Airtel Jio & Vi 365 Days Savings Plan: বর্তমান সময়ে মোবাইল ফোন একটি জরুরী উপাদান হিসাবে ধরা হয়। মোবাইল ফোনের সাহায্যে মানুষ নিজের আত্মীয় পরিচিতদের সঙ্গে যেমন যোগাযোগ রক্ষা করে তেমনি মানুষকে নিজের কাজ চালানোর জন্য এই যন্ত্রটির ব্যবহার করতে হয়।
কেবলমাত্র মোবাইল ফোনটি থাকলেই হবে না তার সঙ্গে যোগাযোগ সংযোগের জন্য নির্দিষ্ট কোম্পানির পরিষেবা তাকে গ্রহণ করতে হয় এবং সেটির করার জন্য একাধিক কোম্পানি আছে। এই কোম্পানিগুলি বিভিন্ন রিচার্জের মাধ্যমে সংযোগের পরিষেবা প্রদান করে থাকে। মানুষ যোগাযোগ রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা সহ প্ল্যান রিচার্জ করে তা ব্যবহার করতে বাধ্য হয়।
এই পরিষেবার মধ্যে কেবল যে টকটাইম থাকে তা নয় তার পাশাপাশি ইন্টারনেট সহ আরো অন্যান্য বিভিন্ন ধরনের পরিষেবা কোম্পানিগুলির তরফ থেকে রাখা হয়েছে। এই পরিষেবার ক্ষেত্রে যে টাকা দিয়ে রিচার্জ করতে হয় সেটি নির্ভর করছে যেমন সুযোগ-সুবিধার উপর, তেমনি কতদিন এই সুযোগ সুবিধা মানুষ নিতে চায় তার সময় সীমার উপর।
রিচার্জ (Recharge) এর ক্ষেত্রে মাসিক বা ৮৪ দিন বা এক বছরের পর্যন্ত বিভিন্ন সময়সীমার প্ল্যান (Yearly Plan scheme) আছে। এই পরিষেবা যেমন পোস্ট পেড (Post paid) আছে অর্থাৎ সুবিধা ব্যবহার করার পরে মাসের শেষে তার জন্য ধার্য বিল কোম্পানিকে গ্রাহকদের মেটাতে হয় অথবা গ্রাহকরা যতদিন চাইবে তার জন্য অগ্রিম টাকা দিয়ে রিচার্জের মাধ্যমে অর্থাৎ prepaid পরিষেবা গ্রহণ করতে পারবে, সেটিরও অপশন আছে।
বর্তমানে ভারতে বিভিন্ন মোবাইল সংযোগকারি সংস্থা এই পরিষেবা প্রদান করে থাকে। যেমন Airtel, Jio, vi ইত্যাদি।
TRAI এর নির্দেশ অনুযায়ী প্ল্যানের বদল সম্বন্ধে জেনে নিন-
২০২৫ সালের প্রথমে ট্রাই (TRAI- telecom regulatory authority of India) এর তরফ থেকে সমস্ত টেলিকম সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে যে এমন কিছু বাজেট ফ্রেন্ডলি রিচার্জ চালু করতে হবে যাতে ইন্টারনেট ছাড়াও মোবাইল নম্বর সচল গ্রাহকরা রাখতে পারেন।
যারা প্রবীণ নাগরিক যারা এই সমস্ত ইন্টারনেটের ব্যবহার করেন না শুধুমাত্র কথা বলার জন্য অর্থাৎ টকটাইম হিসাবে মোবাইল ফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ইন্টারনেটের জন্য অযথা বেশি রিচার্জ এর ভার বহন করা সমস্যা জনক কারণ সেটি তাদের কোন কাজে লাগবে না, তাদের কথা মাথায় রেখেই প্রধানত এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Airtel, jio এবং vi এই নির্দেশ মেনে কিছু সাশ্রয় ী প্ল্যান চালু করেছে, যার মধ্যে থাকবে কেবলমাত্র আনলিমিটেড কল, নির্দিষ্ট সংখ্যক এসএমএস এর সুবিধা, নিখরচায় রোমিং এর ব্যবহার, তবে ইন্টারনেটের কোন সুযোগ থাকবে না ফলে খরচও কম হবে।
রিচার্জ প্ল্যান (recharge plan) নিয়ে বিস্তারিত তথ্য-
প্রথমে এয়ারটেল (AirTel) সম্বন্ধে জেনে নিন-
এই সংস্থা ৮৪ দিনের (84 Days Plan) যে প্ল্যান নিয়ে এসেছে তার জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৪৬৯ টাকা। এতে গ্রাহকরা আনলিমিটেড কল পাবেন তার সঙ্গে পাবেন ৯০০ টি এস.এম.এসের (SMS) সুবিধা তবে এতে রোমিংয়ের (Roaming) ব্যবস্থা ফ্রি থাকলেও ইন্টারনেট থাকবে না।
একটি বড় সুবিধা হল সাশ্রয়ী প্যাক (saving plan) হিসাবে ৩৬৫ দিনের এই প্ল্যানটি (365 Days Plan)। এতে গ্রাহকরা এক বছরের জন্য আনলিমিটেড কল পাবেন প্রত্যেক মাসে ৩০০ টি ফ্রি এসএমএস (SMS) হিসাবে মোট এক বছরে ৩৬০০ এসএমএস করতে পারবেন এটা ইন্টারনেট নেই, রোমিং ফ্রি থাকবে তবে এর মূল্য ১৮৪৯ টাকা।
যে সমস্ত গ্রাহকরা শুধুমাত্র কথা বলার জন্য ফোন ব্যবহার করেন তাদের জন্য airtel এর এই প্ল্যানটি এক বছরের জন্য একদম দমদার প্ল্যান হিসেবে রিচার্জ করতে পারবেন, এটি আপনার জন্য যথেষ্ট সাশ্রয়ী হবে।
Jio কোম্পানি যে ফেসিলিটি গ্রাহকদের জন্য এনেছে তা হল-
৮৪ দিনের প্ল্যানে (84 Days Plan) জিও কোম্পানি রেখেছে আনলিমিটেড কল সাথে ১০০০ টি এসএমএস ফ্রি এর সঙ্গে পাবেন রোমিং ফ্রি ইন্টারনেটের অতিরিক্ত চার্জ আপনাকে বহন করতে হবে না এবং এর জন্য মূল্য রাখা হয়েছে ৪৪৮ টাকা।
এক বছরের জন্য যে রিচার্জ প্যাক রাখা হয়েছে তা হলো ৩৩৬ দিনের একটি প্ল্যান (336 Days Plan) এর জন্য মূল্য রাখা হয়েছে ১৭৪৮ টাকা এতে আপনি পাবেন আনলিমিটেড কল প্রত্যেক মাসে ৩০০ টি করে মোট ৩ হাজার ৩৬০০ টি এসএমএস সারা বছরে ফ্রী পাবেন। এতেও থাকছে রঙিন ফ্রী এবং ইন্টারনেটের জন্য অতিরিক্ত খরচ বহন করতে হবে না। হিসাব অনুযায়ী এয়ারটেলের তুলনায় ১০০ টাকা কম খরচে জিও এই সুযোগ-সুবিধা গ্রাহকদের জন্য রেখেছে।
Vi কোম্পানি গ্রাহকদের জন্য যে পরিষেবা রেখেছে তা হল-
84 দিনের প্ল্যান (84 Days Plan) হিসাবে এই রিচার্জের জন্য আপনাকে বহন করতে হবে ৪৭০ টাকা এতে আপনি পাবেন আনলিমিটেড কল ১০০০ টি এসএমএস ফ্রি রোমিং ফ্রি ইন্টারনেটের জন্য খরচ বহন করতে হবে না।
৩৬৫ দিনের যে প্ল্যান (365 Days Plan) রাখা হয়েছে তার খরচ হবে ১৮৪৯ টাকা এতে আনলিমিটেড কল পাওয়া যাবে তার সঙ্গে এসএমএস এর ক্ষেত্রেও পূর্ববর্তী কোম্পানিগুলোর মতোই সুযোগ সুবিধা গ্রাহকরা পাবেন ইন্টারনেট এবং রোমিংয়ের ক্ষেত্রেও একই পরিষেবা এই সংস্থাও রেখেছে। অর্থাৎ এই সংস্থা গ্রাহকদের জন্য যথেষ্ট শাস্ত্রই বলে মনে করা হচ্ছে কারণ অন্যান্য কোম্পানির থেকে এই কোম্পানির রিচার্জ করলে গ্রাহক একই সুযোগ সুবিধা তুলনামূলক কম টাকায় ব্যবহার করতে পারবেন।
ভারতীয় বাজারে কোন কোম্পানি এগিয়ে আছে দেখে নিন
ট্রাই এর ২০২৫ এর রিপোর্ট যদি দেখা হয় তাহলে বোঝা যাবে-
Vi কোম্পানি প্রায় 2 লক্ষ গ্রাহক হারিয়েছে এর পাশাপাশি বিএসএনএল (BSNL) এক লক্ষ 35 হাজার গ্রাহক হাতছাড়া করেছে।
সেই সুযোগে জিও (Jio) এবং এয়ারটেল (AirTel) তুলনামূলক ভালো পরিষেবা ও যোগাযোগ উন্নতি করার জন্য গ্রাহকের সংখ্যা বাড়িয়ে নিয়েছে।
অন্য কোম্পানি গুলির তুলনায় জিও এবং এয়ারটেলে রিচার্জের বাড়তি খরচা থাকলেও মানুষ কোনরকম বাধা-বিপত্তি ছাড়া মানুষ যাতে ভালোভাবে মোবাইল ফোন ব্যবহার করতে পারে কথা বলতে পারে, তার জন্য উন্নত নেটওয়ার্কিং (Active and strong Networking system) এর ব্যবস্থা করেছে এবং উন্নত স্ট্র্যাটেজিও গ্রহণ করার জন্য গ্রাহকরা airtel এবং জিওর প্রতি বেশি আগ্রহ দেখিয়েছে।
তাহলে আপনি কোন প্ল্যানটি বেছে নিচ্ছেন?
সমস্ত কোম্পানিগুলি সুযোগ সুবিধা জানার পর এবার আপনাকেই ঠিক করতে হবে আপনি কোন ধরনের পরিষেবা চান। যদি শুধুমাত্র আনলিমিটেড কল (Unlimited call) ও এসএমএস (SMS) আপনার দরকার থাকে ইন্টারনেট খুব বেশি দরকার আপনার না হয়, তার উপর প্রত্যেক মাসে রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে এক বছরের রিচার্জ করে নেওয়াটাই সুবিধা হবে।
এতে দীর্ঘ সময়ের জন্য যেমন নিশ্চিন্ত থাকতে পারবেন তেমন তুলনামূলক খরচাও কম হবে।
বয়স্কদের জন্য এবং যারা স্মার্টফোনের ব্যবহার করেন না, শুধুমাত্র বাটন ফোন ব্যবহার করেন তাদের জন্য এক বছরের রিচার্জটি যথেষ্ট উপযুক্ত।
- Jio, AirTel এবং Vi বর্তমানে ভারতের জনপ্রিয় তিনটি মোবাইল পরিষেবা সংস্থা বা কোম্পানি হিসেবে কাজ করছে, এগুলোকে যদি তুলনা করা যায়।
- এক কথায় বলা যায় তাহলে বলা হবে যেতে পারে যে Jioহচ্ছে আর্থিক দিক থেকে সস্তার একটি সংযোগ,
- এয়ারটেল সেরা কভারেজ প্রদান করে এবং
- যারা Vi ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই সংস্থার রিচার্জ প্ল্যান সাশ্রয়ী হওয়ার সঙ্গে যদি সংযোগ আপনি ভালোভাবেই পান তাহলে আপনি এই সংস্থার সঙ্গেই থাকুন।
সবশেষে বলা যায়, প্রত্যেক মাসে রিচার্জের জন্য যে খরচ আপনাকে বহন করতে হয় সেটি যদি বারোমাস হিসাবে আপনি হিসাব করেন তাহলে দেখবেন যে আপনার খরচ কিছু হলেও বেশি হচ্ছে।
সেই তুলনায় আপনি যদি এক বছরের জন্য রিচার্জ করে নেন তাহলে যেমন সারা বছরের জন্য নিশ্চিন্তে আপনি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন তেমনি কিছুটা হলেও আর্থিক দিক থেকেও লাভ ওঠাতে আপনি পারবেন, সমস্ত কোম্পানি এই সুযোগ-সুবিধা গ্রাহকদের জন্য রেখেছে।
এবার আপনি আপনার পরিষেবার চাহিদা অনুযায়ী ক্যাটেগরি ও কোম্পানি নির্ধারিত করে রিচার্জ করুন এবং যোগাযোগ বজায় রাখুন।