Jio Super Internet Offer: ডিজিটাল দুনিয়ায় ইন্টারনেট (Digital India) ছাড়া কোন কাজই হয় না। বর্তমানে প্রায় প্রত্যেক মানুষেরই হাতে থাকে স্মার্টফোন। অনেকে আবার একের বেশি স্মার্টফোন ব্যবহার করেন। অবশ্যই বর্তমান ডিজিটাল যুগে কাজের সুবিধার্থে স্মার্টফোন ব্যবহার মানুষকে করতে হয়, যার জন্য লাগে ইন্টারনেটের ব্যবহার।
এই ইন্টারনেটের সুবিধা বিভিন্ন টেলিকম কোম্পানির (Telecom company) বিভিন্ন রিচার্জ প্যাক এর সঙ্গে থাকে। আবার কিছু কিছু রিচার্জ আছে যেগুলো শুধুমাত্র ইন্টারনেটের জন্য। এই সুযোগকে কাজে লাগিয়ে টেলিকম কোম্পানিগুলি মোবাইল রিচার্জ এর দাম বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে, যা মধ্যবিত্তের ক্ষেত্রে টানাটা একটু সমস্যা হলেও অভ্যাস তথা কাজের জন্য একপ্রকার বাধ্য হয়েই অন্যদিকে খরচ কমিয়ে ফোনের রিচার্জ করতে হয়।
তার উপর যাদের একের বেশি নম্বর ব্যবহার করতে হয় তাদের ক্ষেত্রে আরো অনেক বেশি সমস্যা সৃষ্টি হয়। এক ধাক্কায় অনেকটা রিচার্জের টাকা বেড়ে যাওয়ায় সাধারণ মধ্যবিত্তকে অনেকটা বেশি টাকায় গুনতে হয়, প্রত্যেক মাসে বা যে যেমন প্যাক ব্যবহার করে তার জন্য। শুধু তাই নয়, প্রত্যেক মাসেই প্রায় কিছু কিছু টাকা বিভিন্ন রিচার্জ প্যাকের সঙ্গে বেড়েই যাচ্ছে।
এত কিছু সমস্যা সত্বেও গ্রাহককে নিজের কাজের ফোনটি চালিয়ে যেতে হয় সঙ্গে ইন্টারনেটের প্যাকগুলি দিয়ে রিচার্জ করতেও হয়। কোন রিচার্জ এর পরিমাণ প্রায় ২০০ টাকার কমে নয়। এই দিক থেকে কিছুটা হলেও স্বস্তির খবর নিয়ে এসেছে ভারতের অন্যতম জনপ্রিয় একটি টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio Telecom Company)।
ইন্টারনেট শুধু থাকলেই চলবে না কাজের ক্ষেত্রে হাই স্পিড ইন্টারনেট দরকার হয়ে থাকে। আর এই সুবিধা Reliance Jio নিয়ে এসেছে মাত্র ১১ টাকায়।। এই পরিমাণ টাকা দিয়ে রিচার্জ করলে এক ঘন্টা ইন্টারনেট গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। জিও সংস্থা থেকে এই অফারটি আনলিমিটেড হাই স্পিড হিসাবে ঘোষণা করলেও সর্বাধিক হাই স্পিডে ১০ জিবি ডাটা পাওয়া যাবে এবং এই লিমিট পেরোলেই ইন্টারনেটের গতি নেমে আসবে ৬৪ kbps।
রিলায়েন্স ইউর 11 টাকার রিচার্জে কি কি সুবিধা পাওয়া যাবে দেখে নিন
১১ টাকা দিয়ে রিচার্জ করলে সর্বাধিক ১০ জিবি পর্যন্ত হাই স্পিড ইন্টারনেট ১ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন তবে ডেটা শেষ হলে ৬৪ কেবি পেয়েছে তা নেমে আসবে। শুধুমাত্র জিও প্রিপেড গ্রাহক রাই এই সুবিধা পেতে চলেছেন। My Jio App, UPI App, Jio Store এই সমস্ত এপ্লিকেশনগুলি থেকে গ্রাহকরা এই প্ল্যানটি রিচার্জ (Recharge Plan) করতে পারবেন।
এই প্ল্যানটি কিভাবে অন্যান্য প্ল্যান থেকে বেশি সুবিধা জনক দেখুন
প্রতিদিন ডেটা প্যাক কিনলে যে খরচ হয় সেটা প্রায় অনেকটাই বেশি।
- সেই তুলনায় Jio র এই এগারো টাকার (Rs. 11) রিচার্জের দ্বারা গ্রাহকরা ১০ জিবি পর্যন্ত হাই স্পিডে ডাটা (High speed Internet data) ব্যবহার করতে পারবেন।
- এটি অন্যান্য প্ল্যানেট থেকে যথেষ্ট ভালো। তার ওপর এই স্পিড পাওয়া যাবে এক ঘন্টা পর্যন্ত যার সাহায্যে এক ঘন্টার যে কোন কাজ আপনি অতি সহজেই করতে পারবেন যেমন অনলাইনে কোন ক্লাস বা মিটিং সেরে নিতে পারবেন।
- কিন্তু কোন ফাইল ডাউনলোড করতে পারবেন অথবা কম স্পেসের কোন ডকুমেন্ট আপলোড বা ডাউনলোড করার ক্ষেত্রে যদি হাই স্পিড ইন্টারনেট দরকার হয়, তাহলেও আপনি এই ইন্টারনেট প্যাকের সুবিধা পেতে পারেন।
কি কি সীমাবদ্ধতা আছে জেনে নিন
হাই স্পিড ইন্টারনেট ডাটা ১০ জিবি (10 GB High speed internet data) পর্যন্ত আপনি পেতে পারবেন এরপর কিন্তু ইন্টারনেটের স্পিড কমে যাবে এটি একটি বড় অসুবিধার জায়গা। কারণ অনলাইনে কাজ করতে গেলে অনেক সময় এক ঘন্টার বেশি সময় লাগে অথবা বেশি ইন্টারনেট ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে এটি একটা বাধা সৃষ্টি করবে।
কিভাবে রিচার্জ করবেন দেখে নিন
- আপনি যদি মাই জিও অ্যাপ (My Jio App) থেকে এই প্যাকটি কিনতে চান তাহলে My Jio App এ Login করে Recharge option গিয়ে এগারো টাকার প্ল্যানটি সিলেক্ট করতে হবে এবং তারপর অনলাইনে পেমেন্ট করে রিসার্চ এ্যাক্টিভেট করে তারপর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
- আপনি যদি UPI App থেকে প্যাকটি কিনতে চান তাহলে যেকোনো অনলাইন টাকা লেনদেনের অ্যাপ, যেমন- PhonePay, Google Pay, Paytm থেকে মোবাইল রিচার্জ অপশানে গিয়ে ১১ টাকার Ad-on plan সিলেক্ট করে পেমেন্ট করার পরে প্ল্যান্টি এক্টিভেট হলে ব্যবহার করতে পারবেন।
- এছাড়াও গ্রাহকরা যেকোনো ফোন রিচার্জ এর দোকানে গিয়েও এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন।
রিলায়েন্স জিওর ১১ টাকার প্ল্যানটি অন্যান্য কোম্পানি থেকে কেন আলাদা?
- Jio যেখানে ১১ টাকায় এক ঘন্টা সময়ের জন্য ১০ জিবি হাই স্পিড ইন্টারনেট (10GB high speed Internet) দিচ্ছে
- সেখানে airtel পুরো একদিনের জন্য ৩ জিবি ডাটা দিচ্ছে তবে আপনাকে খরচ করতে হবে ১৯ টাকা।
- Vi একদিনের জন্য 4gb ডেটা দেবে তার জন্য ১৭ টাকা দিয়ে রিচার্জ করতে হবে।
এই প্ল্যান সম্বন্ধে গ্রাহকদের কি প্রতিক্রিয়া দেখে নিন
বিভিন্ন গ্রাহকের চাহিদা বিভিন্ন তাই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কারোর ক্ষেত্রে কিছু সময়ের জন্য হাই স্পিড নেটের দরকার হয় আবার কোন কোন গ্রাহকের ক্ষেত্রে পুরো একদিনের জন্যই ইন্টারনেটটি দরকার পড়ে সেই ক্ষেত্রে এয়ারটেল ভিআই কোম্পানি যে ইন্টারনেট সুবিধা দিচ্ছে সেটি তাদের পক্ষে লাভজনক। আবার যাদের কম সময়ের জন্য হাই স্পিড ইন্টারনেট লাগে তাদের ক্ষেত্রে জিওর প্যাকটি, যথেষ্ট লাভজনক বলে গ্রাহক প্রতিক্রিয়া পাওয়া গেছে।
সবকিছু আলোচনার পরিপ্রেক্ষিতে এটি বলা যায় যে জিওর এগারো টাকার রিচার্জ প্ল্যান যথেষ্ট সুবিধা জনক একটি হাই স্পিড ইন্টারনেট প্ল্যান। ১১ টাকায় আজকাল কিছুই হয় না সেখানে 10 জিবি পর্যন্ত হাই স্পিড ইন্টারনেট এখন সত্যিই খুবই লাভজনক এবং সাশ্রয়ী একটি প্ল্যান।