LPG GAS Cylinder: মাসের শুরুতেই দাম কমলো গ্যাস সিলিন্ডারের! কত দামে কিনতে পারবেন? কাদের জন্য সুবিধা?

LPG GAS Cylinder: ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দুর্দান্ত সুখবর ঘোষণা হল এই মাসে! জুলাই মাস শুরু হতেই রান্নার কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন, তাদের জন্য ভালো খবর দিল তেল সরবরাহকারী সংস্থা। প্রতিমাসেই তেল সরবরাহকারী সংস্থাগুলির তরফে, নতুন করে তেল এবং গ্যাসের দাম নির্ধারণ করা হয়। এই মাসেও তার অন্যথা হয়নি, মাসের প্রথম দিনেই ঘোষণা করে জানানো হলো এই মাসের গ্যাসের দাম।

দেশের মধ্যবিত্ত ব্যবসায়ীদের জন্য এবারের রান্নার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial GAS Cylinders) দাম বেশ অনেকটা কমিয়ে দেওয়া হল। এই মাসে কত টাকায় বিক্রি হবে ১৯ কেজির ব্যবসায়িক গ্যাস সিলিন্ডার? সাধারণ রান্নার ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কত ঘোষণা হল? সমস্ত কিছুই জানতে পারবেন আজকের প্রতিবেদন থেকে।

দাম কমলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের

প্রতি মাসের মতো এই মাসেও প্রথম তারিখেই তেল সরবরাহকারী সংস্থার তরফে ঘোষণা করা হলো গ্যাস সিলিন্ডারের দাম। এই ঘোষণার ফলে লাভবান হলেন দেশের বাণিজ্যিক গ্যাস সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।

কলকাতায় রান্নার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৮০২ টাকা থেকে এক ধাক্কায় কমে ১৭৪৩ টাকা ৫০ পয়সা হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই এইবারের কলকাতার ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপুল পরিমাণে লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও গোটা দেশজুড়ে বিভিন্ন শহরে দাম কমেছে রান্নার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের।

ভারতের রাজধানী শহর দিল্লিতে ৫০ টাকার ওপরে দাম কমেছে এই গ্যাস সিলিন্ডারের। আগে দিল্লিতে ১৭২৩ টাকায় বিক্রি হচ্ছিল ১৯ কেজির গ্যাস সিলিন্ডার। সেই দাম কমে এই মাস থেকে ১৬৬৪.৫০ টাকাতেই এই সিলিন্ডার পেয়ে যাবেন ব্যবসায়ীরা। ক্রমাগত মূল্য বৃদ্ধির বাজারে পরপর চার মাস বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে কমতি দেখা গেল। এপ্রিল মাসে ৪১ টাকা, জুন মাসে ২৪ টাকা এবং এই মাসে ৫০ টাকারও বেশি দাম কমলো রান্নার গ্যাস সিলিন্ডারের।

বাড়িতে ব্যবহারের রান্নার গ্যাসের দাম

বাণিজ্যিক গ্যাসের তুলনায় অনেকটাই কম দামের এবং ওজনের গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয় সাধারণ গৃহস্থালির রান্নার জন্য। এই গ্যাস সিলিন্ডার মূলত ১৪.২ কেজির হয়ে থাকে। গত মে মাস থেকে রান্নার এই গ্যাস সিলিন্ডারের দাম সম্পূর্ণভাবে অপরিবর্তিত রয়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম প্রত্যেক মাসেই কিছুটা পরিমান কমলেও, ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম কমেও নি আবার বাড়েও নি।

এর ফলে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলির মাথার উপর থেকে গ্যাস সিলিন্ডারের বোঝা হালকা না হলেও ব্যবসায়ীদের যথেষ্ট পরিমাণে লাভ হচ্ছে। তবে এই দাম কমার ক্ষেত্রে সাধারণ আমজনতার জীবনে খুব বেশি প্রভাব যে পড়বে না, তা বলাই বাহুল্য।

Read More:

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment