Smartphone

5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল Lava Bold N1 Series, দাম মাত্র 5999 টাকা!

ভারতীয় বাজারে লাভা ব্র্যান্ডের নতুন বোল্ড সিরিজ লঞ্চ হল! স্বল্প বাজেটের মধ্যে গ্রাহকদের দুর্দান্ত স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন বরাবরই লঞ্চ করেছে এই কোম্পানি। এবারে একসাথে তাদের দুটি মডেল- LAVA Bold N1 এবং LAVA Bold N1 Pro লঞ্চ করা হলো।

দুর্দান্ত এই স্মার্টফোনের দাম শুরু হচ্ছে মাত্র 5999 টাকা থেকে! অবিশ্বাস্য রকম দামে এই স্মার্টফোনের দুর্দান্ত স্পেসিফিকেশনগুলি বুঝে নিতে অবশ্যই শেষ পর্যন্ত পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

LAVA Bold N1 এবং LAVA Bold N1 Pro এর স্পেসিফিকেশন

১) ডিসপ্লে- LAVA Bold N1 মডেলটিতে 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে সংযুক্ত করা হয়েছে, যা স্মুথ পারফরম্যান্সের জন্য 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ লঞ্চ হল ভারতীয় বাজারে। অপরদিকে LAVA Bold N1 Pro মডেলটি 720×1612 পিক্সেল রেজোলিউশন সহ 6.67-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। এই মডেলটির পারফরম্যান্স আরো ভালো করার জন্য এতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট।

২) পারফরম্যান্স- কম বাজেটে ভালো পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনের বেস মডেলটিতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর ইউনিসোক প্রসেসর। বর্তমানে মডেলটি Android 14 Go Edition এ লঞ্চ করা হয়েছে। অপরদিকে এর প্রো ভার্সনটি এসেছে ইউনিসোক T606 অক্টা কোর প্রসেসরের সাথে। বর্তমানে এই মডেলটি Android 14 দ্বারা পরিচালিত হচ্ছে।

৩) স্টোরেজ অপশন- দুটি মডেলই 4GB RAM এ লঞ্চ করা হয়েছে। পাশাপাশি এর বেস মডেলে থাকছে 64GB স্টোরেজ এবং PRO মডেলটিতে থাকছে 128GB স্টোরেজ অপশন।

৪) ব্যাটারি- LAVA Bold N1 Pro এবং LAVA Bold N1 উভয় মডেলেই 10W চার্জার এর সাথে উচ্চ ক্ষমতা সম্পন্ন 5000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

৫) ক্যামেরা- এই স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এরমধ্যে থাকছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর। অপরদিকে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল সেন্সর। যদিও LAVA Bold N1 স্মার্টফোনটিতে ব্যাক ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ফ্রন্ট প্যানেলে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

READ MORE: জুন মাসে বাংলা বাড়ির, দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা কবে ঢুকবে?

Lava Bold N1 Series -এর দাম

Lava Bold N1 Series এর মধ্যে দুটি মডেল একসাথে লঞ্চ হয়েছে ভারতীয় বাজারে। LAVA Bold N1 মডেলটি লঞ্চ করা হয়েছে মাত্র 6999 টাকায়। গতকাল থেকে অ্যামাজন সাইটে সেল শুরু হয়েছে এই স্মার্টফোনের। যেখানে আমাজনের পক্ষ থেকে 100 টাকা লঞ্চ ডিস্কাউন্টে বিক্রি হচ্ছে মডেলটি। এর ফলে লো বাজেটের এই স্মার্টফোনটি গ্রাহকেরা কিনে নিতে পারবেন মাত্র 5999 টাকার বিনিময়ে।

Miss Basu

সৃষ্টি বসু! WB Tathya সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button