ভারতবর্ষের একাধিক জনপ্রিয় স্মার্টফোনের মধ্যে Apple iphone অন্যতম। Apple প্রতিবারের মতোই তাদের নতুন প্রজন্মের স্মার্টফোন—iPhone 17 সিরিজ বাজারে আনতে চলেছে। এই সিরিজের দুটি প্রধান মডেল রয়েছে: iPhone 17 ও iPhone 17 Pro। প্রতিটি মডেলেই রয়েছে আধুনিক প্রযুক্তি, কিন্তু তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যও রয়েছে।
আজকের প্রতিবেদনে iphone 17 ও 17 pro সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এখান থেকে যেমন এই মডেলের একাধিক ফিচার্স সম্পর্কে জানতে পারবেন, তেমনই আপনার জন্য ঠিক কোন মডেলটি উপযুক্ত হতে চলেছে, সেই বিষয়েও একটি ধারণা করে নিতে পারবেন। তাহলে চলুন, আর বেশি দেরি না করে মডেলদের পার্থক্য বুঝে নেওয়া যাক।
iphone 17 ও iphone 17 Pro এর পার্থক্য
বৈশিষ্ট্য | iPhone 17 | iPhone 17 Pro |
বডি | ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়াম ও গ্লাস | টাইটানিয়াম ও গ্লাস |
ডিসপ্লে | 6.1 ইঞ্চি OLED, 60Hz 6.1 / 6.7 ইঞ্চি | ProMotion LTPO OLED, 120Hz |
চিপসেট | A17 | A17 Pro |
ক্যামেরা সেটআপ | ডুয়াল ক্যামেরা (প্রাইমারি + আল্ট্রা-ওয়াইড) | ট্রিপল ক্যামেরা (প্রাইমারি + আল্ট্রা-ওয়াইড + টেলিফটো) |
LiDAR স্ক্যানার | নেই | আছে |
প্রো ক্যামেরা ফিচার | ProRAW/ProRes সাপোর্ট নেই | ProRAW ও ProRes ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে |
অ্যাকশন বাটন | নেই | আছে |
ব্যাটারি লাইফ | সাধারণ | তুলনামূলক বেশি |
রিফ্রেশ রেট | 60Hz | 120Hz (ডাইনামিক) |
উপযোগিতা | সাধারণ ব্যবহারকারীদের জন্য | প্রফেশনাল বা হেভি ইউজারদের জন্য |
ডিজাইন ও ডিসপ্লে: iPhone 17 ও 17 Pro দেখতে অনেকটা একই রকম হলেও, Pro মডেলটি আরও প্রিমিয়াম ম্যাট টাইটানিয়াম ফিনিশে তৈরি। অপরদিকে iPhone 17 তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম বডিতে। Pro মডেলে থাকতে পারে ProMotion প্রযুক্তিসহ 120Hz রিফ্রেশ রেটের LTPO OLED ডিসপ্লে, যা স্ক্রলিং ও অ্যানিমেশনে অধিক স্মুথনেস দেবে। অন্যদিকে, iPhone 17 এ রয়েছে 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট যুক্ত OLED ডিসপ্লে।
পারফরম্যান্স ও চিপসেট: iPhone 17 A17 চিপসেট দ্বারা চালিত হয় । iPhone 17 Pro-তে রয়েছে উন্নততর A17 Pro চিপসেট, এর ফলে এই মডেলের প্রসেসিং ক্ষমতা আরো দ্বিগুণ বেড়ে যায়। ফলে গেমিং, ভিডিও এডিটিং বা হাই-এন্ড অ্যাপ ব্যবহারের জন্য Pro মডেলটি অধিক উপযোগী।

ক্যামেরা: ক্যামেরার ক্ষেত্রে দুটি মডেল তুখোর হলেও, একাধিক পার্থক্য রয়েছে iphone 17 ও 17 pro এর মধ্যে। iPhone 17 এ রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে একটি প্রাইমারি ও একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। তবে iPhone 17 Pro তে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে টেলিফটো লেন্স এবং LiDAR স্ক্যানার যুক্ত ক্যামেরা সেন্সর রয়েছে। যা পোর্ট্রেট ও নাইট মোড ফটোগ্রাফিতে অসাধারণ সুবিধা দেয়। ফটোগ্রাফিপ্রেমী কিংবা কনটেন্ট ক্রিয়াটারদের জন্য এই মডেলটি একেবারে উপযুক্ত হতে চলেছে।
ব্যাটারি ও অন্যান্য ফিচার: Pro মডেলটি কিছুটা বড় ব্যাটারি থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। পাশাপাশি স্ট্যান্ডবাই মোড ও Pro ফিচার যেমন ProRAW, ProRes ভিডিও রেকর্ডিং ইত্যাদির সাপোর্টও পাওয়া যেতে পারে। এছাড়া, শুধুমাত্র Pro মডেলেই অ্যাকশন বাটনও দেওয়া হতে পারে।
Read More: