নমস্কার! আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, যদি তোমরা দশম বা মাধ্যমিক পাস হয়ে থাকো, অনুরোধ করব আজকের এই প্রতিবেদনটা অবশ্যই সম্পূর্ণ পড়ো। এই আর্টিকেলটা পড়ার পর অন্তত তোমাদেরকে আর সিকিউরিটি গার্ডের চাকরির জন্য দৌড়াতে হবে না।
সম্প্রতি বিশাল স্মার্ট শপিং মলে, সিকিউরিটি গার্ড পদে নিয়োগ হয়েছে। যেখানে গ্র্যাজুয়েট পাস প্রার্থীরাও এই চাকরির জন্য ছুটোছুটি করছে। যারা সিলেক্ট হয়েছে, তাদের আনন্দ যেন আলাদা লেভেলের। তারা এমনভাবে সেলিব্রেট করছে যেন UPSC ক্লিয়ার করেছে।
নিয়োগ কোথায় হচ্ছে?
টাটা মোটরস ভারতের অন্যতম সেরা কোম্পানি। এই কোম্পানির তরফ থেকে নিয়োগের কোন পরীক্ষা নেই, কোন ফিজিক্যাল নেই, কেবল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হয়। ২০২৫ সালে ৪৩৯৬টি পোস্টে নিয়োগ চলছে।
এই চাকরিকে বলা হয় সেমি-গভর্মেন্ট চাকরি। কারণ, এর স্যালারি সরকারী চাকরির তুলনায় কম নয়। TCS, Tata Motors — এসব কোম্পানির স্যালারি দুর্দান্ত।
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা
যে কেউ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা লাগবে। যেমন—
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
মাধ্যমিক পাস | সিকিউরিটি গার্ড ও কিছু বেসিক পোস্ট |
উচ্চমাধ্যমিক পাস | বিভিন্ন সেকশনে পোস্ট |
গ্র্যাজুয়েশন পাস | ইঞ্জিনিয়ারিং, ম্যানেজার, আরও উচ্চপদ |
বয়স সীমা
আবেদনকারীদের বয়স ননুতম ১৮ বছর থেকে সর্বচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এখানে কোনও ক্যাটাগরি ওয়াইজ ছাড় থাকবে না। কারণ, এটি সরকারী নয় — একটি প্রাইভেট কোম্পানি। সকলের জন্য বয়সের নিয়ম সমান।
মাসিক মাইনে
যোগ্যতা হিসেবে | মাসিক মাইনে |
মাধ্যমিক পাস | ₹19,900 to ₹25,500 |
উচ্চমাধ্যমিক পাস | ₹35,000 to ₹40,000 |
গ্র্যাজুয়েশন পাস | ₹55,000 to ₹60,000 |
নিয়োগ প্রক্রিয়া
নিয়োগে কোন পরীক্ষা নেই, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ। পরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে — নাগরিকতা, যোগ্যতা ইত্যাদি চেক করা হবে। ডকুমেন্ট ঠিক থাকলেই সিলেকশন হয়ে যাবে।
আবেদন প্রক্রিয়া
১) টাটা মোটরসের Career পোর্টালে ঢুকে স্ক্রোল করে নিচে যাও। জব টাইটেল, লোকেশন ইত্যাদি দেখে তোমার সুবিধামতো পদ বেছে নাও। (কলকাতা লিখে সার্চ করলে যদি চাকরি না পাও, তাহলে অন্য লোকেশন বেছে নিতে পারো) ।
২) ধরো, ম্যানেজার পোস্টে আবেদন করবে। পোস্টে ক্লিক করো, বিস্তারিত পড়ো — যোগ্যতা, স্কিল ইত্যাদি দেখে আবেদন করো।
৩) অ্যাকাউন্ট না থাকলে নিচে “Create an account” অপশনে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট খুলে নাও। ইমেইল আইডি, পাসওয়ার্ড, নাম, দেশ এসব দিয়ে অ্যাকাউন্ট খুলবে। এরপর অ্যাপ্লিকেশন শুরু হবে।
৪) প্রথমে Resume বা বায়োডাটা PDF ফরম্যাটে আপলোড করো। যেখানে নাম, ঠিকানা, যোগ্যতা, ছবি, স্বাক্ষর থাকবে।
৫) যেসব জায়গায় রেড স্টার মার্ক আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি দেখে দেখে পূরণ করো।
৬) সবশেষে “Apply Now” তে ক্লিক করলে আবেদন সাবমিট হবে HR টিমের কাছে।
৭) কোনও আবেদন ফি নেই। আগামী ১৫-২০ দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে আবেদন এক্সেপ্ট হয়েছে কিনা।