Navya Yojana – ভারতের বিপুলসংখ্যক জনগণের মধ্যে দরিদ্র পরিবারগুলিকে উচ্চতর মাত্রায় নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফে একাধিক প্রকল্পের সূচনা করা হয়েছে। এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে সামাজিক উন্নয়ন সম্ভব হচ্ছে।
তবে এবারে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য নতুন একটি প্রকল্প চালু করল কেন্দ্রীয় সরকার। গত ২৪ শে জুন, ২০২৫ এ আবারো নতুন এক প্রকল্প পদার্পণ করল ভারতের মাটিতে। যার নাম ‘নব্য যোজনা’ (Navya Yojana)।

কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা অন্তর্গত প্রকল্প হিসেবে নব্য যোজনা শুরু করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে ঠিক কোন কোন সুযোগ সুবিধা গুলি পাবেন? কীভাবে এই নতুন প্রকল্পের সাথে যুক্ত হতে পারবেন? কাদের জন্য এই প্রকল্পটি শুরু করা হয়েছে? সমস্ত কিছুই জানতে পারবেন আজকের প্রতিবেদন থেকে।
Pradhanmantri Navya Yojana
কেন্দ্রীয় সরকার বরাবরই সমাজের মহিলাদের উন্নয়ন ও অগ্রগতির কথা বলেছে। তাই এবারের দশম শ্রেণী পাস করা ছাত্র-ছাত্রী বা চাকরিপ্রার্থীদের জন্য এই বিশেষ প্রকল্প শুরু করা হলো। মূলত মাধ্যমিক পাস করার পরেই মেয়েদের প্রযুক্তিগত দিক থেকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করা হচ্ছে।

এইজন্য বিভিন্ন অপ্রচলিত পেশাগুলির জন্য প্রশিক্ষণ দেবে কেন্দ্রীয় সরকার। ড্রোন চালানো থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি নতুন দক্ষতাগুলির সাথে দেশের মহিলাদের পরিচিতি ঘটানো হবে। এর ফলে এই সমস্ত দক্ষতা কাজে লাগিয়ে পরবর্তী সময়ে ভালো মতন রোজগারের সুযোগ পাবেন মহিলারা।
Navya Yojana প্রকল্পে আবেদনের যোগ্যতা
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার (PM Kaushal Vikash Yojana) আওতায় এই নব্য যোজনা শুরু করা হচ্ছে। ১৬ বছর থেকে ১৮ বছর বয়সী মেয়েদের প্রযুক্তিগত বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে তোলার চেষ্টা করা হবে এই প্রকল্পের মাধ্যমে।
বর্তমানে এটি ভারতের মোট ৯টি রাজ্যের ২৭টি জেলায় শুরু করা হয়েছে। ওই সমস্ত এলাকায় মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা এই প্রকল্পের অংশগ্রহণ করতে পারবেন। পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষের প্রতিটি রাজ্যেই এই প্রকল্প শুরুর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের।
কি কি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে?
মেয়েদের বিভিন্ন ধরনের চাকরির জন্য দক্ষ করে তোলার লক্ষ্যেই শুরু হচ্ছে এই প্রকল্প। এই প্রকল্পে যেমন ট্রাডিশনাল চাকরির জন্য মেয়েরা দক্ষ হয়ে উঠবে, তেমনি বিভিন্ন অপ্রচলিত চাকরির জন্য একাধিক প্রশিক্ষণও নিতে পারবে।

মূলত গ্রাফিক্স ডিজাইনিং (Graphics Designing), ড্রোন অ্যাসেম্বলি (Drone Assembly), সিসিটিভি ইনস্টলেশন (CCTV Installation) বা স্মার্টফোন টেকনিশিয়ান (Smartphone Technician) এর মত পেশাদারী বিষয়গুলির প্রশিক্ষণ দেওয়া হবে।
Read More: