7th Pay Commission DA Hike 2025: জুলাই মাস থেকে, সরকারি কর্মীদের ৫৮% DA নিশ্চিত!
সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য জুলাই থেকে ৫৮% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির সুখবর আসছে। অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার আগে ডিএ বাড়িয়ে বেতনও বাড়বে প্রায় ৯০০ টাকা মাসে। চূড়ান্ত ঘোষণা সেপ্টেম্বরে হতে পারে এবং ২০২৬ থেকে নতুন পে কমিশন কার্যকর হবে বলে আশা।

সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এবার বড় সুখবর ঘোষণা করল সরকার। বহুদিন ধরে একাধিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যার আশায় দিন গুনছিলেন সরকারি কর্মচারীরা, তা এবার পূরণের পথে। সরকারি কর্মচারী এবং টেনশনভোগীদের জন্য বাড়তে চলেছে মহার্ঘ ভাতার পরিমাণ। এবার থেকে আর অল্প মহার্ঘ ভাতা নয়, সরাসরি ৫৮ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি সমস্ত কর্মচারী।
আপনি যদি সরকারের যেকোনো দপ্তরের কর্মচারী অথবা অবসরপ্রাপ্ত পেনশনভোগী ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই দুর্দান্ত সুখবর। ২০২৫ সালের জুলাই মাসে অবশেষে সরকারি কর্মচারীদের সমস্ত স্বপ্নপূরণ হতে চলেছে। দীর্ঘদিনের সরকার ও কর্মচারী সমস্যার কি তাহলে এবার অবসান ঘটতে চলেছে? জানুন বিস্তারিত।
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একাধিক দপ্তরের সরকারি কর্মচারী এবং পেনশন ভোগী মানুষদের জন্য সুখবর ঘোষণা হতে চলেছে। ইতিমধ্যেই সপ্তম পে কমিশন পেরিয়ে অষ্টম পে কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে আবার কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধির বিষয় নিয়েও শুরু হয়েছে আলোচনা। এবারে কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মচারীদের জন্য আরও ৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে মহার্ঘ ভাতা।
মহার্ঘভাতা বৃদ্ধি ও AICPI এর সম্ভাবনা সূচক
সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন মানুষের ভোগ্য পণ্যের মূল্য বৃদ্ধির হিসাব করে এটি সূচক প্রস্তুত করা হয় সরকারের তরফে। এই সূচককে AICPI (All India Consumer Price Index) বলা হয়ে থাকে। এক কথায় বলতে গেলে, এই সূচকের উপর নির্ভর করেই কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে।
শুধুমাত্র কেন্দ্রেরই নয়, বরং রাজ্য সরকারের মহার্ঘভতার পরিমাণও এই সূচকের উপর নির্ভর করেই নির্ধারণ করা হয়। এই বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত AICPI-এর ইন্ডিকেশন অনুসারে, আবারো তিন শতাংশ মহার্ঘভাতা বাড়তে পারে কেন্দ্রীয় কর্মচারীদের।
এখনো পর্যন্ত জুন মাসের AICPI রিপোর্ট প্রকাশিত না হলেও, মে মাস পর্যন্ত হিসাব অনুসারে প্রায় ৫৮% DA হতে পারে কেন্দ্রের কর্মচারীদের। অর্থাৎ এই মূল্যবৃদ্ধি পরীক্ষা করে বোঝা যায়, জুলাই মাসের মধ্যেই এই সুযোগ ৫৮ শতাংশ পার করতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই কেন্দ্রের কর্মচারীদের মহার্ঘ ভাতা যে এবারে আরো বাড়ানো হবে, সেই বিষয়ে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা।
জুলাই মাসে মহার্ঘ ভাতার বৃদ্ধি
কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা বর্তমানে ৫৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। যদিও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা এর থেকে বহু গুণে কম মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। তবে এবারে আবারো কেন্দ্রের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে। AICPI ট্রেন্ড অনুযায়ী এটি ৫৮% এ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ৫৫ শতাংশ থেকে আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে এক ধাক্কায়।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের প্রতিবছর দুইবার করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। সেই হিসাব অনুসারে এবারে আরও ৩ শতাংশ ডিএ বাড়ানো হতে চলেছে। কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের কর্মচারীদের বেতনের একটি গুরুত্বপূর্ণ অংশ এই মহার্ঘ ভাতা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ার পাশাপাশি বেতনের পরিমাণেও বৃদ্ধি দেখা দেবে।
তবে বর্তমানে সপ্তম বেতন কমিশন অনুসারে মূল বেতনের পরিমাণ বাড়ানো হচ্ছে না, তার আগেই মহার্ঘ ভাতা বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। কর্মচারীদের মূল বেতন বাড়ানোর উদ্দেশ্যে এই বছরের মধ্যেই অষ্টম পে কমিশনের সমস্ত কার্যকলাপ শেষ হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মহার্ঘভাতা বৃদ্ধির ফলে কতটা বেতন বাড়বে?
একজন কেন্দ্রীয় সরকারের কর্মচারীর সপ্তম পে কমিশন অনুসারে মূল বেতন যদি ৩০,০০০ টাকা হয়ে থাকে, তাহলে বর্তমানে ৫৫ শতাংশ মহার্ঘ ভাতার হিসাবে, তার ডিএ এর পরিমাণ হবে ১৬,৫০০ টাকা। এই মহার্ঘ ভাতার পরিমাণ আরও তিন শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮ শতাংশে গিয়ে দাঁড়ালে, তার মোট মহার্ঘ ভাতার পরিমাণ হবে ১৭,৪০০ টাকা।
অর্থাৎ বর্তমান বেতনের সাথে নতুন মহার্ঘ ভাতা যোগ হয়ে প্রতি মাসে ৯০০ টাকার বেতন বৃদ্ধি হবে ওই কর্মচারীর। এইভাবেই বার্ষিক ১০,৮০০ টাকা বেশি পাবেন কেন্দ্রের ওই বেতন ক্রমের কর্মচারীরা।
কবে থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন কর্মীরা?
এখনো পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হয়নি কেন্দ্রীয় সরকারের তরফে। তবে বিগত কয়েক বছরের ট্রেন্ড অনুসারে, জুলাই মাস থেকে এই কার্যকলাপ শুরু হলে আনুষ্ঠানিকভাবে সেপ্টেম্বর বা অক্টোবর মাসেই বর্ধিত ডিএ এর পরিমাণ ঘোষণা হতে পারে। প্রতিবছরের মতো এই বছরেও জুন মাস পর্যন্ত সূচক জানা গেলে বিগত ছয় মাসের গড় সূচকের উপর ভিত্তি করেই মহার্ঘভাতার পরিমাণ গণনা করা হবে।
কবে থেকে অষ্টম বেতন কমিশন অনুসারে বেতন পাবেন কেন্দ্রের কর্মচারীরা?
কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর অনুসারে, ২০২৬ সালের প্রথম তারিখ থেকেই নতুন বেতন কমিশনের আওতায় বেতন পাবেন কেন্দ্রের কর্মচারীরা। নতুন কমিশন আসলে মহার্ঘ ভাতার পরিমাণও নতুন করে গণনা করা হবে। এছাড়াও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা গুলিও নতুন বেতন কমিশনের উপর ভিত্তি করেই পুনরায় নির্ধারণ করা হবে।