Best 3 Laptop 2025: ২৫০০০ টাকায় সেরা ৩ ল্যাপটপ। জেনে নিন ফিচারস
তুমি যদি নিজের জন্য অথবা নিজের নিকটবর্তী কোন মানুষের জন্য একটি ভালো ল্যাপটপের খোঁজ করে থাকো, তাহলে কম বাজেটের মধ্যে দুর্দান্ত তিনটি ল্যাপটপের সন্ধান জেনে নাও...

পশ্চিমবঙ্গ রাজ্যের ইতিমধ্যেই কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বহু ছাত্র-ছাত্রী সরকারি এবং বেসরকারি কলেজ গুলিতে এডমিশনও নিয়ে নিয়েছো। কিন্তু এবার অনেক সময়ই কলেজে পড়াশোনার জন্য প্রয়োজন হয় একটি ভালো ল্যাপটপের। বিশেষত যারা ইঞ্জিনিয়ারিং বা পেশাগত বিভিন্ন পড়াশোনার জন্য এডমিশন নিচ্ছো, তাদের ক্ষেত্রে একটি ভালো ল্যাপটপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিন্ত কম দামের মধ্যে ভালো ল্যাপটপ কোনটি হবে? এটা বোঝার জন্য ল্যাপটপের একাধিক ফিচারস জানতে হয়। তাই তুমি যদি নিজের জন্য অথবা নিজের নিকটবর্তী কোন মানুষের জন্য একটি ভালো ল্যাপটপের খোঁজ করে থাকো, তাহলে আজকের প্রতিবেদনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমার জন্য। এই প্রতিবেদনে কম বাজেটের মধ্যে দুর্দান্ত তিনটি ল্যাপটপের সন্ধান আমরা দিতে চলেছি। একেবারেই শেষ পর্যন্ত পড়ে নাও আজকের প্রতিবেদনটি।
কম বাজেটে সেরা ল্যাপটপ
বর্তমানে ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিসের বিভিন্ন কাজের জন্য প্রয়োজন একটি ভালো ল্যাপটপের। বর্তমানে মাত্র ২৫ হাজার টাকার মধ্যে অ্যামাজনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিনে নিতে পারবে দুর্দান্ত ফিচার যুক্ত ল্যাপটপ গুলি। তবে তার আগে জেনে নিতে হবে এই সমস্ত ল্যাপটপের গুরুত্বপূর্ণ ফিচার্স সম্পর্কে।
Lenovo V15
ল্যাপটপের বাজারে স্বল্প দামে দুর্দান্ত ল্যাপটপের খোঁজ করলে Lenovo V15 একটি ভালো অপশন হতে পারে। এই ল্যাপটপটিতে রয়েছে 8GB RAM, 256GB স্টোরেজ ক্যাপাসিটি। পাশাপাশি এই ল্যাপটপের ডিসপ্লে হিসেবে ব্যবহৃত হয়েছে ১৫.৬ ইঞ্চি FHD অ্যান্টি-গ্লেয়ার গ্রীন স্ক্রিন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই মডেলে থাকছে Intel Celeron N4500 প্রসেসর। এই ল্যাপটপটি অ্যামাজনের ওয়েবসাইট থেকে মাত্র ১৯,৯৪৫ কিনে নিতে পারবে।
ASUS VivoBook Go 14
বর্তমানে স্বল্প দামের মধ্যে একাধিক ফিচার যুক্ত ল্যাপটপ গুলির মধ্যে asus প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে। এর এই মডেলটিতে ১৪ ইঞ্চি স্ক্রিনের সাথে কমপ্যাক্ট ডিজাইন রয়েছে। পাশাপাশি এতে যুক্ত রয়েছে Celeron N4500 প্রসেসর। বিভিন্ন কাজ করার জন্য এই ল্যাপটপ একেবারেই আদর্শ বলা যেতে পারে। এটি উইন্ডোজ ১১ এর সাথে কাজ করে এবং এর ৪ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলটি ২৩,০০০ টাকা দামে কিনতে পারবে অ্যামাজন থেকে।
HP 250 G9
ভারতবর্ষের প্রচুর গ্রাহক HP এর ল্যাপটপকে পছন্দ করে থাকেন। তাদের জন্য প্রতিদিনের স্কুল কলেজ অথবা অফিসের কাজ সামলানোর জন্য এই মডেলটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এই ল্যাপটপটি কমপ্যাক্ট ডিজাইন, Windows 11 , সেলেরন প্রসেসর এবং ১৫.৬-ইঞ্চির ডিসপ্লের সাথে আসে। মডেলটি মাত্র ২৩,৯৯০ টাকায় কেনা যেতে পারে।
Lenovo ThinkPad T495
ল্যাপটপের মধ্যে বরাবরই লেনোভো ভালো পারফরম্যান্স করে আসছে। Lenovo ThinkPad-এ Ryzen 5 প্রসেসর, 16GB RAM এবং 512GB স্টোরেজ এর সাথে লঞ্চ হয়েছে। এই মডেলটি কিনতে হলে খরচ করতে হবে মাত্র 22,099 টাকা।
Read More: