এই বছরের শুরুতেই ভারতীয় বাজারের লঞ্চ হয়েছিল Galaxy S25 Edge, যদিও এই ডিভাইসটি খুব বেশি জনপ্রিয়তা পায়নি। তবে এবার Galaxy S26 সিরিজেও Edge মডেলটি অ্যাড করা হয়েছে। সম্প্রতি GSMA-এর IMEI ডেটাবেসে Galaxy S26 Edge ও Galaxy S26 Ultra ফোন দুটি প্রকাশ্যে এসেছে। আগামী বছরেই একসাথে এই দুটি মডেল লঞ্চ হতে চলেছে।
মডেল দুটিতে কী কী স্পেশাল ফিচার থাকছে? কবে ভারতের লঞ্চ হচ্ছে স্যামসাংয়ের নতুন S26 সিরিজ? জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।
IMEI ডেটাবেসে Samsung Galaxy S26 Edge ও Galaxy S26 Ultra
Samsung Galaxy S26 Edge এর মডেল নম্বর SM-S947U ও Galaxy S26 Ultra এর মডেল নম্বর SM-S948U এবং SM-S948N, যা সম্প্রতি IMEI ডেটা বেঁচে প্রকাশিত হয়েছে। এখানে ‘U’ মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্সন, আর ‘N’ মডেলটি দক্ষিণ কোরিয়ার জন্য রয়েছে। এই খবর থেকে বোঝা যাচ্ছে, এই দুটি মডেল একসাথে লঞ্চ হতে চলেছে ভারতীয় বাজারে। তবে এখনো পর্যন্ত এই সিরিজের গ্যালাক্সি S26 বা S26 প্লাস সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ্যে আসেনি।
Samsung Galaxy S26 Edge ও Galaxy S26 Ultra এর ফিচার
Samsung এর এই নতুন স্মার্টফোনের হাত ধরে আবারও তাদের ডুয়াল-চিপ কৌশল ফিরতে পারে বলে মনে করছেন অনেকেই। এবার samsung এর এই দুটি মডেলেই একসাথে স্ন্যাপড্রাগন ও স্যামসাংয়ের নিজস্ব চিপ সহ লঞ্চ হতে পারে বলে খবর রয়েছে। একটি কোরিয়ান রিপোর্ট থেকে জানা যায়, এশিয়া এবং ইউরোপের বাজারে Galaxy S26, S26+, এবং S26 Edge মডেল তিনটি এক্সিনস ২৬০০ চিপ সহ লঞ্চ হবে। অপরদিকে Galaxy S26 Ultra মডেলটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ এর উন্নত ভার্সন।

Samsung এর এই ফ্ল্যাগশিপ সিরিজে ব্যবহার করা হতে পারে সিলিকন-কার্বন ব্যাটারি। সিলিকন-কার্বন ব্যাটারি সাধারণ চিরাচরিত লি-আয়ন ব্যাটারির তুলনায় অনেক বেশি সুরক্ষিত এবং সাশ্রয়ী। অন্যান্য ব্যাটারির ক্ষেত্রে যেমন ওভার হিটিং এর একটি সমস্যা থাকে, সেই সমস্যা এই ব্যাটারিতে কোনভাবেই দেখা যায় না। এই খবর প্রকাশ্যে আসতেই, samsung যে তাদের মডেলের ডিজাইনের উপর গুরুত্ব না দিয়ে এর পাওয়ার ক্যাপাসিটির উপর গুরুত্ব দিচ্ছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে।
সম্পতি এই সিরিজ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে, যেখানে জানা যাচ্ছে স্যামসাঙ 2026 সালের Ultra ফ্ল্যাগশিপ মডেলে ‘Colour-filter-on-thin-film-encapsulation’ (CoE) ফিচার ব্যাবহার করতে পারে। এই টেকনোলজির সাহায্যে মূলত OLED এর পোলারাইজার প্লেটের পরিবর্তে এক ধরনের কালার ফিল্টার ব্যাবহার করা হয়। যার ফলে Pixel Define Layer (PDL) এর কালো রঙের পরিবর্তন করা হয়। যার জন্য ফোনের স্ক্রিনের থিকনেস কম হয় এবং লাইট ট্রান্সমিটেন্স বাড়াতে সাহায্য করে।
Read More: