10,000 টাকার কম দামে এবার পাবেন প্রিমিয়াম সেগমেন্টের Nothing Phone 3, সীমিত সময়ের অফার জেনে নিন এখনই
লঞ্চ হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে এক ধাক্কায় 10,000 টাকা কমে গিয়েছে Nothing Phone 3 র মূল্য। এই বিশেষ অফার ডিটেলস সম্পর্কে বিস্তারিত তথ্য এবং স্মার্টফোনটির বিশেষত্ব সম্পর্কে আলোচনা রইল আজকের প্রতিবেদনে...

চলতি মাসেই ভারতীয় বাজারে লঞ্চ হয়েছিল Nothing Phone 3 স্মার্টফোন। এই ব্র্যান্ডের সবচেয়ে দামি এবং শক্তিশালী স্মার্টফোন হিসেবে এই ফোনটি লঞ্চ হয়েছে ভারতীয় বাজারে। স্মার্টফোনটি লঞ্চ হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে এক ধাক্কায় 10,000 টাকা কমে গিয়েছে ফোনটির মূল্য। এই বিশেষ অফার ডিটেলস সম্পর্কে বিস্তারিত তথ্য এবং স্মার্টফোনটির বিশেষত্ব সম্পর্কে আলোচনা রইল আজকের প্রতিবেদনে। আপনি যদি অদূর ভবিষ্যতে একটি দুর্দান্ত শক্তিশালী স্মার্টফোন কেনার জন্য আগ্রহী হয়ে থাকেন, তাহলে samsung বা অন্যান্য নামি দামি ব্র্যান্ডের সঙ্গে তুলনা করে দেখতে পারেন Nothing Phone 3 স্মার্টফোনটি।
Nothing Phone 3 এর অফার মূল্য
ভারতীয় বাজারে লঞ্চের সময় এই স্মার্টফোনটি মোট দুটি ভেরিয়ান্টে লঞ্চ করা হয়েছিল। যেখানে এর বেস মডেল হিসাবে 12GB RAM + 256GB Storage এবং টপ মডেল হিসাবে 16GB RAM + 512GB Storage বিকল্পগুলি লঞ্চ করা হয়। এর মধ্যে প্রথম মডেলটি 79,999 টাকায় এবং দ্বিতীয় মডেলটি 89,999 টাকায় পেশ করা হয়েছিল। বর্তমানে দুটি ভেরিয়েন্টের উপরেই 10000 টাকা করে সুপার ডিসকাউন্ট অফার চালু করা হয়েছে। এরপরে স্মার্ট ফোন দুটির দাম যথাক্রমে 69,999 ও 79,999 টাকা হয়ে গিয়েছে। বর্তমানে এই দুর্দান্ত ডিসকাউন্ট এর ফলে স্মার্টফোনটির সেলিং প্রাইস যথেষ্ট পরিমাণে কমে গিয়েছে।
কোম্পানির তরফ থেকে 10,000 টাকার গ্র্যান্ড ডিস্কাউন্টের পাশাপাশি গ্রাহকেরা ICICI Bank Credit Card এর অতিরিক্ত অফার পেয়ে যাবেন। তবে এই কথা মাথায় রাখতে হবে, 24 জুলাই থেকে শুরু হওয়া এই অফারটি চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। তাই সীমিত সময়ের এই অফার মূল্যে স্মার্টফোনটি কিনতে হলে সবার আগে জেনে নিতে হবে এর ফিচার এবং স্পেসিফিকেশন গুলি।
Nothing Phone 3 স্পেসিফিকেশন
১) ডিজাইন- স্মার্টফোনটি তাদের ইউনিট ডিজাইন ফ্রেন্ড বজায় রেখে ট্রান্সপারেন্ট ব্যাক ডিজাইনের সঙ্গে লঞ্চ হয়েছে ভারতের বাজারে। ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে three-column grid। এর ফলে স্মার্টফোনটি জিওমেট্রিক্স স্টাইল এর দুর্দান্ত প্রিমিয়াম লুক দেয়। পাশাপাশি এর স্টাইল কে আরো অ্যাডভান্স করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে Glyph Matrix ও রেড রেকর্ডিং লাইট। পাশাপাশি এতে রয়েছে Glyph Toys, টর্চ, ক্যামেরা কাউন্টডাউন, বেডটাইম শিডিউল, ভলিউম ইনডিকেটর ও নোটিফিকেশন সহ Flip to Glyph ফিচার।
২) ডিসপ্লে- প্রিমিয়াম লুকের ফ্ল্যাগশিপ এই মডেলটিতে 1260 x 2800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির 1.5k ডিসপ্লে রয়েছে। এর ফ্রন্ট প্যানেলে রয়েছে AMOLED পাঞ্চ হোল স্ক্রীন, 120Hz রিফ্রেশ রেট, 1000Hz টাচ স্যাম্পেলিং রেট, 2160Hz PWM ফ্রিকোয়েন্সি ও 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট।
৩) প্রফেসর ও পারফরমেন্স- Nothing Phone 3 মডেলটির দুর্দান্ত পারফরমেন্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 4 অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরের মধ্যে 3.0GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A720 পারফরমেন্স কোর ও 3.2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-X4 প্রাইম কোরের সঙ্গে 3.21GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Kryo এর দুর্দান্ত চিপসেট।
৪) ক্যামেরা কোয়ালিটি- নাথিং এর প্রিমিয়াম সেগমেন্টের এই মডেলটির ব্যাক প্যানেল রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে প্রাইমারি ক্যামেরা সেন্সর হিসাবে পাওয়া যাচ্ছে এফ/1.68 অ্যাপার্চারযুক্ত 50MP OIS সেন্সর। পাশাপাশি রয়েছে এফ/2.68 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP পেরিস্কোপ লেন্স এবং 114˚ FOV সাপোর্টেড 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। অপরদিকে ফ্রন্ট প্যানেলের পাঞ্চ হোল সেগমেন্টে রয়েছে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 50MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
৫) ব্যাটারি- দুর্দান্ত পারফরমেন্স এবং ক্যামেরা কোয়ালিটির পাশাপাশি এর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5,500mAh ব্যাটারি। এই ব্যাটারির দ্রুত চার্জার জন্য ফোনটিতে ফাস্ট চার্জিং ফিচার হিসেবে থাকছে 65W চার্জিং সাপোর্ট। কোম্পানির দাবি অনুসারে, স্মার্টফোনটি 1% থেকে 100% চার্জ হতে সময় লাগে মাত্র 50 মিনিট। পাশাপাশি এতে রয়েছে ওয়ারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট।
Nothing Phone 3 স্মার্টফোনের অন্যান্য ফিচারস
ব্র্যান্ডের প্রথম প্রিমিয়াম সেগমেন্টের এই মডেলটিতে উপরে উল্লেখিত একাধিক স্পেসিফিকেশনের পাশাপাশি রয়েছে অতিরিক্ত আধুনিক ফিচারস। যার মধ্যে অন্যতম, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং, 3x অপটিক্যাল এবং 60x আলট্রা জুম সাপোর্ট ফেসিলিটি, 60fps ফ্রেম রেটে 4K Ultra XDR ভিডিও রেকর্ড করার সুবিধা, 15W ওয়্যারলেস চার্জিং ফিচার, স্টেবল কানেক্টিভিটির জন্য 19 5G Bands সাপোর্ট, জন্য ডুয়েল স্টেরিও স্পিকার সংযোজন ইত্যাদি।