Trending News

Lokkhi Bhandar June Payment Date: লক্ষীর ভান্ডারে জুন মাসের টাকা কবে দেবে? ঢুকছে ৩০০০ ও ৩৬০০ টাকা!

জুন মাসের ২ তারিখ থেকে, আপনাদের টাকা ঢোকার কাজ শুরু হয়ে গেছে। এই প্রথম ধাপে (২ থেকে ৭ জুন পর্যন্ত) অথবা জুন মাসের প্রথম সপ্তাহে যে ৭টি জেলায়, লক্ষীর ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে।

লক্ষীর ভান্ডার (Lokkhir Bhandar) প্রকল্পের প্রত্যেকটি মহিলা উপভোক্তাদের জন্য এবারে দারুণ সুখবর। কারণ এই জুন মাসে কোন কোন জেলার মহিলারা আগে টাকা পাবেন? জুন মাসের কত তারিখ থেকে, তাদের এই টাকাটি তাদের ব্যাঙ্ক একাউন্টে আসবে? তার নোটিশ কিন্তু ইতিমধ্যে জারি করল রাজ্য সরকার।

এছাড়াও আরো জানানো হয়েছে যে এবারের জুন মাসে অনেক মহিলাদেরকে কিন্তু দেওয়া হবে অতিরিক্ত টাকা। এর পাশাপাশি লক্ষীর ভান্ডারে নতুন আবেদনকারী মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর। কাদের কাদের জুন মাসে টাকা দেওয়া বন্ধ রাখা হচ্ছে? কোন ক্যাটাগরির মহিলাদেরকে এবারে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে?

বরাদ্দ ও অনুমোদনের তথ্য

এবারে জুন মাসে লক্ষীর ভান্ডার প্রকল্পের মহিলাদের টাকা দেওয়ার ক্ষেত্রে যে বরাদ্দ রয়েছে, সেই সম্পর্কে বাজেট কিন্তু ইতিমধ্যে পেশ করে দেওয়া হয়েছে। তার অনুমোদনও মিলে গেছে। এই মুহূর্তে আপনাদের টাকা কবে থেকে আসছে? কাদের কাদের টাকা দেওয়া হচ্ছে? কাদের দেওয়া হচ্ছে না?

সে সম্পর্কে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, মহিলাদের জন্য একটি জনকল্যাণমূলক প্রকল্প হচ্ছে- এই ‘লক্ষীর ভান্ডার প্রকল্প’। যে প্রকল্পে জুন মাসের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেল জুন মাসের ২ তারিখ থেকে।

জুন মাসে কত তারিখ থেকে টাকা ঢুকছে?

হ্যাঁ, ঠিকই শুনেছেন! জুন মাসের ২ তারিখ থেকে, আপনাদের টাকা ঢোকার কাজ শুরু হয়ে গেছে। নবান্ন কর্তৃপক্ষ জানিয়েছে- ‘২০২৫ সালে জুন মাসের সমীক্ষায় দেখা গিয়েছে প্রায় ২ কোটি ৩০ লক্ষ মা বোনেদের, লক্ষীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে।

Read More: বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তি ৬০০০০ টাকা! জুন মাসে ঢুকবে?

যার জন্য টাকার বরাদ্দের অনুমোদন কিন্তু গতকালের বৈঠকেই মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। তাই টাকা দেওয়ার কাজও জোর কদমে শুরু হয়ে গেছে, জুন মাসের দু তারিখ থেকেই। তবে এত সংখ্যক মহিলার একাউন্টে এতগুলো টাকা একসাথে দিতে গিয়ে লক্ষীর ভান্ডারের সার্ভারে (Server) যথেষ্ট সমস্যা (Error) দেখা যাচ্ছে।

সার্ভারে সমস্যা ও নতুন নিয়ম

মহিলারা নিজেদের লক্ষীর ভান্ডারের একাউন্টে টাকা এসেছে কিনা, তার স্ট্যাটাস চেক (Lokkhir Vandar Status Check) করতে গিয়ে, এই সমস্যার সম্মুখীন হয়েছেন গতকাল থেকেই। তাই এবারে জুন মাসে টাকা বন্টনের নিয়মে খানিকটা পরিবর্তন আনা হলো। জানা গিয়েছে নবান্নের নির্দেশিকা হিসেবে, এবার এই জুন মাসের টাকা জেলাভিত্তিক লিস্ট ধরে ধরে দেওয়া হবে।

Lokkhi Bhandar June Payment Date
Lokkhi Bhandar June Payment Date

এক্ষেত্রে, গতকালের বৈঠকে মুখ্যমন্ত্রী ৫টি জেলায় টাকা দেওয়ার কথা জানালেও, শেষ পর্যন্ত টাকা দিতে যাতে বেশি দেরি না হয়, সেই কথা মাথায় রেখে এবার এই ৭টি জেলায় প্রথম সপ্তাহে টাকা দেওয়ার ব্যবস্থা করছে, নবান্ন নারী এবং শিশু কল্যাণ দপ্তর।

প্রথম ধাপে কোন ৭টি জেলায় টাকা দেবে?

প্রথম ধাপে আপনাদের সাতটি জেলায় টাকা দেওয়া হচ্ছে। প্রথম ধাপে ২ থেকে ৭ জুন তারিখ পর্যন্ত ৭টি জেলায়, টাকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। ৭ই জুনের পর থেকে আপনাদের দ্বিতীয় ধাপেই বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে, তাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে।

এই প্রথম ধাপে (২ থেকে ৭ জুন পর্যন্ত) অথবা জুন মাসের প্রথম সপ্তাহে যে ৭টি জেলায়, লক্ষীর ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে-

  1. মুর্শিদাবাদ ।
  2. হাওড়া ।
  3. জলপাইগুড়ি ।
  4. কোচবিহার ।
  5. দক্ষিণ 24 পরগনা ।
  6. পূর্ব বর্ধমান, এবং
  7. ঝাড়গ্রাম।

ইতিমধ্যে এই সমস্ত জেলার ব্লকে ব্লকে, উপভোক্তাদের ক্যাটাগরি অনুযায়ী লিস্ট চলে গেছে। যা দেখে এবার তাদের টাকা দেওয়া শুরু হবে। জুনের ২ তারিখ থেকে যে সমস্ত মহিলাদের একাউন্টে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে, তার সংখ্যা প্রায় সাড়ে ১২ লক্ষের কাছাকাছি।

টাকা না পেলে কী করবেন?

জুনের ২ থেকে ৭ তারিখ পর্যন্ত এই সাতটি জেলাতে টাকা দেবার পর, আবার ৮ই জুন থেকে ধাপে ধাপে বাকি জেলাগুলির টাকা দেওয়ার কাজ শুরু হবে। প্রথম ধাপে জেলাতে থাকা মহিলাদের মধ্যে যদি কেউ কোন কারণে, ৭ তারিখের মধ্যে টাকা না পান। সেক্ষেত্রে, তাদেরকে বিডিও অফিসে অভিযোগ জানাতে বলা হয়েছে। যাদের এই সমস্যাটি হবে তাদের সমস্যা সমাধান করে, আগামী ১৫ থেকে ২০ই জুনের মধ্যে তাদের প্রাপ্য টাকা দিয়ে দেওয়া হবে।

যাঁরা এখনো টাকা পাননি

এই জুন মাসে কোন কোন মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে? যে সমস্ত মহিলারা বিগত কয়েক মাস ধরে, দুয়ারে সরকার ক্যাম্পে, লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে আসছেন। কিন্তু এখনো পর্যন্ত কোন টাকাই পাননি। তাদের জন্য সরকার এবারে বিশেষ পদক্ষেপ নিয়েছে।

নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন-

”যারা বিগত কয়েক মাস ধরে লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করা সত্ত্বেও এখনো পর্যন্ত কিন্তু কোন রকম টাকা পাননি। তাদেরকে এবারে টাকা দেওয়ার সময় হয়ে গেছে। যে-মাস থেকে তারা আবেদন করেছেন, সেই মাস থেকে শুরু করে, ২০২৫ সালের জুন মাস পর্যন্ত, তাদের যত টাকা বকেয়া রয়েছে, সবটাই একসাথে দেওয়া হবে”।

এর সঙ্গে, গত মে মাসে প্রায় কয়েক হাজার উপভোক্তাদের ব্যাঙ্কের একাউন্টে এখনো পর্যন্ত কিন্তু টাকা দেওয়া সম্ভব হয়নি। তাদের গত মে (May) মাস এবং জুন (June) মাস এই দুই মাসের টাকা মিলিয়ে ২০০০ টাকা এবং ২৪০০ টাকা করে, (SC/ST/OBC/GENERAL) ক্যাটাগরি ওয়াইজ পাঠিয়ে দেওয়া হবে।

নতুন আবেদনকারীদের জন্য বিশেষ বার্তা

এছাড়াও, আপনাদের জন্য আরো একটি সুখবর রয়েছে! যারা এবারে জুন মাসে নতুন করে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করছেন, বা কিছু মাস আগে আবেদন করেছেন। তাদের জন্য নবান্ন থেকে কি সুখবর রয়েছে?

যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, তাদের মধ্যে প্রচুর মহিলার পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস (Payment Under Process) লেখাটি শো করছে। এরকম যাদের যাদের দেখাচ্ছে তাদের এবারে জুন মাসের টাকা কিন্তু ঢুকে যাবে। তবে জুন মাসে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করছেন বা করবেন বলে ভাবছেন, তারা জুলাই (July) মাস থেকে প্রকল্পের টাকাটি পাবেন।

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button