7,999 টাকায় ভারতে লঞ্চ হল Lava Storm Lite 5G, 50MP ক্যামেরার সঙ্গে পাবেন দারুন ফিচার!
মাত্র ৭,৯৯৯ টাকায় Lava Storm Lite 5G – স্বল্প বাজেটেও দুর্দান্ত ৫জি স্মার্টফোন, মিড-রেঞ্জ ফিচারে ঠাসা।৫০MP ক্যামেরা, Dimensity 6400 প্রসেসর ও 120Hz ডিসপ্লে– বাজেট ফোনেও এবার হাই-এন্ড পারফরম্যান্স!

ভারতবর্ষের মোবাইল মার্কেটে এবার ঝড় তুললো সদ্য লঞ্চ হওয়া Lava Storm Lite 5G। দুর্দান্ত এই মডেলটি একেবারেই ভারতবর্ষের নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষদের টার্গেট করে বানানো হয়েছে। বেশিরভাগ সময়েই এই সমস্ত মানুষদের স্মার্টফোনের (Smartphone) প্রয়োজনীয়তা থাকলেও অতিরিক্ত বাজেট (Budget) থাকে না।
সেই কারণেই এই স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ হলো মাত্র 7,999 টাকায়। এত কম রেঞ্জে স্মার্টফোনটি লঞ্চ করা হলেও ভাববে না যে এতে ভালো কোন মোবাইল ফিচারস (Features) থাকবে না। স্মার্টফোনটিতে মিডরেঞ্জ (Mid-range) স্মার্টফোনের অনবদ্য বিভিন্ন ফিচার সংযুক্ত করা হয়েছে।
এমনকি Lava Storm Lite 5G হোটেলে এমন কিছু বিশেষত্ব রয়েছে যা অনেক সময় মিড রেঞ্জের স্মার্টফোনেও থাকে না। তাই স্বল্প বাজেটের মধ্যে দুর্দান্ত স্মার্ট ফোন কেনার ইচ্ছে থাকলে আজকের প্রতিবেদনটি পড়ে জেনে নিন এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।
Lava Storm Lite 5G দাম ও অফার
লাভা ব্র্যান্ডের দুর্দান্ত স্মার্টফোনটি ইতিমধ্যেই ভারতীয় বাজারের লঞ্চ হয়েছে অত্যন্ত কম দামে। গ্রাহকেরা এর 8GB RAM ও 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি বর্তমানে কিনতে পারবেন। তবে আপনার যদি এই মুহূর্তেই একটি স্মার্টফোন দরকার হয় এবং আপনার বাজেট যদি সীমিত থাকে তাহলে অবশ্যই আর মাত্র কিছুদিন অপেক্ষা করে যান।
জুন মাসের 19 তারিখে Lava Storm Lite 5G মডেলটির সেল শুরু হচ্ছে ভারতীয় বাজারে। Lava-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন অফলাইন রিটেল স্টোরে গেলেই এই স্মার্ট ফোনটি কিনতে পারবেন।
Lava Storm Lite 5G -র স্পেসিফিকেশন
ডিসপ্লে- লো বাজেটের স্মার্টফোন হওয়া সত্বেও এই মডেলটিতে রয়েছে ৬.৭৫ ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যা ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্মার্টফোনটি স্মুথ স্ক্রলিং এবং গেমপ্লে -র জন্য অন্যতম হতে চলেছে।
পারফরম্যান্স ও প্রসেসর- দুর্দান্ত এই স্মার্টফোনটির কম বাজেটেও ভালো পারফরম্যান্সের জন্য এতে থাকছে MediaTek Dimensity 6400 চিপসেট। সত্যি বলতে লো বাজেট সেগমেন্টে এই প্রসেসর এর আগে এখনো পর্যন্ত ভারতে আসেনি।
স্টোরেজ- স্মার্টফোনটিতে ৪GB RAM এর সঙ্গে ৪GB ভার্চুয়াল RAM দেওয়া হয়েছে। এর ফলে গ্রাহকদের স্টক ডাটা স্টোরিং বা আগের অ্যাপ খুলে রাখাতেও কোন সমস্যা হবে না।
ক্যামেরা- ক্যামেরা কোয়ালিটির দিক থেকেও এই স্মার্টফোনটি এত কম দামে একটা নজির তৈরি করছে। মডেলটিতে থাকছে, ৫০MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি ২MP সেকেন্ডারি সেন্সর। ব্যাক প্যানেলের ডুয়েল ক্যামেরা সেটাপের সঙ্গে এর ফ্রন্টেও থাকছে ৫MP ক্যামেরা সেন্সর।
ব্যাটারি- কোন মেড রেঞ্জার স্মার্টফোনের মত লো বাজেটের এই মডেলে ব্যবহার করা হয়েছে 15W চার্জিং সাপোর্ট সহ 5000mAh এর দুর্দান্ত ব্যাটারি। স্মার্টফোনের কর্মদক্ষতা অনুসারে এই ব্যাটারিতে একবার সার্চ করলে গোটা দিনের জন্য নিশ্চিন্ত থাকতে পারবেন গ্রাহকরা।
আরও পড়ুন:-