Trending News

Ration EKYC Update: ১৬ই জুলাই থেকে বন্ধ ফ্রি রেশন! এই কাজ না করলেই বিপদ! জানাল রাজ্য সরকার

এই মাসেই ই-কে ওয়াইসি না করলে বন্ধ হবে ফ্রি রেশন, হাতছাড়া হবে ন্যায্য প্রাপ্য। সময় থাকতে সতর্ক হন—অযোগ্যদের জন্য নয়, আপনার পরিবারের খাবার বাঁচান!

Ration EKYC Update: আবারো রেশন ব্যবস্থায় আস্তে চলেছে বড়সড় পরিবর্তন! এই মাসের মধ্যে এই কাজটি না করলে বন্ধ হয়ে যাবে রেশন পরিষেবা। রাজ্য সরকারের তরফে এই বড় সিদ্ধান্ত ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। রাজ্যের বিনামুল্যে রেশন বিতরনে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের দুর্নীতির খবর শোনা গিয়েছে।

এই সমস্ত দুর্নীতি জুলাই মাসের মধ্যেই আটকানোর প্রচেষ্টায় এগিয়ে এসেছে রাজ্য সরকার। সঠিক উপভোক্তার কাছে যাতে সঠিক পরিমাণে খাদ্যদ্রব্য পৌঁছে যায়, তা এবার নিশ্চিত করবে সরকার। ইতিমধ্যেই রেশন কার্ডধারীদের রাজ্যের খাদ্য দপ্তরের তরফে সতর্কতামূলক নির্দেশ দেওয়া হয়েছে। এই মাস থেকে রেশন পরিষেবা (Free Ration Distribution) অব্যাহত রাখার জন্য এই কাজটা অবশ্যই করতে হবে।

১৫ জুলাই তারিখের মধ্যে এই কাজ না করলে ১৬ই জুলাই থেকে পাবেন না এক ফোটাও রেশন সামগ্রী। অযোগ্য উপভোক্তাদের সম্পূর্ণভাবে বিনামূল্যেরেশন পরিষেবা থেকে বাদ দেওয়া হবে বলে জানালো খাদ্য দপ্তর। কোন কাজ করতে হবে? কীভাবে সেই কাজ করবেন? সমস্ত কিছুই জানতে পারবেন আজকের প্রতিবেদন থেকে।

Free Ration নিয়ে বড় সিদ্ধান্ত খাদ্য দপ্তরের

মূলত রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ (Free Ration Distribution) এর প্রক্রিয়ায় দুর্নীতি রুখতে এবং এই প্রক্রিয়ার সহজতর করার উদ্দেশ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এই রাজ্যে এবার বাসিন্দারা অত্যন্ত সহজ প্রক্রিয়ার মাধ্যমেই নতুন রেশন কার্ডের জন্য আবেদন জানানোর পাশাপাশি সদস্য অপসারণ বা যোগ করার মতো কাজগুলি অনায়াসে সেরে ফেলতে পারবেন।

এর জন্য প্রত্যেকটি উপভোক্তাকে করতে হবে E-KYC ভেরিফিকেশন। সঠিক সময়ের মধ্যে এই কাজ না হলেই একাধিক সমস্যার সম্মুখীন হবেন গ্রাহকেরা। সম্প্রতি অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ২০২০ সালের পর থেকে রেশন কার্ড প্রকল্পে নথিভূক্ত অনেক মানুষ মারা গিয়েছেন।

এখনো পর্যন্ত তাদের নাম অপসারণ করা হয়নি রেশন তালিকা থেকে। এর পাশাপাশি ঠিকানা পরিবর্তন হওয়ার পরেও প্রচুর পরিমাণে উপভোক্তা E-KYC করেননি। যোগ্য বহু উপভোক্তা পড়াশোনা বা চাকরির সূত্রে বিদেশে চলে গিয়েছেন এবং এখনো পর্যন্ত বায়োমেট্রিক করান নি। এর ফলে যোগ্য উপভোক্ততারাও অনেক সময় সমস্যার সম্মুখীন হচ্ছেন।

রেশন বিতরণের মতো কল্যাণমূলক এই প্রকল্পে যোগ্যদের সনাক্ত করার জন্যই এবার উঠে পড়ে লেগেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে প্রত্যেকটি সদস্যের ই-কেওয়াইসি করানো বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে।

তাই এবার ১৫ ই জুলাই এর মধ্যে ই কেওয়াইসি না করালে বন্ধ হয়ে যাবে ওই রাজ্যের উপভোক্তাদের রেশন বিতরণ। সঠিক সময়ের মধ্যে E-KYC না করালে বা সেই বিষয়ে গাফিলতি দেখা দিলে বিপদে পড়বেন উপভোক্তরাই।

রাজ্য সরকারের ডেটা অনুসারে, রাজ্যের শুধুমাত্র কাকিনাড়া জেলায় ১,০৬০টি রেশন দোকানের অধীনে ১৮,৩০,৪৬১ জন রেশন কার্ড সদস্য রয়েছেন। যার মধ্যে ১৭,০৭,০৭৩ জন ইতিমধ্যেই ই-কেওয়াইসি সম্পন্ন করেছেন। অর্থাৎ এখনো পর্যন্ত ৯৮,৪৭১ জন উপভোক্তা এই কাজ সম্পন্ন করেননি। তবে এবারে এই কাজ না করালে গ্রাহকেরাই সমস্যার সম্মুখীন হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।

Miss Basu

সৃষ্টি বসু! WB Tathya সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button