CSC Business Internship 2025: দেশের প্রত্যেকটি নাগরিক যাতে স্বনির্ভর হয় এবং বেকারত্ব দূর করা যায় তার জন্য কেন্দ্র সরকারের এক অভিনব উদ্যোগ বর্তমানে দেখা যাচ্ছে। কেন্দ্র সরকার তথা বিভিন্ন বেসরকারি সংস্থা যুবক যুবতীদের জন্য বিভিন্ন ট্রেনিং বা ইন্টার্নশিপ এর ব্যবস্থা করছে।
এই ট্রেনিং গুলি অনেক ক্ষেত্রে পেট বা নন-পেইড (Paid & non-paid) হয়ে থাকে। এতে শিক্ষার্থীদের ট্রেনিং নেওয়ার সময় নিজেদের খরচ চালাতেও কোন অসুবিধা হয় না। থাকা খাওয়ার সাথে ট্রেনিং এর জন্য যে নূন্যতম খরচ ব্যয় করতে হয় তা নিজেরাই অতি সহজে চালিয়ে নিতে পারে।
বর্তমানে কেন্দ্র সরকার এইরকম একটি অসাধারণ সুযোগের সন্ধান নিয়ে এসেছে যেটি CSC Free Digital Seva Internship 2025 নামে পরিচিত। এই অভিনব সরকারি উদ্যোগের জন্য প্রচুর যুবক-যুবতী কর্মসংস্থানের সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে।
এটি একটি বিনামূল্যে প্রশিক্ষণ ব্যবস্থা, প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষিতরা সরকারি সার্টিফিকেট পাবেন এবং প্রত্যেক মাসে তাদের ক্যাটেগারি অনুযায়ী ৩০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন হিসাবে পাবেন।
Important dates-
- ওয়েবসাইটে (CSC Website) দেওয়া আছে যে এই ইন্টার্নশীপে আবেদন শুরু হবে ৩০ শে আগস্ট ২০২৫ থেকে
- প্রথম ব্যাচে প্রশিক্ষণ শুরু হবে সম্ভবত ৫ই সেপ্টেম্বর 2025।
CSC কি এবং এর গুরুত্ব সম্বন্ধে জানুন
CSC পুরো অর্থ হল common service centre। এটি একটি সংস্থা যেখানে সরকারি এবং বেসরকারি বিভিন্ন ডিজিটাল পরিষেবা মানুষ পেয়ে থাকেন। বর্তমানে গ্রাম হোক বা শহর প্রতিটি জায়গাতেই দেশজুড়ে ডিজিটাল পরিষেবা চালু হয়েছে এবং এর ব্যবহার প্রত্যেকটি ক্ষেত্রে প্রচলিত হয়েছে, তাই এর চাহিদা দিনে দিনে বেড়ে চলেছে এবং আগামী দিনে এই ডিজিটাল মাধ্যমে একমাত্র ব্যবহারের মাধ্যম হতে চলেছে।
টাকা-পয়সার লেনদেন থেকে শুরু করে প্রশিক্ষণ যোগাযোগ ব্যবস্থা সব ক্ষেত্রেই ডিজিটাল ব্যবস্থার ব্যবহার হচ্ছে তাই প্রত্যেকটি দেশবাসীকেই এই বিষয়ে দক্ষ হতে হবে তা না হলে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না। আগামী দিনে এটি একমাত্র যোগাযোগের মাধ্যম হতে চলেছে। তাই আসুন সবাই ডিজিটাল প্রশিক্ষিত হই।
CSC Free digital Seva internship 2025 উদ্দেশ্য সম্বন্ধে জানুন
- এই ব্যবস্থার প্রধান উদ্দেশ্য হল শহর থেকে শুরু করে গ্রামের প্রতিটি কোণে ডিজিটাল পরিষেবা কে পৌঁছে দেওয়া।
- সকল বেকার শিক্ষিত যুবক-যুবতীদের জন্য উপযুক্ত কর্ম সংস্থান করা এবং তাদেরকে কর্মদক্ষ করে তোলা।
- এতে যেমন বেকার সমস্যার সমাধান করা সম্ভব হবে তেমনি দেশের অর্থনৈতিক উন্নতিও ঘটবে।
- CSC কেন্দ্রগুলিকে স্থায়ী আয়ের উৎসে পরিণত করা সম্ভব হবে। সরকারি পরিষেবা সহজ ভাবে চালানো সম্ভব হবে তার সঙ্গে দ্রুততা ও বাড়বে তাই সময়, অর্থ, পরিশ্রম সবই বাঁচানো সম্ভব হবে।
- ডিজিটাল ভাবে মানুষের সচেতনতা বৃদ্ধির সঙ্গে প্রশিক্ষিত করে তোলার সম্ভব হবে।
কে কে আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপের সুযোগ পেতে যে সমস্ত যোগ্যতা লাগবে তা হল-
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তার পাশাপাশি তাকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
- CSC VLE হতে হবে বা ডিজিটাল সেবায় আগ্রহ ও তার থাকতে হবে।
- আবেদনকারীর এ গভর্নেন্স (e-governance) , পিএফ (PF), এবং ব্যাংকিং ক্ষেত্রে প্রাথমিক ধারণা থাকতে হবে।
প্রশিক্ষণে কি কি শেখার সুযোগ পাবেন?
- এই প্রশিক্ষণ হবে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই।
- আধার আপডেট, প্যান কার্ড সেবা এবং ডিজিলকার কিভাবে ব্যবহার করতে হয় সেগুলি শেখানো হবে।
- এর পাশাপাশি কৃষক স্কিম, বৃত্তি, বয়স্কদের জন্য ভাতার জন্য কিভাবে আবেদন করতে হবে তা শেখানো হবে।
- ডিজিপি, মাইক্রো এটিএম, দুই মাস সেবা পরিচালনা এবং গ্রামের ডিজিটাল সচেতনতা অভিযান সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
- এর সঙ্গে নতুন গ্রাহক অন বোডিং ও প্রশিক্ষণ দেওয়া হবে।
- প্রশিক্ষণের শেষে একটি অনলাইন পরীক্ষার নেয়া হবে তাতে যারা উত্তীর্ণ হবে তাদের সার্টিফিকেট এবং স্টাইপেন্ড পাবেন।
প্রশিক্ষণের জন্য বরাদ্দ সময় ও আর্থিক সুবিধা সম্বন্ধে জানুন
- প্রশিক্ষণ ৩ থেকে ৬ মাস যাবত চলবে।
- এই প্রশিক্ষণ যারা নেবেন তাদের কাজের মান উপস্থিতির ভিত্তিতে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে পাবেন।
- এছাড়াও বোনাস হিসাবে অতিরিক্ত কিছু অর্থ পাওয়া সুবিধা আছে তার সঙ্গে সরকারি প্রজেক্টে কাজের সুযোগ পেতে পারেন।
- মহিলাদের জন্য বিশেষ সুবিধা থাকবে।
- তার সঙ্গে বিনামূল্যে ডিটেল লার্নিং কিট (Free Learning Kit) পাবেন প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা।
বিশেষ ঘোষণা কি হতে চলেছে ২০২৫ এ তা জানুন
২০২৫ স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রামীণ মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং ছাত্রদের জন্য ফ্রি লার্নিং কীটের (Free Learning Kit) পাশাপাশি ডিজিটাল সেবা (Digital Service) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর সঙ্গে VLE দের জন্য থাকবে বোনাস হিসাবে ইন্টেনসিভ।
এই প্রশিক্ষণ নেওয়ার জন্য কিভাবে আবেদন করবেন দেখুন-
- এই প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদনকারী কে প্রথমে সিএসসির ওয়েবসাইটে (CSC official website) গিয়ে Digital Internship Program এ ক্লিক করতে হবে।
- এরপর উপযুক্ত ফর্মটি অনলাইনে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় তথ্যাদি (Aadhar card, educational certificate, Bank passbook, mobile number) আপলোড করতে হবে।
- এরপর মেরিট এবং অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে এবং তাদের নাম অনলাইনে দেখা যাবে।
এই সুযোগ কেন গুরুত্বপূর্ণ আপনার জন্য, জেনে নিন-
- এই ক্ষেত্রে প্রশিক্ষণ নিলে আপনি বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাবেন, তার পাশাপাশি সরকারি একটি সার্টিফিকেট পাবেন যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে কোন সংস্থা বা প্রজেক্টে কাজ পেতে এই সার্টিফিকেটের গুরুত্ব অনেক।
- এর পাশাপাশি আপনি প্রত্যেক মাসে ৩০০০০ টাকা পর্যন্ত ভাতা হিসাবে পাবেন। ডিজিটাল ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা বাড়বে। স
- রকারি কাজে আগামী দিনে কাজ করার ক্ষেত্রে অভিজ্ঞতা বাড়বে এবং অগ্রাধিকার পাবেন।
Conclusion-
- সবশেষে বলা যায়, যে এই ডিজিটাল সেবা শুধুমাত্র যে বর্তমানে বর্তমানে শহরের মধ্যে সীমাবদ্ধ আছে তা নয়, গ্রাম থেকে গ্রামান্তরে বা প্রত্যন্ত গ্রামে কিন্তু বর্তমানে ডিজিটাল পরিষেবা অপরিহার্য হয়ে পড়েছে।
- CSC Free Digital Seva internship 2025 গ্রামের যুবসমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে একটি সংযোগ হিসাবে কাজ করবে।
- তাদের আয় বৃদ্ধির সঙ্গে দক্ষতা এবং সামাজিক উন্নতি সবই বাড়ানোর ক্ষেত্রে একটি উপযুক্ত ও গ্রহণযোগ্য ব্যবস্থা।
- এই ব্যবস্থার আরেকটি সুবিধা হল বাড়িতে বসেও কাজ করার একটি বড় সুযোগ আপনি পেতে পারেন এর জন্য বাইরে অফিস কাছারিতে গিয়ে কাজ করার কোন দরকার নেই।
- বাড়ি থেকেই কাজ করে নিজের পরিবার ও সরকারের দেশের উন্নতিতে সাহায্য করার একটি উপযুক্ত পথ।