Smartphone

200MP DSLR ক্যামেরার সাথে লঞ্চ হল Redmi Note 12 Ultra, জেনে নিন এর দাম এবং স্পেসিফিকেশন

রেডমি তাদের ব্র্যান্ড নিউ প্রিমিয়াম মডেল স্মার্ট ফোন লঞ্চ করেছে। এই Redmi Note 12 Ultra নামক দুর্দান্ত মডেলটিতে রয়েছে DSLR ক্যামেরা এবং একাধিক গুরুত্বপূর্ণ ফিচার। তাই এই মডেল সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে সঠিক তথ্য বিশদে জেনে নিন।

স্মার্টফোনের বাজারে প্রতিদ্বন্দ্বিতা ততই তুখোর হচ্ছে। আর এমন সময়ই রেডমি তাদের ব্র্যান্ড নিউ প্রিমিয়াম মডেল স্মার্ট ফোন লঞ্চ করেছে। এই Redmi Note 12 Ultra নামক দুর্দান্ত মডেলটিতে রয়েছে DSLR ক্যামেরা এবং একাধিক গুরুত্বপূর্ণ ফিচার। গ্রাহকরা অবশ্যই 5G কানেক্টিভিটির একটি প্রিমিয়াম ব্রান্ডেড স্মার্টফোন দরকার হলে Redmi Note 12 Ultra মডেলটি বেছে নিতে পারেন।

এর দুর্দান্ত ক্যামেরা, হাই কোয়ালিটি পারফরম্যান্স, ফার্স্ট চার্জিং ক্যাপাসিটি এবং ডিজাইন ও একাধিক স্পেসিফিকেশন মিলিয়ে এই স্মার্টফোনটি হয়ে উঠেছে অনবদ্য। তাই এই মডেল সম্পর্কে বিস্তারিত তথ্য অর্থাৎ এর বিভিন্ন স্পেসিফিকেশন এবং দাম ও অফার সম্পর্কে সঠিক তথ্য বিশদে জেনে নিন।

Redmi Note 12 Ultra স্পেসিফিকেশন

১) ডিসপ্লে- Redmi Note 12 Ultra স্মার্টফোনটি Full HD Plus AMOLED ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। এটিতে রয়েছে 120Hz রিফ্রেস রেট সহ 6.67-inch সুপার স্মুথ টাচস্ক্রিন। যার ফলে অ্যানিমেশন, স্ক্রলিং কিংবা ভিডিও গেমিং এর ক্ষেত্রে এই স্মার্ট ফোন যথেষ্ট ভালো ফল দেবে।

২) পারফরম্যান্স- প্রিমিয়াম ব্র্যান্ডের এই স্মার্টফোনটির পারফরমেন্স ঠিকঠাক রাখার জন্য এতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 4th Generation 1 processor। এর ফলে স্মার্টফোনটি মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে খুব ভালো ফলাফল দেবে।

৩) স্টোরেজ অপশন- মডেলটি লঞ্চ হয়েছে 8GB ও 12GB RAM অপশনের সাথে। এর পাশাপাশি এর মেমোরি হিসেবে থাকছে 128GB, 256GB, ও 512GB র ভ্যারিয়েন্ট। গ্রাহকেরা নিজের পছন্দমত RAM এবং স্টোরেজ অপশন বেছে নিতে পারবেন।

৪) ক্যামেরা- Redmi Note 12 Ultra 5G মডেলটি নিঃসন্দেহে একটি মডেল হিসাবে তুলে ধরা হয়েছে। এই স্মার্টফোনটিতে থাকছে 200MP DSLR ক্যামেরা সেন্সর। পাশাপাশি মডেলটির ফ্রন্ট সেকশনে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য যুক্ত করা হয়েছে 32MP র দুর্দান্ত সেনসার। স্বাভাবিকভাবেই মডেলটি বিভিন্ন ফটো একিউরেট ভাবে ক্লিক করতে পারবে।

৫) ব্যাটারি- স্মার্টফোনটির ক্যামেরা পারফরম্যান্স এবং মাল্টি টাস্কিং এর বিভিন্ন কাজ সুষ্ঠুভাবে করার জন্য প্রয়োজন হবে একটি দুর্দান্ত ব্যাটারির। পাওয়ার ব্যাকআপের জন্য এই মডেলটিতে 8000mAh এর উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি গ্রাহকদের যাতে এত বড় ব্যাটারি চার্জ করতে কোন রকম সমস্যা না হয়, তার জন্য এতে থাকছে 120W ফাস্ট চার্জিং টেকনোলজি।

Redmi Note 12 Ultra 5G র দাম

রেডমি নোট সিরিজের পরবর্তী এই দুর্দান্ত স্মার্টফোনটি চিনা বাজারে সম্পত্তি লঞ্চ হয়েছে। লঞ্চের পর এই মডেলটি আগামী কিছুদিনের মধ্যেই বাজারেও লঞ্চ হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। চাইনিজ মার্কেটে এই স্মার্টফোনের দাম অনুসারে বাজারে এর দাম হবে প্রায় 30,315 টাকা। অর্থাৎ বাজার অনুসারে মিড রেঞ্জের মধ্যেই আসতে চলেছে Redmi Note 12 Ultra।

Miss Basu

সৃষ্টি বসু! WB Tathya সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button