Trending News

PM Kisan Farmer Id: মোবাইলে Farmer Id-এর মেসেজ আসছে? কিভাবে করবেন? সুবিধা কি?

ফার্মার আইডি আপনাদের বাধ্যতামূলক দরকার, PM কিসানের সুবিধা পাওয়ার জন্য। আপনি যদি এখনো ফার্মার আইডি তৈরি না করে থাকেন, যত দ্রুত পারবেন ফার্মার আইডি তৈরি করে নিন।

বর্তমানে ফার্মার আইডি (Farmer ID) নিয়ে আপনারা অনেকেই চিন্তিত। আপনাদের মোবাইলে বর্তমানে ফার্মার আইডি তৈরি করার জন্য SMS আসছে। এই ফার্মার আইডি জিনিসটা কি? এর কি সুবিধা? এর কি অসুবিধা?

পশ্চিমবঙ্গের কৃষকদেরকে ফার্মার আইডি করতে হবে কিনা? বা PM কিসানের টাকা পাওয়ার জন্য ফার্মার আইডি কতটা গুরুত্বপূর্ণ? বা এবারের যে ২০-তম কিস্তির টাকা দেবে, সেই টাকাটা পাওয়ার জন্য ফার্মার আইডি আপনাদের করতে হবে কিনা? Farmer ID করার কি পদ্ধতি চালু করেছে সরকার?

ফার্মার আইডি সংক্রান্ত SMS

বর্তমানে আপনাদের মোবাইলে দেখবেন ফার্মার আইডি রিলেটেড একটা SMS আসছে।

PM Kisan Farmer Id SMS
PM Kisan Farmer Id SMS

এখানে বলা হচ্ছে-

“Farmer ID is being made mandatory for the release of PM Kisan benefit, If you have not created your Farmer ID, please do it immediately.”

অর্থাৎ, এখানে বলতে চাওয়া হচ্ছে যে ফার্মার আইডি আপনাদের বাধ্যতামূলক দরকার, PM Kisan benefit মানে PM কিসানের সুবিধা পাওয়ার জন্য। অর্থাৎ বছরে যে ৬,০০০/- টাকা দেয়া হয়। তিন কিস্তির মাধ্যমে ২০০০+২০০০+২০০০ করে সেই টাকা পাওয়ার জন্য অবশ্যই ফার্মার আইডিটা প্রত্যেক কৃষকের দরকার।

এখানে আরও বলা-

If you have not created your Farmer ID, please do it immediately.”

এর মানে, আপনি যদি এখনো ফার্মার আইডি তৈরি না করে থাকেন, যত দ্রুত পারবেন ফার্মার আইডি তৈরি করে নিন। SMS একটা লিংক দেওয়া রয়েছে। লিংকে ক্লিক করলে একটা পিডিএফ (PDF) আসছে, ফার্মার আইডি তৈরী করার কি পদ্ধতি রয়েছে?

সেগুলো এই PDF-এ লেখা রয়েছে। এই SMS অনেকেই আপনারা পেয়েছেন। পশ্চিমবঙ্গের কৃষক যারা তারাও পেয়েছেন, বা অন্যান্য রাজ্যের কৃষক যারা তারাও পেয়েছেন।

ফার্মার আইডি কি? এর প্রয়োজনীয়তা

এবার প্রশ্ন হচ্ছে-

  • এই ফার্মার আইডিটা কি?
  • এই ফার্মার আইডির কি সুবিধা?
  • এর কি অসুবিধা?
  • ফার্মার আইডি তৈরি করার ব্যাপারে, বর্তমানে সরকার কি কি সিদ্ধান্ত গ্রহণ করছে?
  • কিভাবে কৃষকরা করতে পারবে ফার্মার আইডি?

সে বিষয়ে এবার আলোচনা করছি।

কৃষক রেজিস্ট্রেশন ও ফার্মার আইডি

ফার্মার আইডি হলো একটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার (Unique Identification Number), যা শুধুমাত্র একজন কৃষকের জন্য তৈরি হবে। একজন কৃষকের নিজের নামে, নিজের আধার নম্বরের ভিত্তিতে, মোবাইল নম্বরব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে একটি ইউনিক ফার্মার আইডি (Unique Farmer ID) তৈরি হবে।

সরকার আগামী দিনে কৃষকদের সমস্ত সুবিধা, ভর্তুকি, স্কিম, প্রকল্প এই একটি মাত্র ফার্মার আইডির মাধ্যমে পৌঁছে দেবে।

কিভাবে ফার্মার আইডি করবেন?

সরকার বলছে, Farmer Registration করতে হবে। অর্থাৎ আপনাকে কৃষক রেজিস্ট্রেশন করতে হবে।

১) আপনি যদি পশ্চিমবঙ্গের কৃষক হয়ে থাকেন, তাহলে আপনি এই ওয়েবসাইটে যেতে পারেন-

West Bengal State Farmer IDkrishakbandhu.net

এই ওয়েবসাইটে আপনি কৃষকবন্ধু রেজিস্ট্রেশন করতে পারবেন, সেটিই আপনার ফার্মার রেজিস্ট্রেশন।

২) কেন্দ্র সরকারের দিক থেকে আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে PM Kisan Portal এ গিয়ে।

Central Govt Farmer IDpmkisan.gov.in

এই ওয়েবসাইট থেকে Farmer Corner > New Farmer Registration এ গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন।

এই রেজিস্ট্রেশন করার সময় আপনার আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভোটার আইডি (ঐচ্ছিক), ভূমির খতিয়ান (যদি থাকে) — এইসব ডকুমেন্ট লাগবে।

আপনারা যারা এখনও ফার্মার আইডি তৈরি করেননি, তারা যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়া সম্পন্ন করুন। কারণ, আগামী দিনে যেকোনো কৃষকভিত্তিক সুবিধা পেতে গেলে এই ফার্মার আইডি বাধ্যতামূলক হতে চলেছে।

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button