AAI Recruitment 2025: ভারতীয় এয়ারপোর্টে বিপুল পরিমাণ শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো! যেখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ভারতবর্ষের পাটনা, বিজয়ওয়ারা, ভাদোদাড়া, পোর্ট ব্লেয়ার, গোয়া এবং চেন্নাইয়ের এয়ারপোর্টে এই নিয়োগটি হতে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা বা অন্য কোন বিমানবন্দরে এই নিয়োগ না হলেও ভারতবর্ষের যে কোন রাজ্য থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
আবেদনের ইচ্ছুক সকল চাকরিপ্রার্থীকে সঠিক সময়ের মধ্যে সঠিক পদ্ধতি অবলম্বন করে আবেদন পত্রটি জমা করতে হবে। তাই পদের বিবরণ, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি এবং মাসিক বেতন সংক্রান্ত তথ্য গুলি পুঙ্খানুপুঙ্খভাবে জানতেই শেষ পর্যন্ত পড়তে হবে এই প্রতিবেদনটিতে।
নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য:
পদের নাম | সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট |
শূন্য পদের সংখ্যা | ১৬৬টি |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চমাধ্যমিক |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩০/০৬/২০২৫ |
পদের বিবরণ
ভারতবর্ষের বিভিন্ন বিমানবন্দরের নিরাপত্তা বজায় রাখার জন্য অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি হিসাবে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে পুরুষ মহিলা নির্বিশেষে ১৬৬ জন যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। এক্ষেত্রে মূলত বিমানবন্দরের বিভিন্ন কাজকর্ম করার জন্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
ভারতবর্ষের যে কোন স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি কিংবা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০% নম্বরের সঙ্গে উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলে, এই পদে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি বা আদিবাসী সম্প্রদায়ের চাকরিপ্রার্থীদের উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৫৫% নম্বর থাকলেই আবেদন জানানো যাবে।
বয়স সীমা
০১/০৬/২০২৫ তারিক অনুসারে সর্বোচ্চ ২৭ বছরের চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন
চাকরিপ্রার্থীদের এই পদে মোট তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে। তাই এক্ষেত্রে প্রতি বছর বেতন বৃদ্ধি করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, প্রথম বছরে ২১,৫০০ টাকা, দ্বিতীয় বছরে ২২,০০০ টাকা এবং তৃতীয় বছরে ২২,৫০০ টাকা মাসিক বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। যদিও মাসিক বেতনের পাশাপাশি মেডিকেল সুযোগ-সুবিধা ও অন্যান্য একাধিক সুযোগ পাবেন কর্মীরা।
নিয়োগ পদ্ধতি
প্রতিটি চাকরিপ্রার্থীকে যথাযথ নিয়োগ পদ্ধতি অবলম্বন করে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি পড়ে বুঝে নিতে হবে ইচ্ছুক চাকরি প্রার্থীদের।
প্রয়োজনীয় নথি
- উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট,
- কাস্ট সার্টিফিকেট,
- আধার কার্ডের ছবি,
- আবেদনকারীর স্বাক্ষর,
- পাসপোর্ট সাইজ রঙিন ছবি ইত্যাদি।
আবেদন পদ্ধতি
সকল চাকরি প্রার্থীকে অনলাইন মাধ্যমে ৩০ শে জুনের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। এর জন্য www.aaiclas.aero. -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Career’ বিকল্পটি বেছে নিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এর পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আপলোড করে আবেদন মূল্য দিলেই আবেদনটি গ্রহণ করা হবে।
আবেদন মূল্য
- জেনারেল এবং ওবিসি চাকরি-প্রার্থীদের জন্য- ৫০০ টাকা
- SC/ST/EWS এবং মহিলা চাকরিপ্রার্থীদের জন্য- ১০০ টাকা