Documents of Indian Citizenship: ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য কি কি নথি সাধারণ মানুষকে পেশ করতে হবে? সে নিয়ে দীর্ঘদিনের জল্পনা চলে আসছে। এই নিয়ে সমস্ত ভারতবাসী উদ্বেগ জনক পরিস্থিতির মধ্য দিয়ে চলে আসছে। সেই সম্বন্ধে এক অভিনব রায় দিলেন সুপ্রিম কোর্টের বিচারক।
কোন কোন নথি ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য একান্ত জরুরী? তার একটি লিস্ট করে দেওয়া হল সুপ্রিম কোর্ট থেকে। সেগুলির মধ্যে অন্যতম হলো আধার কার্ড (Aadhar card), ভোটার কার্ড (EPIC), প্যান কার্ড (PAN Card), ড্রাইভিং লাইসেন্স (Driving licence), রেশন কার্ড (Ration card) ও পাসপোর্ট (Passport)।
তবে উদ্বেগের বিষয় হলো এই তথ্যগুলিও অনেক জাল হিসাবে বাজারে ছড়িয়ে গেছে। কোনটি আসল বা কোনটি নকল? সেটি কিভাবে আলাদা করা যেতে পারে? সেই নিয়েও একটি উদ্বেগ রয়েই গেছে।

ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য সরকার থেকে, বিভিন্ন কাগজপত্র সম্বন্ধে সাধারণ মানুষের কাছে তথ্য ইতিমধ্যেই আছে। তার মধ্য থেকে কোনগুলি একান্ত জরুরি? সেই সম্বন্ধে সুপ্রিম কোর্ট, বর্তমান রায়ের মধ্য দিয়ে চূড়ান্ত নির্দেশ জারি করেছে।
তবে এগুলির মধ্যে নির্বাচন কমিশন (ECI) থেকে বলা হয়েছে যে, আধার কার্ড ভারতের নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নথি হিসাবে নির্বাচন করা যাবে না। এর সঙ্গে আদালতও সমমত প্রকাশ করেছে যে, ভারতের নাগরিকত্ব নিশ্চিতকরণের ক্ষেত্রে আধার কার্ড প্রধান হতে পারে না, এর তথ্য যথাযথভাবে যাচাই করা জরুরী।
এর পাশাপাশি এটিও সুপারিশ করা হয়েছে। নির্বাচন কমিশনের কার্ড বা এপিক কার্ডকে বেশি গুরুত্ব দিয়ে, নাগরিকত্ব প্রমাণের নথি হিসাবে গ্রহণ গ্রহণ করার কথা বলা হয়েছে।
ভারতীয় নির্বাচন কমিশনের গুরুত্ব
আধার কার্ড সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দেওয়া মতামতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি, দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court) এটিও বলেছে যে-
ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যদি নির্বাচন কমিশনকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে বলেছে যে বর্তমানে বিহারে যে ভোটার তালিকার সংশোধনের (SIR) কাজ চলছে সে ক্ষেত্রে যদি নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হয় তাহলে এই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হবে সম্পন্ন হবে এবং তাতে এই কাজে সাহায্যই হবে।
এপিক থেকে নাম বাদ যাওয়ার কি পরিণতি হয়েছে জেনে নিন
সম্প্রতি বিহারের ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পন্ন হচ্ছে । সেখানে বহু মানুষ ভোটারের তালিকা থেকে বাদ পড়েছেন। বিষয়টি বর্তমানে আদালতের আলোচনা দিন রয়েছে।
আদালতের বক্তব্য যে ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়ায় যে বিপুল বিপুল সংখ্যক মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে সেটি মূলত বিশ্বাসের অভাব থেকে হয়েছে।
Read More:- আগস্ট মাসে এই ৫টি ব্যবসা শুরু করুন। কোনো পুঁজি লাগবে না।
যদিও EPIC card এর একটি আইনগত দিক থেকে গুরুত্ব আছে, তবে এই প্রক্রিয়ার ক্ষেত্রে সেটি খুব বড় সমস্যা তৈরি করছে না।
এ সম্বন্ধে আরও জানা গেছে যে আইনজীবিদের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় নাগরিক হিসেবে EPIC card এর পাশাপাশি আরো অনেক প্রয়োজনীয় নথি আছে। তার মধ্যে যেকোনো একটি দেখানো যেতেই পারে, কিন্তু নাগরিক হিসাবে আর কোন নথি নেই এই যুক্তি কোন হবেই আদালত মানবে না।
তবে SIR প্রক্রিয়ার ক্ষেত্রে যদি কোন অবৈধতা পাওয়া যায় তাহলে পুরো প্রক্রিয়াটি বাতিল হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে, সেক্ষেত্রে নির্বাচনের উপর তার প্রভাব পড়বে সরাসরি।
ভারতীয় নাগরিকতা বিষয়টির বর্তমান অবস্থান
বিষয়টি নিয়ে এখনো মামলা আদালতে চলছে। দ্রুতই এই সংক্রান্ত কেসের সুনানির দিন ধার্য হচ্ছে। বিহারের বিধানসভা নির্বাচনের আগে যাতে সমস্যাটির একটি সমাধান করা যায় তার জন্য চেষ্টা চালানো হচ্ছে।
কেসের মূল বিষয় হলো ভারতীয় নাগরিক হিসেবে এপিক কার্ডের পাশাপাশি আধার কার্ড সহ অন্যান্য পরিচয়পত্র গ্রহণযোগ্য কি না সেটি সম্বন্ধে একটি চূড়ান্ত এবং ন্যায় সঙ্গত রায় নির্ধারণ করা।
যতদিন না পর্যন্ত কোর্ট থেকে চূড়ান্ত রায় পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত ব্যক্তিজীবনে বিভিন্ন জরুরি নথি, যেমন- আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, পাসপোর্ট রেশন কার্ড ইত্যাদি তথ্যগুলিকে যত্ন সহকারে হাতের কাছে গুছিয়ে রাখতে হবে যখন যেটি জমা দিতে বলা হবে যাতে সঙ্গে সঙ্গে দেওয়া যায়।