Trending News

How To Get Jio Coin: ফ্রি-তে দিচ্ছে জিও কয়েন! ভারতের নিজের ক্রিপ্টো। দাম, ইনকাম, প্রফিট?

আপনিও আপনার মুল টাকার পাশাপাশি ক্রিপ্টো কারেন্সি সঞ্চয় করতে চাইলে, জিও কয়েন একটি অন্যতম বিকল্প হতে পারে। কিভাবে এই কয়েন সঞ্চয় করবেন? কোথায় গেলে এটি পাবেন?

How To Get Jio Coin: ভারতের টেলিকম ইন্ডাস্ট্রির সবথেকে বড় সংস্থা বর্তমানে রিলায়েন্স জিও। এই কোম্পানি বরাবরই ভারতবাসীকে বিভিন্ন দিক থেকে এগিয়ে রেখেছে। এবারে সংস্থার তরফে লঞ্চ হয়েছে Reliance Jio ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি (Crypto Currency)। বিভিন্ন দৈনন্দিন জীবনের খরচের ক্ষেত্রে এই ক্রিপ্টো কারেন্সি টাকার মতোই ব্যবহার করা যায়। জিও ইউজারদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে এই ক্রিপটো কারেন্সি পাওয়ার ক্ষেত্রে।

How To Get Jio Coin
How To Get Jio Coin

তাই আপনিও আপনার মুল টাকার পাশাপাশি ক্রিপ্টো কারেন্সি সঞ্চয় করতে চাইলে, জিও কয়েন একটি অন্যতম বিকল্প হতে পারে। কিভাবে এই কয়েন সঞ্চয় করবেন? কোথায় গেলে এটি পাবেন? কী কী করতে হবে? সমস্ত তথ্যই পেয়ে যাবেন আজকের প্রতিবেদন থেকে।

জিও কয়েন ক্রিপ্টোকারেন্সি (How To Get Jio Coin)

জিও কোম্পানির তরফ থেকে ইতিমধ্যেই জিও কয়েন (Jio Coin) রোলআউট করে দেওয়া হয়েছে। JioSphere অ্যাপের মাধ্যমে শুধুমাত্র ব্রাউজ করেই প্রচুর পরিমাণে জিও কয়েন রোজগার করে নেওয়া যাচ্ছে। বর্তমানে শুধুমাত্র ভারতবর্ষের নাগরিকরাই এই কয়েন উপলব্ধ করতে পারবেন। এই কারণে স্বাভাবিকভাবেই আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে reliance jio coin বিপুল পরিমাণে রোজগার করার।

How To Get Jio Coin
How To Get Jio Coin

তবে যেকোন ক্রিপ্টোকারেন্সি (Crypto Currency) রোজগার করার আগে এই ক্রিপ্টো কারেন্সি (How To Get Jio Coin) সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যথেষ্ট প্রয়োজনীয়। এখনো পর্যন্ত অনেকেই জানেন না ক্রিপ্টো কারেন্সির বিষয়ে। আমরা সকলেই জানি, টাকা রোজগারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যের রোজগার করা যায়।

Read More: জুন মাসে বাংলা বাড়ির, দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা কবে ঢুকবে?

কিন্তু, তারপরেই সরকারের বিভিন্ন ট্যাক্স বসানো হয় সেই রোজগারের টাকার উপর। কিন্তু ক্রিপ্টো কারেন্সির ক্ষেত্রে কোন রকম সরকারি আইন বা RBI এর রেগুলেশন নেই। তাই গ্রাহকরা বিপুল পরিমাণে এই টাকা বা এক কথায় ক্রিপ্টো কয়েন রোজগার করে নিতে পারেন।

How To Get Jio Coin?

Polygon Labs এর সঙ্গে যৌথ উদ্যোগে লঞ্চ হওয়া জিও কয়েন (Jio Coin) মূলত একটি রিওয়ার্ড বেসড টোকেন কারেন্সি (Token Currency)। এটি পলিগণ ব্লক চেইন (Block Chain) এর মাধ্যমে কাজ করবে। গ্রাহকেরা সম্প্রতি JioSphere অ্যাপ এর মাধ্যমে এই কয়েন রোজগার করতে পারেন (How To Get Jio Coin)।

এর জন্য প্রথমেই আপনাকে আপনার অ্যান্ড্রয়েড বা আইফোনের অ্যাপ স্টোরে গিয়ে JioSphere -app টি ডাউনলোড করে নিতে হবে। এরপর নিজে বলা ধাপ গুলি অনুসরণ করলেই জিও কয়েন রোজগার শুরু করতে পারবেন।

How To Get Jio Coin
How To Get Jio Coin

১) প্রথমে আপনার অ্যাপটিতে নিজের মোবাইল নাম্বার বা ইমেইল আইডির সাহায্যে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে।

২) এরপর অ্যাপ ওপেন হলে সেখানে আপনারা ব্রাউজ রিড বা ওয়াচ অপশন পাবেন। অর্থাৎ আপনি এই অ্যাপ থেকে বিভিন্ন আর্টিকেল পড়ে অথবা বিভিন্ন ভিডিও দেখে রোজগার করতে পারেন।

৩) এক্ষেত্রে আপনি নিজের পছন্দমত ভাষা বেছে নিয়ে সেই ভাষায় বিভিন্ন নিউজ চ্যানেল কিংবা আপনার ইচ্ছামতো আর্টিকেল পড়ে অথবা কোন ভিডিও দেখে এই জিও কয়েন (Jio Coin) রোজগার করে নিতে পারবেন।

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button