LPG Gas Price: রান্নার গ্যাসের দামে ৩০০ টাকার ছাড়! মাসের শুরুতেই চমক কেন্দ্রীয় সরকারের
নতুন মাস পড়তে না পড়তেই নতুন সুখবর, মধ্যবিত্তদের দুশ্চিন্তা সরিয়ে রান্নার গ্যাসের দামের উপর দেওয়া হচ্ছে ৩০০ টাকার নগদ ছাড়! সুযোগ সুবিধা গুলি বুঝে নেওয়ার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

LPG Gas Price: নতুন মাস পড়তে না পড়তেই নতুন সুখবর, মধ্যবিত্তদের দুশ্চিন্তা সরিয়ে রান্নার গ্যাসের দামের উপর দেওয়া হচ্ছে ৩০০ টাকার নগদ ছাড়! যদিও সম্প্রতি রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG GAS Cylinder) বেশ কিছুটা মূল্যবৃদ্ধি হয়েছে।
গত মাসেই কেন্দ্রীয় সরকারের তরফে রান্নার গ্যাসের দামে ৫০ টাকা বৃদ্ধি ঘটেছে। এক ধাক্কায় বেশ অনেকটাই গ্যাসের দাম বেড়ে যাওয়ার কারণে দুশ্চিন্তার সম্মুখীন হয়েছিলেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষেরা।
তবে রান্নার গ্যাসের দাম বাড়ার পাশাপাশি বেশ কিছু গ্রাহকদের সরাসরি ৩০০ টাকার ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার। ভর্তুকির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই। নিজেদের সুযোগ সুবিধা গুলি বুঝে নেওয়ার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।
কোন কোন গ্রাহকদের জন্য এই সুবিধা?
কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে চালু রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (Pradhanmantri Ujjwala Yojana)। এই প্রকল্পের অন্তর্গত উপভোক্তারা প্রতিমাসে ন্যূনতম মূল্যে গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন। সম্প্রতি রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটলেও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সঙ্গে যুক্ত উপভোক্তাদের ব্যাংক একাউন্টে পাঠানো হবে ৩০০ টাকার ভর্তুকি।
উজ্জ্বলা যোজনার মাধ্যমে রান্নার গ্যাসের দাম কত হতে চলেছে?
প্রাথমিকভাবে সম্পূর্ণ বিনামূল্যে উজ্জ্বলা যোজনার (Ujjala Yojana) মাধ্যমে গ্যাস সিলিন্ডার পেলেও, বর্তমানে কেন্দ্রীয় সরকারের ভর্তুকীর আওতায় এসেছে এই প্রকল্প। সাধারণ গ্রাহকদের জন্য প্রতিমাসে রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য ৮৫৩ টাকা প্রদান করতে হয়। তবে উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের কাছে এই গ্যাস সিলিন্ডারের দাম বেশ অনেকটাই কমে গিয়েছে।
এর মূল কারণ হলো ৮৫৩ টাকার উপর কেন্দ্রীয় সরকারের ৩০০ টাকার ভর্তুকি। প্রাথমিকভাবে সম্পূর্ণ টাকা দিয়ে উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার কিনতে হলেও পরবর্তী সময়ে গ্রাহকদের কাছে সরাসরি পৌঁছে যাচ্ছে ভর্তুকির টাকা। এরপরে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের রান্নার গ্যাস সিলিন্ডার বাবদ খরচ হচ্ছে মাত্র ৫৫৩ টাকা।
উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস সিলিন্ডার পাওয়ার যোগ্যতা:
১) এই প্রকল্পের আওতায় ভারতের প্রায় ১০ কোটিরও বেশি দরিদ্র মহিলারা রান্নার গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন।
২) প্রতিটি পরিবার থেকে একজন করে মহিলা এই প্রকল্পে আবেদন জানানোর যোগ্য।
৩) তবে অবশ্যই ইচ্ছুক আবেদনকারীকে ভারতবর্ষের দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের মহিলা হতে হবে।
৪) আবেদনকারী মহিলার বয়স অন্ততপক্ষে ১৮ বছর হওয়া বাঞ্ছনীয়।
উজ্জ্বলা যোজনায় আবেদন পদ্ধতি:
কেন্দ্রীয় সরকারের দুর্দান্ত এই প্রকল্পে আবেদন জানানোর জন্য ইচ্ছুক আবেদনকারীকে তাদের নিকটবর্তী গ্যাস সিলিন্ডার বিতরণকারী সংস্থা এগিয়ে যোগাযোগ করতে হবে। রেশন কার্ড, ব্যাংকের পাস বই এবং BPL সার্টিফিকেট সঙ্গে করে গ্যাস ডিলারের অফিসে গেলেই উজ্জ্বলা যোজনার আবেদন পত্র পূরণ করে জমা করতে পারবেন আবেদনকারীরা।