আপনার আধার কার্ড দিয়ে কতগুলো সিম তোলা আছে? অপ্রয়োজনীয় সিম বন্ধ করুন বাড়ি বসেই!

আপনার আধার কার্ড দিয়ে কতগুলো সিম তোলা আছে আপনি কি জানেন? একবার অবশ্যই চেক করা জরুরি। এর জন্য একটি পোর্টাল চালু করেছে সরকার! যেখানে চেক করতে পারবেন, আপনার আধার কার্ডে ঠিক কতগুলো সিম কার্ড তোলা হয়েছে? কোন সিমগুলো চালু আছে?

এই পোর্টালের মাধ্যমে সিম কার্ড সরাসরি বন্ধের জন্য অনুরোধ করতে পারেন। সরকার আপনার পক্ষ থেকে সেই কাজ করবে এবং সংশ্লিষ্ট কোম্পানিকে নাম্বার ভেরিফিকেশনের নির্দেশ দেবে। যদি ভেরিফিকেশন ব্যর্থ হয়, নাম্বারটি বন্ধ হয়ে যাবে। ভেরিফিকেশন সফল করলে, সিম কার্ড চালু থাকবে।

Tafcop পোর্টালে Login প্রক্রিয়া

১) Google-এ গিয়ে “tafcop” লিখে সার্চ করুন। প্রথমেই আপনি .gov.in ওয়েবসাইট দেখতে পাবেন। এটাই সরকারি পোর্টাল। ওখানে গিয়ে ১০ ডিজিটের চালু থাকা মোবাইল নম্বর বসিয়ে, OTP ভেরিফাই করে Login করতে হবে।

Tafcop Sanchar Saathi PortalVisit Now

২) আপনার একটি প্রাইমারি সিম নিশ্চয় আছে, যা আপনি ব্যবহার করেন। সেই সিম যেই আধার কার্ডে লিংক আছে, সেই আধার কার্ড দিয়ে আর কোন কোন সিম কার্ড তোলা আছে, তা আপনি চেক করতে পারবেন।

Tafcop Sanchar Saathi Portal
Tafcop Sanchar Saathi Portal

৩) Tafcop পোর্টালে সেই নাম্বার দিয়ে OTP আসবে এবং তা দিয়ে লগইন করতে হবে। লগইনের পর আপনি দেখতে পারবেন আপনার আধার কার্ডে আর কতগুলো সিম লিংক আছে এবং সেগুলোর মধ্যে কোনগুলো আপনার জানা বা অজানা।

অনেক সিম হয়তো আগে ব্যবহার করেছেন, এখন আর ব্যবহার করছেন না। অথবা এমনও হতে পারে কিছু সিম আপনার অজান্তেই আপনার নামে চালু আছে। আপনি চাইলে এই সিমগুলো বন্ধ করার জন্য সরকারের কাছে রিকোয়েস্ট করতে পারেন।

সিম কার্ড বন্ধ করার প্রক্রিয়া

আপনি যখন কোনো নাম্বার বন্ধ করার অনুরোধ করবেন, তখন সরকার সেই টেলিকম কোম্পানিকে জানাবে এবং তারা আপনাকে ফোন করে ভেরিফিকেশন করবে। তারা আপনার আধার কার্ডের শেষ চারটি সংখ্যা এবং জন্ম তারিখ জিজ্ঞেস করবে। যদি আপনি ঠিকঠাক বলেন, তাহলে নাম্বারটি চালু থাকবে। না বলতে পারলে নাম্বারটি বন্ধ হয়ে যাবে।

Tafcop পোর্টালে সিম নম্বর দেখাবে আংশিকভাবে

Tafcop পোর্টালে আপনি নাম্বারগুলো পুরোপুরি দেখতে পারবেন না। শুধুমাত্র প্রথম, মাঝখান এবং শেষের দুইটি করে সংখ্যা দেখা যাবে। যেমন 62××95××85। এতে আপনি আন্দাজ করতে পারবেন কোন সিমটি আপনার।

রিপোর্ট ও স্ট্যাটাস ট্র্যাকিং প্রসেস

যদি আপনার মনে হয় কোনো সিম আপনার নয় বা দরকার নেই, আপনি ‘Not My Number’ বা ‘Not Required’ সিলেক্ট করে রিপোর্ট করতে পারবেন। রিপোর্ট করার পর একটি রেফারেন্স আইডি ও SMS পাবেন। পরে সেই আইডি দিয়ে ট্র্যাক অপশনে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন—নাম্বারটি বন্ধ হয়েছে কিনা।

নিরাপত্তা ও সতর্কতার পরামর্শ

সরকার নিজে এই পদ্ধতির প্রচার করে, যেন সাইবার ক্রাইম রোধ করা যায়। কারণ অনেক আগেই আধার কার্ডের ফটোকপি দিয়েই সিম তোলা যেত। এখনো অনেক আধার ব্যবহার করে বেআইনিভাবে সিম চালু করা হচ্ছে। এতে আপনার নামে লোন, GST বকেয়া বা ইনকাম ট্যাক্সের সমস্যা দেখা দিতে পারে।

এইসব সমস্যা থেকে বাঁচতে হলে অপ্রয়োজনীয় সিমগুলো বন্ধ করুন এবং অবশ্যই “Masked Aadhaar” ব্যবহার করুন। পাশাপাশি, আপনার আধার বায়োমেট্রিক সবসময় লক করে রাখুন। শুধুমাত্র প্রয়োজনীয় কাজ থাকলে আনলক করে আবার লক করুন—এতে আপনি নিরাপদ থাকবেন।

Read More:

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment