য দুর্দান্ত এই স্মার্টফোনটিতে থাকছে উচ্চ ক্ষমতা সম্পন্ন 6000mAh ব্যাটারি ক্যাপাসিটি। এর পাশাপাশি ফাস্ট চার্জিং এর জন্য এতে থাকছে 45W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট।