Trending News

Jio Dhamaka Offer: রিলায়েন্স জিওর এই ৩টি রিচার্জ করলেই 84 দিন পর্যন্ত পাবেন ফ্রি পরিষেবা!

Jio Dhamaka Offer: বর্তমান জীবনযাত্রাকে আরো সুন্দর করে তোলার উদ্দেশ্যে ভারতীয় টেলিকম সংস্থাগুলি বিপুল পরিমাণে প্রচেষ্টা করে চলেছে। তাদের নিত্যনতুন রিচার্জ প্ল্যান (Recharge Plan) থেকে শুরু করে একাধিক ফেসিলিটি এই বিষয়টিকে মানুষের কাছে আরো আকর্ষণীয় করে তুলছে। তবে দেশের টেলিকম সংস্থা গুলির মধ্যে সবথেকে জনপ্রিয় সংস্থা হল রিলায়েন্স জিও (Reliance Jio)। এই সংস্থার একাধিক সাশ্রয়ী রিচার্জ প্ল্যান সাধারণ মধ্যবিত্ত মানুষের জীবনে আনন্দের জোয়ার এনে দিয়েছে।

সম্প্রতি রিলায়েন্স জিও (Reliance Jio) ৮৪ দিনের জন্য দুর্দান্ত এক মোবাইল আনলিমিটেড (Unlimited) প্ল্যান নিয়ে এসেছে (Jio Dhamaka Offer)। যেটি সাধারণ মানুষের টাকা বাঁচানোর পাশাপাশি কলিং, ডেটা, মেসেজ এবং OTT সাবস্ক্রাইবশন সহ দেওয়া হচ্ছে। তবে ৮৪ দিনের মোবাইল রিচার্জ প্ল্যান (Recharge Plan) যে কেবল একটি রয়েছে, এমনটা কিন্তু একেবারেই নয়। দুর্দান্ত একাধিক অপারের সাথে আজকের প্রতিবেদনে মোট তিনটি মোবাইল রিচার্জ প্ল্যান নিয়ে আলোচনা করা হচ্ছে। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের প্রতিবেদনটি।

Jio Dhamaka Offer- সেরা তিনটি ৮৪ দিনের রিচার্জ প্ল্যান

১) ৮৪ দিনের রিচার্জ প্ল্যান (Recharge Plan) এর মধ্যে সবথেকে কম দামে রয়েছে 799 এর দুর্দান্ত প্ল্যানটি। এর মাধ্যমে প্রতিদিন আনলিমিটেড কলিং ফেসিলিটেড পাশাপাশি 1.5GB মোবাইল ডাটা পাওয়া যায়। শুধু তাই নয়, প্রতিদিন 100 টা করে এসএমএস করার ও সুযোগ পাবেন এই রিচার্জ প্ল্যান এর মাধ্যমে।
২) রিলায়েন্স জিও (Reliance Jio) তাদের গ্রাহকদের ওভারঅল ব্যালেন্সড ব্যবহারের জন্য 859 এর দুর্দান্ত রিচার্জ প্ল্যানটি অফার করছে। এটির সাহায্যে আনলিমিটেড মোবাইল কলিং এর সাথে প্রতিদিন 2GB মোবাইল ডাটা পাবেন গ্রাহকেরা। এর পাশাপাশি প্রত্যেকদিন 100 টি সম্পূর্ণ বিনামূল্যে SMS করার সুযোগও থাকবে।
৩) মোবাইল কলিং এবং ডেটার পাশাপাশি ৮৪ দিন অর্থাৎ প্রায় এক মাসের জন্য যদি OTT সাবস্ক্রিপশন পেতে চান, তাহলে আপনার জন্য অনবদ্য 889 এর রিচার্জ প্ল্যান। এটির সাহায্যে OTT ও মিউজিক সাবস্ক্রিপশনের পাশাপাশি প্রতিদিন 1.5GB মোবাইল ডাটা ও আনলিমিটেড ভয়েস কলিং এর ফেসিলিটি পেয়ে যাবেন। এর পাশাপাশি অন্যান্য রিচার্জ গুলির মতো এটিতেও মিলবে প্রতিদিন 100 টি SMS এর সুবিধা।

কেন ৮৪ দিনের রিচার্জ প্ল্যান নেবেন?

সম্প্রতি এই ৮৪ দিনের রিলায়েন্স জিও (Reliance Jio) রিচার্জ প্ল্যান গুলি বিপুল পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে। এর মূল কারণ হলো-

১) একবার রিচার্জ করলেই তিন মাস পর্যন্ত নিশ্চিন্তে আনলিমিটেড কল (Unlimited Voice Calling) ও একাধিক অফার ব্যবহারের সুবিধা পাওয়া যায়।
২) জিও Cinema, JioTV এবং Hotstar ইত্যাদির মত OTT পরিষেবা গুলিও সম্পূর্ণ বিনামূল্যে তিন মাস পর্যন্ত ব্যবহার করা যায়।
৩) কম খরচের তিন মাসের জন্য নিশ্চিন্ত থাকা সম্ভব।

এই রিচার্জ গুলোর সুবিধা কীভাবে পাবেন?

রিলায়েন্স জিওর রিচার্জ অ্যাপ হিসাবে প্রসিদ্ধ MyJio অ্যাপ অথবা Jio.com ওয়েবসাইট। এই দুটির মধ্যে যেকোনো একটি বেছে নিয়ে উপরে বলে দেওয়া পছন্দ মতো রিচার্জ প্ল্যান গুলি বেছে রিচার্জ করে নিলেই তিন মাসের জন্য নিশ্চিন্তের এই সুবিধা গুলি পেয়ে যাবেন। অবশ্যই এক্ষেত্রে নিজের মোবাইল নম্বর সঠিকভাবে দিতে হবে এবং অনলাইন মাধ্যমে paytm বা ইউপিআই এর সাহায্যে রিচার্জ করার সুবিধা পেয়ে যাবেন।

Read More:

Miss Basu

সৃষ্টি বসু! WB Tathya সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button