মাধ্যমিক পাশে নিজের রেল স্টেশনে টিকিট ক্লার্ক নিয়োগ! কোনোপ্রকার পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট জয়েনিং।
শুধুমাত্র মাধ্যমিক পাসেই রেলওয়ে টিকিট ক্লার্ক পদে আবেদন! নিজ জেলায় স্থায়ী পোস্টিং! আবেদন চলবে ১৭ জুন ২০২৫ পর্যন্ত ।

রেলওয়ে স্টেশনে আরো একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গ রাজ্যে তোমাদের পোস্টিং হবে, যেখানে রেলওয়ে টিকিট ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই এপ্লাই করতে পারো।
মাধ্যমিকের পাশাপাশি যারা গ্রাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক করেছ তোমরাও এখানে এপ্লাই করতে পারো। আর অবশ্যই তোমাদের বেসিক ইংরেজি জানতে হবে। যখন এপ্লাই করবে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিতে হবে।
বয়স সংক্রান্ত নির্দেশিকা
প্রার্থীদের বয়স নুন্যতম ১৮ বছর থেকে সর্বচ্চ ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে। আবেদন ফর্মের সাথে বয়সের প্রমানপত্র (Age Proof) সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যেকোন একটি জমা করতে হবে।
মেডিকেল সার্টিফিকেট ও অন্যান্য নির্দেশন
অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের একটি মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। তোমরা যে ফিট এই কাজের জন্য, তার প্রমান হিসেবে একটি মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। যারা জটিল রোগে আক্রান্ত তারা কিন্তু এই কাজের জন্য যোগ্য নয়।
Read More: রান্নার গ্যাসের দামে ৩০০ টাকার ছাড়! মাসের শুরুতেই চমক কেন্দ্রীয় সরকারের
ফর্ম ফিলাপের নিয়মাবলি
প্রথমে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ও আবেদন ফর্ম ডাউনলোড করে নেবেন। এরপরে, আবেদন কারীর তথ্য দিয়ে ফর্ম পুরন করতে হবে। যেমন- নাম, জন্ম তারিখ, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতার বিবরন, অভিজ্ঞতার বিবরন ইত্যাদি।
সাথে আবেদন ফর্মের উপরে আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ফোটো এটাচ করে দেবেন। ফোটোর উপরে আবেদনকারীর নিজের সই করতে হবে।
ঠিকানা ও বসবাস সংক্রান্ত তথ্য
একটি রেসিডেনশিয়াল সার্টিফিকেট এই ফর্মের সাথে জমা করতে হবে। সেটা প্রধান বা কাউন্সিলর অথবা গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে তোমরা পেয়ে যাবে। সেই রেসিডেনশিয়াল সার্টিফিকেট সেটা অবশ্যই অরিজিনাল দিতে হচ্ছে এবং তোমাদের পুরো ঠিকানাটা আবেদন ফর্মে নির্দিষ্ট বক্সের মধ্যে লিখতে হবে। পাশাপাশি, লোকাল পুলিশ স্টেশন থেকে তোমাদের একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (Police Clearance Certificate) নিয়ে আসতে হবে।
পাঠানোর ঠিকানা ও সময়সীমা
যে ঠিকানায় আবেদন ফর্ম পাঠাতে হচ্ছে- Halt Contractor পদের জন্য সেটা হল- To the Senior Divisional Commercial Manager Room. Room No. 44 Eastern Railway Sealdah Kaija Street Kolkata 700014
ফর্মটি ফিলাপ করে প্রত্যেকটা ডকুমেন্টস এটাচ করে বাই পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হচ্ছে। আবেদন ফর্ম পাঠানোর শেষ তারিখ হল ১৭ই জুন ২০২৫। এই নিয়োগটি বর্তমানে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় করা হচ্ছে। তবে, এখানে হাওড়ার যে সমস্ত প্রার্থী আছে তারাই কিন্তু এপ্লাই করতে পারছে। তার বাইরে অন্য কোন জেলার থেকে এপ্লাই করতে পারবে না।
এখানে তোমাদের সিকিউরিটি মানে ২০০০ টাকা লাগছে। যতদিন তোমরা কাজ করবে ততদিন তোমাদের এই ২০০০ টাকা জমা থাকবে। যখন তোমাদের চাকরির মেয়াদ শেষ হবে, তখন এই টাকা তোমরা ফেরত পেয়ে যাবে।
কাজের মেয়াদ
এখানে প্রথমে তোমাদের পাঁচ বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। তার পরবর্তীতে আরো পাঁচ বছর কাজের মেয়াদ বাড়ানো হবে। পরবর্তীতে যদি তোমাদের পারফরমেন্স ভালো থাকে সেক্ষেত্রে, আরো তোমরা দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করতে পারবে।