Job Vacancy

Amazon Work From Home: অ্যামাজনে ঘরে বসে কাজের সুযোগ! ডাটা এন্ট্রির কাজ সপ্তাহে ৫দিন।

বাড়ি বসে ফুল-টাইম ভার্চুয়াল ডেটা এন্ট্রি জব, গ্রাজুয়েটদের জন্য নিখরচায় ট্রেনিং ও নিয়োগ প্রক্রিয়া সহ। ইমেজ ও ভিডিও অডিটিং কাজ, ফ্লেক্সিবল শিফটে সপ্তাহে ৫ দিন কাজ এবং ২ দিন ছুটি।

Amazon Work From Home – অ্যামাজন কোম্পানি বাড়ি বসে কাজের সুযোগ দিচ্ছে। এটা একটা ভার্চুয়াল জব (Virtual job) অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম। তোমাকে একটা ভিডিও অথবা ইমেজ দেবে। তোমাকে সেই ভিডিওটা বা ইমেজটা দেখে দেখে বলতে হবে সেখানে কি কি অবজেক্ট (Elements) আছে অথবা সেই ভিডিওতে কি কি দেখা যাচ্ছে সেটা টাইপ করতে হবে। এটা একদম ডাটা এন্ট্রির (Data Entry) কাজ।

অ্যামাজনে প্রচুর প্রোডাক্ট সেল হয়। সেই সমস্ত প্রোডাক্টের রিভিউ থাকে। তো সেখানে ভিডিও আকারেও রিভিউ থাকে আবার ইমেজ আকারেও অনেকে রিভিউ দেয়। তো সেই সমস্ত জিনিস তোমাকে গিয়ে রেকটিফাই করতে হবে। সেখানে কোন ভুল থাকলে সেটা বলতে হবে এবং সঠিক জিনিস আপলোড হয়েছে কিনা এই সমস্ত কাজ তোমাকে এখানে করতে হবে।

কাজের সময় ও শিফট

সপ্তাহে পাঁচ দিন কাজ এবং দুদিন ছুটি এবং এই যে কাজটা, তোমার ইচ্ছামত তুমি করতে পারবে। অর্থাৎ ডিউটি টাইম প্রুফ ফ্লেক্সিবেল, ২৪ ঘন্টায় কাজ হয়। তিনটে শিফট আছে– Day, Night এবং Evening। তো এই তিনটে শিফটের মধ্যে যেকোন শিফটে তুমি কাজ করতে পারো।

জবের বিস্তারিত বিবরণ

Associate, ML Data Operations, GO-AI Operations – এটা হচ্ছে পুরো পদের নাম বা পোস্টের নাম। জব ভ্যাকেন্সি কোথায় কোথায় রয়েছে– হায়দ্রাবাদ, উত্তরপ্রদেশ, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি (DL), অন্ধ্রপ্রদেশ (AP), WB (কলকাতা ভার্চুয়াল), এবং আবার অন্ধ্রপ্রদেশ ভার্চুয়াল।

Read More: 6000 mAh শক্তিশালী ব্যাটারির পাশাপাশি একাধিক ফিচারসহ লঞ্চ হল OPPO A5x 5G

কি কাজ করতে হবে?

এই টিম কাজ করে অটোমেশনে (Automation) – অ্যামাজন Robotics Fulfillment Technologies সেন্টারে। এই টিম সার্ভ করে Amazon Internal Fulfillment Technologies and Robotic Teams by Enabling Automation।

এখানে বলা হয়েছে Real Time and Offline Image/Video Data Auditing Service – মানে, ইমেজ এবং ভিডিওর মধ্যে যে ডেটা থাকে সেটা তোমাকে অডিট করতে হবে।

কাজের দায়িত্ব

The Associate has to watch several hundred videos – মানে অ্যামাজন সহযোগীকে অনেক ভিডিও দেখতে হবে এবং সেগুলোর ওপর ভিত্তি করে নির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করে ডেটা এন্ট্রি করতে হবে। তুমি যে টাইপ করবে সেটা একুরেট হতে হবে, কাজের স্পিড ভালো হতে হবে এবং ভুলভাল ইনপুট দিলে হবে না।

প্রতিদিন প্রায় ৬.৮ থেকে ৭ ঘন্টা সময় ভিডিও দেখে এবং ডেটা এন্ট্রি করে কাটাতে হবে।

ওয়ার্ক ফ্রম হোমের শর্ত

যারা সিলেক্ট হবে তাদেরকে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দিচ্ছে। তবে তার জন্য একটি ডেডিকেটেড অফিস স্পেস রাখতে হবে – যেখানে টেবিল, চেয়ার এবং ভালো লাইটিং থাকবে। ওয়ার্ক রিলেটেড ডেটা যেন অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ল্যাপটপ, ফোল্ডার, কাজের ফাইল পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে হবে।

নন-টেক রোল

কাজে জয়েনিং-এর শুরুতেই, ছয় মাসের জন্য একটি নন-টেক রোল কাজ করতে হবে। এখানে কিছু অস্পষ্ট ফটো, যেগুলো রোবট বুঝতে পারে না, তা তোমাকে মানুষ হিসেবে বুঝে সঠিক তথ্য দিতে হবে। কম রেজুলেশনের ভিডিও হলে সেগুলোরও ব্যাখ্যা দিতে হবে। এই কাজের জন্য হাই লেভেলের মনোযোগ এবং স্ক্রিনে ফোকাস করতে হবে।

রোটেশনাল শিফটে কাজ করতে হবে, যার মধ্যে নাইট শিফটও রয়েছে।

ভার্চুয়াল মিটিং চলাকালে ল্যাপটপের ক্যামেরা অন রাখতে হবে এবং তোমার মুখ যাতে স্পষ্ট দেখা যায় তার জন্য আলো থাকতে হবে। প্রতি তিন থেকে চার মাস অন্তর শিফট পরিবর্তন হবে।

ছুটির নিয়ম ও যোগ্যতা

ছুটি– সপ্তাহে পাঁচ দিন কাজ, দুদিন ছুটি। কিন্তু নির্দিষ্ট কোন দিন নয়। এই ছুটি রোটেশনের মাধ্যমে পরিবর্তন হয়।

যোগ্যতা– গ্র্যাজুয়েশন সম্পূর্ণ হতে হবে। যারা গ্র্যাজুয়েশন করেনি, তারা আবেদন করতে পারবে না। ইংরেজিতে ডেটা এন্ট্রি করতে জানতে হবে এবং কম্পিউটার চালাতে জানতে হবে।

বয়সসীমা– কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে। ছেলে এবং মেয়ে – সবাই কাজ করতে পারবে।

চাকরির ধরন

এটা কোন পার্টটাইম কাজ নয়, এটা ফুল টাইম কাজ। দিনে ৯ ঘন্টা ডিউটিতে থাকতে হবে। যারা ফ্রিল্যান্সিং বা কর্পোরেট লাইফে ক্যারিয়ার শুরু করতে চাও, তারা অ্যামাজনের এই চাকরিতে আবেদন করতে পারো।

আবেদন প্রক্রিয়া

অ্যামাজনের যেকোনো জবে এপ্লাই করার জন্য, প্রথমে Amazon Jobs Portal-এ একটা একাউন্ট খুলতে হবে। এই একাউন্টটা সবসময় তোমার থেকে যাবে, ভবিষ্যতে অন্য জবে এপ্লাই করতেও এই একাউন্ট ব্যবহার করতে পারবে।

Step 1: এখানে লগইন করতে পারবে –

  • পূর্বের Amazon শপিং একাউন্ট দিয়ে,
  • গুগল একাউন্ট দিয়ে,
  • ইমেইল দিয়ে,
  • অথবা নতুন করে একাউন্ট খুলে।

Step 2: একাউন্ট খোলার সময় একটা ফর্ম আসবে, সেখানে ইমেইল, পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে।

Step 3: এরপর প্রোফাইল কমপ্লিট করতে হবে: বায়োডাটা, কভার লেটার, কোয়ালিফিকেশন, অভিজ্ঞতা, ঠিকানা ইত্যাদি।

Step 4: এরপর যেই পদের জন্য আবেদন করতে চাও, সেখানে এপ্লাই করতে পারবে।

নিয়োগ প্রক্রিয়া

অনলাইনে আবেদন করলে তোমার ইমেইলে অনলাইন অ্যাসেসমেন্ট টেস্টের লিংক আসবে।

সেখানে বাড়িতে বসে অনলাইন টেস্ট দিতে হবে → ভার্চুয়াল ইন্টারভিউ হবে → ডকুমেন্ট পাঠাতে হবে → ডকুমেন্ট ভেরিফিকেশন হবে → তারপর জয়েনিং এবং ট্রেনিং হবে।

নোট: ইংরেজি না জানলে এখানে কোনভাবেই সিলেক্ট হবে না – এটা বাস্তব সত্যি কথা।

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button