Bandhan Bank Recruitment 2025 – বন্ধন ব্যাঙ্কে কাজ করতে চাও? তাহলে তোমার জন্য রয়েছে একটা দারুন সুখবর। অনেকবার অনলাইনে আবেদন করেছো, কিন্তু ডাক পাওনি? তাহলে এই প্রতিবেদনে তোমাদের জন্য থাকবে একটা প্রো টিপ (Pro Tip)। এমন একটা টিপ (Tip) দেব যেটা কাজে লাগিয়ে, তোমরা জেনুইন (Genuine) ভাবে বন্ধন ব্যাঙ্কে কাজ পেতে পারে।
উচ্চমাধ্যমিক পাশ রাজ্যের যেকোন জেলার ছেলে-মেয়ে এখানে আবেদন করতে পারবে। বয়স হতে হবে কম করে ২১ বছর। কোনপ্রকার অভিজ্ঞতার (Experienced) প্রয়োজন নেই। প্রতিবেদনটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পড়ো।
পদের নাম ও কাজের বিবরন
লোন কালেকশন এজেন্ট– তোমরা দেখে থাকবে বন্ধন ব্যাঙ্ক প্রত্যন্ত গ্রাম এলাকার সাধারন মানুষদের লোন (Loan) দিয়ে থাকে। এই লোন তারা মাসিক, সাপ্তাহিক কিস্তির ভিত্তিতে শোধ নেয়। একটা গ্রামে এক বা একাধিক গ্রুপ বা সমিতি খুলে তারা একসাথে লোনের কিস্তি গুলো জমা নেয়।
এই কিস্তিগুলো সময়মতো জমা নেওয়া। গ্রাহকের পাশবইয়ে (Bank Passbook) আপডেট করা। ব্যাঙ্কের পোর্টালে আপডেট করা। এই সমস্ত কাজগুলো এই Loan Collection Agent-রা করে থাকে। তারা সপ্তাহের ৬দিন বিভিন্ন গ্রামে গিয়ে এই লোন (Bank Loan) গুলি জমা নেয়। লোনের টাকাগুলো আবার বন্ধন ব্যাঙ্কের নির্দিষ্ট ব্রাঞ্চে গিয়ে জমা করে।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোন স্বীকৃতবোর্ড থেকে কমকরে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এছাড়া, গ্রাজুয়েশন বা উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনযোগ্য। পাশাপাশি, বেসিক ইংরেজি (Basic English) জানা লাগবে।
বয়সসীমা
শুধুমাত্র বন্ধন ব্যাঙ্ক বলে নয়, যেকোন ব্যাঙ্কে কাজ করার ক্ষেত্রেই নুন্যতম ২১ বছর বয়স থাকা চাই। সর্বচ্চ ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। ছেলে-মেয়ে যেকেউ এখানে আবেদন করতে পারবে।
মাসিক মাইনে
লোন কালেকশন এজেন্ট পদে চাকরি পেলে প্রতিমাসে আনুমানিক ১২,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকার মধ্যে মাইনে দেওয়া হয়ে থাকে। আবেদনকারী প্রার্থীর স্কিল (Skills) , অভিজ্ঞতার উপর ভিত্তি করে মাইনে কমবেশি হতে পারে।
Read More: অ্যাপোলো ফার্মেসীতে বিনামুল্যে ৬ মাসের ট্রেনিং দিয়ে চাকরি! মাধ্যমিক পাশে আবেদন।
পোস্টিং
বন্ধন ব্যাঙ্কে প্রায় সারাবছরই নিয়োগ চলে। কারন, বন্ধন ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় সার্ভিস (Service) দিয়ে থাকে। তবে, কাছাকাছি পোস্টিং (Posting) নেবার বেলায় বাড়ির থেকে ৫০-৭০ কিমির মধ্যে পোস্টিং হতে পারে। আবার অন্য জেলায় বা অন্য শহরে পোস্টিং দেওয়া হতে পারে। যাইহোক, কাজে জয়েনিং-এর সময় তোমাকে পোস্টিং-এর ব্যাপারে জানিয়ে দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
তোমাদের জন্য ভালো খবর হল- এখানে কোনপ্রকার লিখিত পরীক্ষা হবেনা। শুধুমাত্র ইন্টারভিউয়ের (Interview) ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউ ও বেসিক ইংলিশ টেস্টে যারা পাশ করবে। তাদের, অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া?
এখানে অনলাইনে আবেদন করা যায়। বন্ধন ব্যাঙ্কের Career পোর্টালে গিয়ে ডিপার্টমেন্টের নাম, কাজের লোকেশন, আবেদনকারীর তথ্য ও বায়োডাটা (Biodata) দিয়ে ফর্ম ফিলাপ করতে পারো। কিন্তু, সত্যি কথা বলতে এখানে অনেকবার এপ্লাই করার পরও ডাক পাওয়া যায়না।

এবারে, তোমরা যেটা করতে পারো, সেটা হচ্ছে সোর্স (Source) কাজে লাগানো। তোমার নিজের এলাকায় যদি কেউ বন্ধন ব্যাঙ্কে কাজ করে, তার মাধ্যমে তুমি বন্ধন ব্যাঙ্কে কাজে ঢুকতে পারো। কারন, সোর্স থাকলে জেনুইন ভাবে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি।। আমাদের এলাকায় একটি ছেলে সোর্সের মাধ্যমেই কাজ পেয়েছে।
Note: বন্ধন ব্যাঙ্ক বা যেকোন জায়গায় কাজ, চাকরির ক্ষেত্রে কোনপ্রকার টাকাপয়সা দেবে না।