WBSSC গ্রুপ C ও গ্রুপ D পদে ফর্ম ফিলাপ শুরু। শুন্যপদ- ৮৪৭৭ টি, অষ্টম শ্রেণী পাশে আবেদন করো।

নমস্কার বন্ধুরা! Bengal Hood ওয়েব পোর্টালে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই আর্টিকেলে আমরা আলোচনা করব WBSSC গ্রুপ C গ্রুপ D সিলেবাস 2025 সম্পর্কে। অর্থাৎ, তোমরা যারা যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি-র জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছো, প্রত্যেকের জন্য আজকের এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

তার কারণ হচ্ছে এই আর্টিকেলে কমপ্লিট সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবং তার পাশাপাশি এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি টোটাল ভ্যাকেন্সি রয়েছে ৮৪৭৭ টি।

মোট শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা

১) শূন্যপদ– গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পোস্ট মিলিয়ে টোটাল ৮৪৭৭ টি শূন্যপদে নতুন নিয়োগ শুরু হচ্ছে।

২) শিক্ষাগত যোগ্যতা– পদ অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কোন স্বীকৃত বোর্ড থেকে ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পোস্ট-গ্র্যাজুয়েশন প্রত্যেকেই আবেদন করতে পারবে।

৩) বয়সসীমা- প্রার্থীদের কমকরে ১৮ বছর থেকে সর্বচ্চ ৪০ বছরের মধ্যে বয়স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তুমি SC/ST হয়ে থাকো তাহলে ০৫ বছরের ছাড় পেয়ে যাবে এবং OBC, PWD প্রত্যেকেই বয়সের ছাড় পাবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

তো দেখো তোমাদের শুরুতেই জানে রাখি কিছু গুরুত্বপূর্ণ ডেট সম্পর্কে। অফিশিয়াল যে নোটিফিকেশন সেটা প্রকাশিত হবে ৩০শে মে ২০২৫ তারিখে। অ্যাপ্লিকেশন শুরু হবে ১৬ই জুন ২০২৫ তারিখ থেকে এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে ১৪ই জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত।

অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অপ্লিকেশন চলবে এবং তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পরে মেরিট লিস্ট প্রকাশিত হবে 15ই নভেম্বর 2025 তারিখের মধ্যেই।

গ্রুপ সি ক্যাটাগরির পদ

প্রথমে, গ্রুপ সি পোস্টের সিলেকশন প্রসেস সম্পর্কে জানিয়ে রাকি। গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেসে, প্রথমে হবে একটি লিখিত পরীক্ষা এবং সেটি হবে MCQ বেসড এবং ৬০ নম্বরের পরীক্ষা হবে এবং ৬০ মিনিট বা ১ ঘন্টা সময় পাবে। এই পরীক্ষার সাথে সাথেই ধরা হবে একাডেমিক স্কোর। কম্পিউটার টাইপিং টেস্ট হবে ২৫ নম্বরের এবং পার্সোনালিটি টেস্ট হবে ৫ নম্বরের।

অর্থাৎ, ৬০+১০+২৫+৫=১০০নম্বরের ইভালুয়েশন হবে এবং এই ১০০ নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই ফাইনালি চাকরি পাবে।

গ্রুপ ডি ক্যাটাগরির পদ

তোমরা যারা গ্রুপ ডি পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ বা অপ্লিকেশন করবে ভাবছো, তাদের ক্ষেত্রে সিলেকশন প্রসেসে লিখিত পরীক্ষা হবে ৪৫ নম্বরের এবং পার্সোনালিটি টেস্ট হবে ৫ নম্বরের।

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা

তোমরা যারা ভাবছো গ্রুপ সি ও গ্রুপ ডি উভয় পোস্টে আবেদন করবে তারা কিন্তু আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা:

Post NameQualification
Group Dমিনিমাম ক্লাস এইট পাস
Group Cমিনিমাম মাধ্যমিক পাস

উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন ও পোস্ট-গ্রাজুয়েশনপর্যন্ত সবাই আবেদন করতে পারবে।

চাকরির ধরণ ও বেতন

এই চাকরিগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক নয়, পুরোপুরি পার্মানেন্ট এবং সরকারি চাকরি।

পদের নামমাইনে
Group DROPA 2019 অনুযায়ী লেভেল 1 (₹17000 – ₹43600 + DA, HRA ইত্যাদি)
Group CROPA 2019 অনুযায়ী লেভেল 6 (₹22700 – ₹58500 + অন্যান্য ভাতা)

এক্সাম প্যাটার্ন ও সিলেবাস

গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন

পরীক্ষার বিষয়প্রশ্ন ও নম্বর
জেনারেল নলেজপ্রশ্ন- ১৫, নম্বর- ১৫
কারেন্ট অ্যাফেয়ার্সপ্রশ্ন- ১৫, নম্বর- ১৫
ইংরেজিপ্রশ্ন- ১৫, নম্বর- ১৫
পাটিগণিতপ্রশ্ন- ১৫, নম্বর- ১৫
মোটমোট নম্বর- ৬০, সময়- ১ ঘন্টা

গ্রুপ সি পোস্টের সিলেবাসের ব্যাখ্যা

বিষয়অনুচ্ছেদ
জিকেপরিবেশ ও সমাজসংক্রান্ত সাধারণ জ্ঞান।
কারেন্ট অ্যাফেয়ার্সজাতীয় ও আন্তর্জাতিক ইভেন্ট, বিশেষ করে স্পোর্টস, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি, সংবিধান, বৈজ্ঞানিক গবেষণা।
ইংরেজিগ্রামার, শব্দভাণ্ডার, বাক্যগঠন, সিনোনিম/অ্যান্টোনিম, ব্যবহার।
পাটিগণিতমাধ্যমিক স্তরের অধ্যায় যেমন LCM, HCF, পার্সেন্টেজ, প্রফিট-লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স ইত্যাদি।

গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন

পরীক্ষার বিষয়প্রশ্ন ও নম্বর
জেনারেল নলেজ১৫ নম্বর
কারেন্ট অ্যাফেয়ার্স১৫ নম্বর
পাটিগণিত১৫ নম্বর
মোটমোট নম্বর- ৪৫

গ্রুপ ডি পোস্টের সিলেবাসের ব্যাখ্যা

গ্রুপ সির মতোই জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তবে প্রশ্নের মান হবে অষ্টম শ্রেণির মান অনুযায়ী।

বিষয়অনুচ্ছেদ
কারেন্ট অ্যাফেয়ার্সপশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের ঘটনাবলি।
পাটিগণিতএলসিএম, ফ্র্যাকশন, পার্সেন্টেজ, প্রফিট-লস, ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স ইত্যাদি অধ্যায়।

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment