আন্তর্জাতিক MSME দিবস উপলক্ষে দেশের যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের উদ্দেশ্যে নয়া উদ্যোগ রাজ্যের। রাজ্যের যুবক-যুবতীদের বিপুল পরিমাণে কর্মসংস্থানের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ই যথেষ্ট উদ্যোগী। এই উদ্দেশ্যে এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনউয়ে ‘যুব আড্ডা’ (Yuva-Adda) উদ্বোধন করেছেন। এর পাশাপাশি লঞ্চ করা হয়েছে একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন।
মূলত ব্যবসায়িক সহায়তা এবং কর্মসংস্থানের প্রচেষ্টাতেই এই উদ্যোগ উত্তরপ্রদেশ রাজ্য সরকারের। কী এই ‘যুব আড্ডা’ (Yuva-Adda)? কারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবে? নতুন এপ্লিকেশনের নাম কী? এই অ্যাপের মাধ্যমে যুবক-যুবতীদের কোন কোন সহায়তা দেওয়া হবে? জানুন বিস্তারিত।
নতুন অ্যাপ এর নাম কী?
উত্তর প্রদেশ রাজ্য সরকারের তরফে MSME (মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ) দিবস উপলক্ষে এই নতুন অ্যাপটি লঞ্চ করা হয়েছে। এর নাম- সিএম যুবা অ্যাপ।
এই অ্যাপের মাধ্যমে কোন কোন সুযোগ সুবিধা দেওয়া হবে?
রাজ্যের বিপুল সংখ্যক যুবক-যুবতীদের কর্মসংস্থান, কেরিয়ার পরামর্শ এবং বিভিন্ন উদ্যোগকে কাজে লাগানোর জন্য একটি ব্রিজ প্লাটফর্ম হিসেবে কাজ করবে সিএম যুবা app। ঐদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের ৯০ লক্ষেরও বেশি MSME ইউনিট এবং ২ কোটিরও বেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। এর পাশাপাশি তিনি এক জেলা, এক পণ্য -উদ্যোগের সাফল্যের কথা চিহ্নিত করেন। বিভিন্ন রিপোর্ট অনুসারে, উত্তর প্রদেশ রাজ্যের স্থানীয় বাজারে তৈরি হওয়া কানৌজের আতর, লখনউয়ের চিকনকারি, আমরোহার ঢোলক এবং পিলিভিটের বাঁশি ইত্যাদি বস্তু পৌছে গিয়েছে বিশ্ববাজারে।
সিএম যুবা অ্যাপের বৈশিষ্ট্য
১) উত্তর প্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী যুবা উদ্যমিতা বিকাশ অভিযানের একটি গুরুত্বপূর্ণ অংশ এই অ্যাপ লঞ্চ।
২) এই অ্যাপের মাধ্যমে রাজ্যের যুবকরা সরকারি প্রকল্প সম্পর্কিত তথ্য, বিনা সুদে ঋণের সুবিধা, প্রশিক্ষণ কর্মসূচি এবং ব্যবসায়িক পরামর্শ ইত্যাদি পাবেন।
৩) ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় উত্তর প্রদেশ রাজ্যের ৫৫,০০০-এর বেশি যুবক ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেয়েছেন সম্পূর্ণ বিনা সুদে।
৪) রাজ্য সরকারের এই প্রকল্প আগামী ১০ বছরের মধ্যে রাজ্যে ১০ লক্ষ মাইক্রো-এন্টারপ্রাইজ স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ করছে।
৫) বর্তমানে এই প্রকল্পের সঙ্গে যুক্ত অ্যাপটি যুবকদের দক্ষতা বৃদ্ধি, আর্থিক সহায়তা ইত্যাদির একক প্লাটফর্ম হিসেবে কাজ করবে।
যুব আড্ডা প্রকল্প
রাজ্যের বিভিন্ন এলাকায় অবস্থিত কর্মসংস্থানহীন যুবক-যুবতীদের বিভিন্ন দক্ষতা প্রদান এবং নেটওয়ার্কিং এর মূল কেন্দ্র হিসেবে কাজ করতে চলেছে লখনউয়ের কিষাণ বাজারে প্রতিষ্ঠিত ‘যুব অড্ডা’। এই কেন্দ্রে প্রশিক্ষণ পাওয়ার পাশাপাশি স্টার্টআপ শুরু করার বিভিন্ন পরামর্শ এবং সহায়তা মিলবে যুবক যুবতীদের। রাজ্যের মুখ্যমন্ত্রী ঐদিন স্পষ্ট ভাবে জানিয়েছেন, “এই যুব আড্ডা প্রতিটি জেলায় প্রতিষ্ঠিত হবে, যাতে রাজ্যের প্রতিটি যুবক উদ্যোক্তা হওয়ার সুযোগ পায় (Yuva-Adda)।”
Read More: