Jio Green EV Cycle বিক্রি হচ্ছে মাত্র ৬০০০/- টাকায়! থাকছে বাইকের মত একাধিক ফিচার।
টেলিকম দুনিয়ার পাশাপাশি এবারে ভেইকেল বা যানবাহনের বাজারেও ধামাকা জিওর! জিও কোম্পানির তরফে এবার মাত্র 6000 টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে Jio Green EV Cycle। না জানলে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

টেলিকম দুনিয়ার পাশাপাশি এবারে ভেইকেল বা যানবাহনের বাজারেও ধামাকা জিও-র! মূল্য বৃদ্ধির বাজারে বাড়তে থাকা পেট্রোল-ডিজেলের দামের সাথে তাল মিলিয়ে মধ্যবিত্ত পরিবারগুলির পক্ষে ব্যয়বহুল তেলের গাড়ি কেনা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় জিও কোম্পানির তরফে এবার মাত্র ৬০০০ টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে Jio Green EV Cycle।
গ্রীন এনার্জির (Green Energy) ব্যবহার বাড়িয়ে দূষণমুক্ত পরিবেশ তৈরীর দিকে বারে বারে উৎসাহিত করা হচ্ছে সরকারের তরফে। সেই কারণেই পরিবেশবান্ধব দুর্দান্ত ফিচার যুক্ত ইলেকট্রনিক সাইকেল (Electronic Bicycle) লঞ্চ করল জিও। এই সাইকেলটি আপনাকে ঠিক কোন কোন সুবিধা দিতে পারে, জানেন কি? না জানলে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।
একনজরে Jio Green EV Cycle
ব্যাটারি | 48V লিথিয়াম-আয়ন |
চার্জিং টাইম | মাত্র 2 ঘণ্টা |
একবার চার্জ দিলেই চলবে | 106 কিমি |
স্পিড | 45 কিমি/ঘণ্টা |
দাম | ৬০০০/- টাকা |
Jio Green EV Cycle ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য একেবারে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এই স্মার্ট সাইকেলে। স্টাইলিশ অ্যালয় হুইল, ফুল ফ্রেম ফেন্ডার ও রিফ্লেক্টর স্ট্রিপস এর সাহায্যে এটি মাউন্টেন বাইকের (Mountain Bike) মত সুযোগ সুবিধা দিচ্ছে গ্রাহকদের।
Read More: ব্র্যান্ডের তরফে জানা গেল Redmi K80 Ultra র সম্ভাব্য দাম, জানুন বিস্তারিত।
Jio Green EV Cycle এর অন্যান্য ফিচার
১) নামিদামি ব্রান্ডেড বাইকের মতোই Jio Green EV Cycle এ ডিজিটাল ওডোমিটার রয়েছে। এতে সাইকেলের গতি, ব্যাটারির অবস্থা এবং অন্যান্য একাধিক রেকর্ড প্রদর্শিত হয়।
২) এর পাশাপাশি এই স্মার্ট সাইকেলে থাকছে LED হেডলাইট ওর টেইল লাইট এর ফিচার।
৩) ব্যাটারি স্ট্যাটাস ইন্ডিকেটারের সাহায্যে গ্রাহকেরা ব্যাটারির অবস্থা এক নিমেষে জেনে যেতে পারবেন।
৪) এর পাশাপাশি স্মার্ট সাইকেলে থাকবে ইউএসবি চার্জিং পোর্ট। এর সাহায্যে নিজের কাছে থাকা মোবাইল ফোনটি চার্জ করে নিতে পারবেন গ্রাহকেরা।
৫) প্যাডেল আসিস্ট এবং থ্রটল মোডও দেওয়া হয়েছে এই ই-সাইকেলে।
৬) ব্রেকিং সিস্টেম হিসাবে এতে ব্যবহৃত হয়েছে ফ্রন্ট এবং ব্যাক ডিস্ক ব্রেক।
৭) আর সব থেকে আকর্ষণীয়ভাবে এই সাইকেলে থাকছে অ্যান্টিথেফ্ট লক সিস্টেম।
Jio Green EV Cycle এর দাম এবং ডিসকাউন্ট
Jio Green EV Cycle টি ২৮,০০০/- টাকায় লঞ্চ হয়েছে ভারতীয় বাজারে। তবে এর উপর আকর্ষণীয় ছাড়ের কথা শুনলে একেবারেই চমকে যেতে হয়। আসলে ভারত সরকারের Green Mobility Scheme-এর আওতায় এই সাইকেলটির উপর পাওয়া যেতে পারে ২২,০০০/- টাকা পর্যন্ত সরকারি ভর্তুকি।
তারপরে এই দুর্দান্ত ই-সাইকেলটি কিনে নেওয়া যাবে মাত্র ৬০০০ টাকায়। বর্তমানে জিও-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিংবা নিকটবর্তী জিও ডিলারশিপ এর সাথে যোগাযোগ করে এই সাইকেলটি কিনে নেওয়া যেতে পারে।